শিখ নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ ভারতীয় – U.S. Bangla News




শিখ নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৩ ভারতীয়

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ মে, ২০২৪ | ৫:০৩
কানাডায় শিখ নেতা হারদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। দেশটির অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার কানাডার পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেফতার তিনজন হলেন, করন ব্রার (২২), কমল প্রিত সিং (২২) ও করন প্রিত সিং (২৮)। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের ছবিও প্রকাশ করা হয়। বিবিসি। গত বছরের আলোচিত হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ আরও জানিয়েছে, নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে টরন্টোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানদীপ মুকার বলেছেন, ‘আমরা ভারত

সরকারের সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করছি।’ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড টেবল বলেছেন, ‘কানাডীয় কর্তৃপক্ষ ভারতীয়দের সঙ্গে কথা বলছে।’অন্যদিকে কানাডা-ভিত্তিক ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন অ্যাডভোকেসি গ্রুপের আইনি পরামর্শদাতা এবং মুখপাত্র বলপ্রীত সিং বলেছেন, ‘আমরা এই গ্রেফতারের ঘটনাকে স্বাগত জানাই। তবে এটি আরও অনেক প্রশ্নের জন্ম দেয়। যাদের গ্রেফতার করা হয়েছে তারা খুনিদের একটি গ্রুপের অংশ। এটি খুবই স্পষ্ট যে, কারও নির্দেশেই তারা এটি করেছিল।’ গ্রেফতার তিনজনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তাই সামনে আরও অনেককে গ্রেফতার করা হতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। ২০২৩ সালের জুনে কানাডায় খালিস্তানি

নেতা হারদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে ভারতীয় সরকার জড়িত বলে পার্লামেন্টে এক বক্তব্যে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। দুই দেশই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য শুরু করে। তবে হত্যায় জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করে নয়াদিল্লি। কেননা, কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেছিলেন, হারদীপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। অন্যদিকে ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে ভারত সরকার। উল্লেখ্য, ভারতের পাঞ্জাব রাজ্যে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিজ্জর। তিনি বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠীর

নেতৃত্বে ছিলেন- এমন অভিযোগে তাকে সন্ত্রাসী তকমা দিয়েছিল ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করে এসেছেন নিজ্জরের সমর্থকরা। তাদের ভাষ্য, খালিস্তান আন্দোলনের পক্ষে থাকায় একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন নিজ্জর। গত শতকের সত্তরের দশকে ভারতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু করে দেশটির শিখ সম্প্রদায়ের অনেকে। ওই বিদ্রোহের জেরে সে সময় হাজারো মানুষ নিহত হয়েছিলেন। এরপরও কয়েক দশক ধরে ওই বিদ্রোহের বিষয়টি চলতে থাকে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মূল্যস্ফীতি ভোক্তার কাঁধে রাশিয়া-চীন সম্পর্কে উদ্বেগে যুক্তরাষ্ট্র ইসরাইলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিল মার্কিন প্রতিনিধি পরিষদ ভারতে স্কুলের নর্দমায় শিশুর লাশ, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়, নিহত ৪ পরাজিত প্রার্থীর উন্নয়নের প্রশংসা করলেন ব্যারিস্টার সুমন ফাতেমার বিস্ফোরক মন্তব্য, ব্যবস্থা নেওয়ার সুপারিশ আ.লীগের শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা: খাদ্যমন্ত্রী হ্যাক হতে পারে ওয়াইফাই রাউটার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন জঙ্গি সংগঠন শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী রহিম গ্রেফতার যেভাবে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার করছিলেন শহীদ নীরব ঘাতক উচ্চ রক্তচাপ: নিয়মিত পরীক্ষা করাতে হবে নিত্যপণ্যের অসহনীয় দাম: সিন্ডিকেট দমন ও কার্যকর বাজার তদারকি জরুরি সংশোধিত শিক্ষাক্রম কি চতুর্থ শিল্পবিপ্লবের জন্য যথেষ্ট? অর্থনৈতিক চাপের মধ্যেও বাজেট বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন পাঁচ দিনের ছুটির কবলে বেনাপোল স্থলবন্দর ভাসানচর থেকে দলে দলে পালাচ্ছে রোহিঙ্গারা নির্বাচনি সহিংসতায় আহত ২৭