শিক্ষার্থীদের কর্মমুখী যোগ্যতম নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে – U.S. Bangla News




শিক্ষার্থীদের কর্মমুখী যোগ্যতম নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৯
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন বেকার সৃষ্টির কারখানা না হয় সেদিকটায় নজর দিতে হবে। এমনটা হলে সেটা শুধু রাষ্ট্রের অর্থের অপচয় হবে। শিক্ষার্থীদের কর্মমুখী যোগ্যতম নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হবে। এ জন্য সরকার ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের উপর জোর দিয়েছে। এতে দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠতে সহায়ক হবে। শনিবার (৭ জানুয়ারি ২০২৩) সকালে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপি চাকুরী মেলা- ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অগ্রগতিতে বিদেশে কর্মরত জনগোষ্ঠীর পাঠানো রেমিট্যান্স বিরাট অবদান রাখছে। তাই বিদশে চাকুরী

করতে যারা যায় তাদের দক্ষ হবার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা গ্রহণ করতে হবে। আর দেশকে স্বাবলম্বী করতে হলে যারা শিল্প-কলকারখানায় চাকুরী করে তাদের স্বস্ব বিষয়ে যোগ্যতা ও যুগোপযোগী শিক্ষা থাকতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আমাদের দেশকে স্বাবলম্বী করতে হবে, এজন্য দক্ষ জনবল প্রয়োজন। আমাদের দেশে যে সমস্ত কলকারখানা রয়েছে সে সকল কারখানায় লোকজনকে চাকুরি দেয়ার পর দেখতে হবে কি ধরনের যোগ্যতা প্রয়োজন। সে অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বিসিএস সহ চাকুরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোঠা আরো বাড়ানোর জন্য কাজ করছে সরকার। চাকুরি প্রার্থীদের জানতে হবে নিয়োগকারীরা কি ধরণের স্কিলড লোক চায়। সেভাবেই নিজেদের তৈরী করতে হবে। এ সময়

তিনি চাকুরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: গিয়াসউদ্দিন মিয়া, বিজিএমইএ-র সভাপতি ফারুক হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মোঃ ওয়াহিদ হোসেন, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ। প্রথমবারের মতো জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত এ মেলায় কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃজনের সঙ্গে সম্পৃক্ত সরকারি দপ্তরসমূহ সহ গাজীপুরে অবস্থিত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও জেলার প্রখ্যাত

শিল্প প্রতিষ্ঠানসমূহের ৫০টি স্টল দেয়া হয়েছে। চাকুরিদাতা ও চাকুরিপ্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপন ও চাকরি প্রার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে চাকুরি মেলা ইতিবাচক ভ’মিকা রাখবে। শিক্ষিত ও দক্ষ হাজারো বেকারের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না