শাহজাহান ওমরদের বিএনপি ছাড়ার ‘আসল’ কারণ জানালেন আসিফ নজরুল – U.S. Bangla News




শাহজাহান ওমরদের বিএনপি ছাড়ার ‘আসল’ কারণ জানালেন আসিফ নজরুল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ | ৫:১৬
হতাশা, লোভ ও চাপের কারণে শাহজাহান ওমররা বিএনপি থেকে বেরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে মেজর ইব্রাহিমের যে ভিডিওটি রয়েছে এবং মেজর হাফিজের যেসব কথা বেরিয়েছে, সেগুলো তো স্পষ্ট। সরকার বিভিন্ন কৌশল করে, গোয়েন্দা বাহিনীগুলোর মাধ্যমে ছোট ছোট দল এবং বিএনপির বিভিন্ন গ্রুপকে প্রলোভিত করে ভয় দেখিয়ে নিজেদের দলে আনার চেষ্টা করেছে। সম্প্রতি দেওয়া একান্ত সাক্ষাৎকারে আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, শাহজাহান ওমরের ক্ষেত্রে কী ভয় দেখানো হয়েছে, না প্রলোভন সেটি আমরা জানি না। তবে একটা জিনিস তো স্পষ্ট

দেখলাম- যে মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসরা জামিন পান না, সে মামলায় তিনি রাতারাতি জামিন পেয়ে গেলেন। এখানে তো একটা লেনদেন হয়েছে। সরকার সক্রিয়ভাবেই বিএনপির বহু নেতাকে দল থেকে বের করার চেষ্টা করেছে এমন আলামত স্পষ্ট। আর এটিই স্বাভাবিক। বিএনপি নেতাদের ভাগিয়ে নেওয়ার বিষয়ে আইনের এ অধ্যাপক বলেন, এত চেষ্টার পর এত বছরে মাত্র কয়েকজনকে বের করতে পেরেছে। এটা বরং সরকারের ব্যর্থতা। আর এটিই বিএনপির সফলতা। ‘৭৫-এর পর ১৫ বছর চাপে থেকে আওয়ামী লীগের কী অবস্থা হয়েছিল আর এখন বিএনপির কী অবস্থা। আপনি তুলনা করে দেখেন। তখন তো স্পট দুটো আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। তো এটা আমি বিএনপির সফলতা

এবং সরকারের দুর্বলতা মনে করি যে এত বছরেও বিএনপির কিচ্ছু করতে পারেনি তারা। আসিফ নজরুল বলেন, শাহজাহান ওমররা এত গুরুত্বপূর্ণ নন। ব্যক্তিগতভাবে তিনি বড় কোনো নেতাও নন। মুক্তিযোদ্ধা হিসেবে মানুষের একটা সম্মানবোধ ছিল, এখন সেটা আছে কিনা সন্দেহ। এগুলো কোনো সমস্যা না। সমস্যা হলো— আপনি কত বছর ক্ষমতার বাইরে থাকবেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আপনাকে কর্মসূচি নির্ধারণ করতে হবে। অনন্ত কাল তো আপনি বাইরে থাকবেন না। বিচ্ছিন্নভাবে বিএনপির আরও দু’একজন নেতা দল ছাড়তে পারেন মন্তব্য করে আসিফ নজরুল বলেন, কিন্তু এটাতে বিএনপির কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। বড় কয়েকজন নেতা যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে তারা যদি

বিকল্প কোনো দল করেন সেটাই হবে বিএনপির ভাঙন। যেমন মির্জা ফখরুল, আমির খসরু, রিজভী— এরা বের হয়ে যদি অন্য কোনো দল করেন সেটাকে ভাঙন বলতে পারেন। বিচ্ছিন্নভাবে কয়েকজন নেতা চলে গেলে সেটাতে কিছু হবে না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আতঙ্কে যাত্রীরা পিচ গলে ঝুঁকিতে সড়ক ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা: হামাস নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রকেই বিশ্বের নেতৃত্বে থাকতে হবে ২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত আঙিনায় চাষাবাদের প্রস্তুতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আইটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এমটিএর বিনামূল্যের বাস পরিসেবা শেষ হচ্ছে চলতি বছরেই ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে রেকর্ড দাবদাহে ওষুধের মান নষ্টের শঙ্কা পঁচাত্তরেও তিনি ‘স্বপ্নচারিণী’ জীবনের শেষ বিসিএসটা দিতে পারলেন না ফাহাদ যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু সরকার নির্ধারিত দাম কাগজে কলমে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন উপেক্ষিত জীর্ণ রেল সেতুতে পদে পদে বিপদ কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান আজ সিদ্ধান্ত প্রাথমিকের গরম ভোগাবে আরও ৫ দিন