শক্তিশালী করতে ৩৮০২ কোটি টাকার প্রকল্প – U.S. Bangla News




শক্তিশালী করতে ৩৮০২ কোটি টাকার প্রকল্প

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ৮:২৩
সর্বজনীন পেনশনব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ৩ হাজার ৮০২ কোটি (৩২৫ মিলিয়ন ডলার) টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। এর অংশ হিসাবে দেশের বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনা হবে। তাদের বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে ‘সর্বজনীন পেনশনব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে সরকার। এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা দেবে ২৫০ মিলিয়ন ডলার এবং বাকি ৭৫ মিলিয়ন ডলার সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। প্রকল্পটির প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালটি (পিডিপিপি) পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই প্রকল্পের কাজ শুরু হবে। সম্প্রতি ইআরডি থেকে চিঠির মাধ্যমে

এডিবির সহযোগিতার কথা জানানো হয়েছে। দেশের জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে তাদের বৃদ্ধকালীন জীবন-জীবিকার সুরক্ষা দিতে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে সরকার ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ পাশ করেছে। ২০২৩ সালের ২ এপ্রিল এ আইনের আওতায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) প্রতিষ্ঠা করার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী একই বছর ১৭ আগস্ট সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে সর্বজনীন পেনশনের ৪টি স্কিম যথাক্রমে ‘প্রগতি’, ‘সমতা’, ‘প্রবাস’, ‘সুরক্ষা’ এবং পরে ‘প্রত্যয়’ স্কিম চালু করা হয়। এরপর থেকেই সর্বজনীন পেনশন কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। সূত্র জানায়, সর্বজনীন পেনশন কার্যক্রমকে টেকসই ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট

গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পাদন করা অত্যাবশ্যক। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা জরুরি। এ প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক রূপরেখা নির্ধারণ, অবকাঠামো স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, আর্থিক বিশ্লেষণসহ অন্যান্য কার্যক্রম সম্পাদন সম্ভব হবে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সহায়তা দেওয়ার কথা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অনানুষ্ঠানিকভাবে অর্থ বিভাগকে জানিয়েছে। সূত্র আরও জানায়, সর্বজনীন পেনশনব্যবস্থার পরিধি বাড়ানোর জন্য ‘স্ট্রেনদেনিং ইউনিভার্সাল পেনশন সিস্টেম’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণের লক্ষ্যে পিডিপিপি প্রণয়ন বিষয়ে এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সভা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০২২ সালের ১২ জুন ১১৩ স্মারকে জারি করা পরিপত্রের ‘সংযোজনী-ড’ অনুযায়ী নির্ধারিত ছকে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করা হয়েছে। সূত্র জানায়, প্রকল্পের

উদ্দেশ্য হচ্ছে দেশের বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করতে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন পদ্ধতি বাস্তবায়ন করা। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুনে শেষ হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানিরা ধৈর্য্য হারিয়ে ফেলছেন, নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা শীর্ষ সুন্নি আলেমের কোটাবিরোধী আন্দোলন নিয়ে ফোনে বাবাকে যা বললেন ঢাবি ছাত্রী বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটো মিত্ররা প্রথম দিনই সুনাকের রুয়ান্ডানীতি বাতিল করলেন স্টারমার শুরুতেই পেজেশকিয়ানকে খামেনির সতর্কবার্তা গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার ‘আসল কাহিনি’ ফাঁস! শাকিব খানের ইচ্ছা পূরণ হলো না নতুন করে নির্বাচনের দাবি ইমরান খানের ‘যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টের দরকার নেই’ বন্যার্তদের ত্রাণ না পাওয়ার অভিযোগ সঠিক নয়: ত্রাণ প্রতিমন্ত্রী এরশাদের মৃত্যুবার্ষিকীতে রংপুরে জাতীয় পার্টির বিভিন্ন কর্মসূচি বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩৫ কোটাবিরোধী অবরোধে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি এআইপি পেয়ে অভিভূত তারা, যা বললেন কৃষিমন্ত্রী হ্যারির সঙ্গে নিজের ভবিষ্যৎ নিরাপদ মনে করছেন না মেগান! ডলারের আধিপত্য কমাতে রাশিয়া-ইরান একজোট শাসকগোষ্ঠী আরও বেশি বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল ফের ইসরাইলের সমালোচনা করে যা বললেন এরদোগান প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হাতেনাতে ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা, অতঃপর স্বাগতম ১৪৪৬ হিজরি নববর্ষ শুরু হয়েছিল যেভাবে