র‌্যাব-পুলিশ পরিচয় দেওয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার – U.S. Bangla News




র‌্যাব-পুলিশ পরিচয় দেওয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৪ জুন, ২০২৪ | ১২:০১
র‌্যাব পরিচয়ে অস্ত্রের মুখে গাজীপুরের একটি কারখানার শ্রমিকদের বেতন ও বোনাসের টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের টাকা তুলে নিয়ে ফেরার পথে অস্ত্রের মুখে ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। রাজধানীর রামপুরা ও উত্তরা এবং গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন চক্রের মূলহোতা হামিম ইসলাম (৪৫), জিন্নাহ মিয়া (২৭), আমিন হোসেন (৩০), রুবেল ইসলাম (৩৩) ও আশিকুর রহমান (৪২)। ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, দুটি খেলনা পিস্তল, দুটি র‌্যাব জ্যাকেট ও ক্যাপ, ১টি হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া

সেন্টারে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার এমনকি সাংবাদিক পরিচয় ব্যবহার করত। চক্রের বেশ কয়েকজন পলাতক রয়েছে। এখনো এ চক্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ৬ জুন বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন কর্মকর্তা একটি প্রাইভেট ব্যাংক থেকে কারখানার শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও পরিবহণ খরচের সাড়ে ১৯ লাখ টাকা নিয়ে কারখানায় ফিরছিলেন। এ সময় র‌্যাবের জ্যাকেট পরা কয়েকজন অস্ত্রের ভয় দেখিয়ে কর্মকর্তাদের অপহরণ করে টাকা ছিনিয়ে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় তাদের

নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আর্জেন্টিনার সামনে এবার পুরোনো ‘শত্রু’ চিলি সন্ধানীর প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দীপুমনির সাক্ষাৎ বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: পিটার হাস রাজশাহীতে সনদ ও ভাতা পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীরা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সুপ্রিমকোর্ট বার প্রধানমন্ত্রী খালি হাতেই ঢাকায় ফিরেছেন: সাইফুল হক দুর্নীতিবাজরা সরকারের ঘনিষ্ঠ: রিজভী সাবেক স্ত্রীকে ফেরাতে চুরি করে শফিক! সবচেয়ে বেশি যে করেছে, তার বিরুদ্ধে গীবত গেয়ে বেড়াচ্ছেন ভারতের সহযোগিতায় তিস্তা প্রকল্প হবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা হতে পারে বুধবার নতুন এলএনজি অবকাঠামো নির্মাণ প্রশ্নবিদ্ধ: সানেম মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির প্রসঙ্গ কারামুক্তির বছর ঘুরতেই ‘চিরমুক্তি’ শাহজাহানের ভেস্তে গেছে মন্ত্রী এমপির সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ ছুটি শেষে ঢাকায় ফিরেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতাসহ দুজনের অটোরিকশার ধাক্কায় সংসদ সদস্য আহত পরীমনির সঙ্গে রাত্রিযাপনে সাকলায়েনের ‘গুরুদণ্ড’, তদন্তে যা পেল পুলিশ খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি জানিয়ে যা বললেন ফখরুল বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে চীন: লিউ জিয়ানচাও