রমজানের তাৎপর্যবহ বেজোড় রাত – U.S. Bangla News




রমজানের তাৎপর্যবহ বেজোড় রাত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৩ | ৭:৫০
রমজানের শেষ দশদিনের বিশেষ একটি আমল হলো- ইতিকাফ। ইতোমধ্যে ইতিকাফকারীগণ মহান আল্লাহর ঘর মসজিদে অবস্থান নিয়েছেন। ইতিকাফের উদ্দেশ্য হলো, পার্থিব ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্রচিত্তে মহান আল্লাহর ইবাদতে মশগুল হওয়া। বিনয় নম্রতায় নিজেকে মহান আল্লাহর দরবারে সমপর্ণ করা। বিশেষ করে লাইলাতুল কদর অন্বেষণে তৎপর থাকা এবং তাতে ইবাদত করার সুযোগ লাভ করা। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আয়েশা (রাযি.) বলেন, রাসুল (সা.) রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। -সহিহ বোখারি: ২০২০ পবিত্র কোরআনে লাইলাতুল কদরকে হাজার মাস অপেক্ষা উত্তম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। লাইলাতুল কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমাময় একটি রাত। এই রাতের

ইবাদত-বন্দেগির মর্যাদা এক হাজার মাসের রাত্রিগুলোতে ইবাদত-বন্দেগির চেয়েও বেশি। এটা মহান আল্লাহর পক্ষ থেকে হজরত মুহাম্মদ (সা.) এর উম্মত হিসেবে আমাদের উপর বিশেষ এক অনুগ্রহ। কেননা এক হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়। আল্লাহ তায়ালা এর মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত আয়ুষ্কালে অধিক সওয়াব ও কল্যাণ অর্জনের সুযোগ দান করেছেন। সুরা কদর ও বাকারায় বর্ণিত আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়, লাইলাতুল কদর রমজান মাসে। কিন্তু এর সঠিক তারিখ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না। ইসলামি স্কলাররা বিভিন্ন হাদিস পর্যালোচনা করে বলেন, লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে আসে। কিন্তু এরও কোনো তারিখ নির্দিষ্ট নেই। বরং যেকোনো রাতে হতে পারে।

আবার প্রত্যেক রমজানে তা পরিবর্তিতও হতে পারে। সহিহ হাদিসের ভাষ্যমতে, শেষ দশদিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অধিক। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। -সহিহ বোখারী: ২০২১ অন্য বর্ণনায় এসেছে, রাসুল (সা.) বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। -সহিহ মুসলিম: ১১৬৯ হাদিসের এসব বর্ণনা দ্বারা বুঝা যায়, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এই সম্ভাবনা থেকেই যায়। ফলে অবহেলা না করে রমজানের বেজোড় রাতগুলোতে কদরের রাতের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা দরকার। কেননা এই রাতের ইবাদত বন্দেগিতে রয়েছে

বিশেষ ফজিলত। আল্লাহ তায়ালা এই রাতে বান্দাদেরকে ব্যাপকহারে ক্ষমা করেন এবং অসংখ্য কল্যাণ দান করেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাতে নামাজ আদায় করতে দাঁড়াবে তার পূর্ববর্তী সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হবে। -সহিহ মুসলিম: ৭৬০ অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, এতে (রমজানে) এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবে। -মুসনাদে আহমাদ: ২২৩০ কদরের রাত এই কারণেও গুরুত্বপূর্ণ, এই রাতে মানুষের পুরো বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। মানুষের পরবর্তী এক বছরের ভাগ্য, অর্থাৎ তার সামনে যা

যা আসবে বা তার জীবনে যা কিছু ঘটবে, সেসব নির্ধারণ করা হয়। তার বেঁচে থাকা কিংবা মৃত্যু, তার ভালো-মন্দ, তার রুটি-রুজি ইত্যাদি বিষয় নির্ধারণ করা হয় এই রাতে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, (কদরের) এই রাতে প্রত্যেক হেকমতপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সুরা দোখান ৪ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বলেন, তুমি কোনো মানুষকে বাজারে হাঁটাচলা করতে দেখবে অথচ তার নাম মৃতদের তালিকায়। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করে বলেন, প্রতি বছরই এ বিষয়গুলো নির্ধারিত হয়ে যায়। -মুসতাদরাকে হাকিম: ২/৪৪৮ আমাদের থেকে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ গোপন রাখা হয়েছে। তবে হাদিসে কিছু নিদর্শন বলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিরাট হেকমত ও

রহস্য। এর দ্বারা মহান আল্লাহর উদ্দেশ্য হলো, এই মহামূল্যবান রাতের অনুসন্ধানে বান্দারা সাধনা করুক। এক রাতের জন্য একাধিক রাত জাগ্রত থাকুক। তাই আমাদের জন্য করণীয় হলো, রমজানের শেষ দশদিন মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। বিশেষ করে বেজোড় রাতগুলোতে। তবেই আমরা মহিমান্বিত সেই রাতে ইবাদতের সুযোগ লাভ করতে পারব।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরায়েলের হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করল ইরান পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে লাশ হলেন যুবক প্রাকৃতিক সম্পদের মূল্য হিসাব করবে বিবিএস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী-এমপিদের স্বজনরা: শেখ হাসিনা প্রথম দফায় ১০২ আসনে ভারতে লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু শিশুখাদ্য সেরেলাক ও নিডোতে উচ্চমাত্রায় চিনি শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না আফ্রিদিকে সরিয়ে বাবরকে অধিনায়ক করায় ক্ষুব্ধ হাফিজ এক পিস ডাবের দাম ১৮০ টাকা! উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি থাকবে ৮০ ভাগ: ইসি আলমগীর ব্রিটিশ হাইকমিশনারকে কর্মকৌশল জানাল বিএনপি অপপ্রচার বন্ধে ভারতীয় প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী প্রাকৃতিক সম্পদের মূল্য হিসাব করবে বিবিএস উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারে হার্ডলাইনে বিএনপি কাতারের আমির ঢাকা আসছেন মুক্তিপণে আরও বাড়তে পারে জলদস্যুতা