যৌনকর্মীর তথ্যে খুনের রহস্যভেদ – U.S. Bangla News




যৌনকর্মীর তথ্যে খুনের রহস্যভেদ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ৫:৫৭
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রশিদ। পেশায় দিনমজুর। ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর বন্ধ পাওয়া যায় তাঁর মোবাইল ফোন নম্বর। দু’দিন পর নিমপাড়ার ধলার বিলের আখক্ষেতে লাশ মেলে তাঁর। নিভৃত পল্লিতে নিরীহ রশিদের কোনো শত্রু থাকতে পারে– এমনটা বিশ্বাস করতে পারছিলেন না গ্রামবাসী। ‘ক্লুহীন’ হত্যাকাণ্ড হিসেবে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন স্বজনরা। থানায় মামলাটি তদন্তাধীন অবস্থায় দু’জন কর্মকর্তা বদল হন। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে স্থানান্তর হয় মামলা। সিআইডির যে কর্মকর্তা প্রথমে তদন্ত শুরু করেন তিনিও কোনো কূলকিনারা করতে ব্যর্থ হন। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে মামলাটি নতুনভাবে তদন্তে পরিদর্শক মামুন রশিদকে নিয়োগ

দেওয়া হয়। দীর্ঘ ৯ বছর পর এক তরুণীর চমকপ্রদ জবানবন্দিতে খুলল এই হত্যারহস্য। হত্যায় জড়িত পাঁচজনকে আসামি করে দু-তিন দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করবে সিআইডি। জানা গেছে, ৫৫ বছর বয়সী রশিদের শরীর ও পুরুষাঙ্গে আঘাতের চিহ্ন সুরতহাল প্রতিবেদনে উঠে এসেছিল। এতে সন্দেহাতীতভাবে নিশ্চিত হওয়া যায়, এটি হত্যাকাণ্ড। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলে একাধিকবার যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সখ্য তৈরি হয় তদন্ত কর্মকর্তার। আমবাগানের দু’জন নিরাপত্তা প্রহরী জানান, রাজশাহী ও আশপাশের এলাকা থেকে যৌনকর্মীদের নিমপাড়ায় এনে অনেকে অবৈধ কারবার করেন। রশিদ হত্যার সঙ্গে এই কারবার ঘিরে বিরোধ থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়। এমন তথ্য পাওয়ার পর পর্যায়ক্রমে ছদ্মবেশে রাজশাহীর কয়েকটি পতিতালয়ে

যান তদন্ত কর্মকর্তা। প্রায় দুই বছর বিভিন্ন পতিতালয়ে ঘুরতে থাকেন। যৌনকর্মীদের সঙ্গে দিনের পর দিন কথাবার্তা চালিয়ে কারা কোন এলাকায় ভাড়ায় যাচ্ছেন, সে তথ্য বের করা হয়। সম্প্রতি এক যৌনকর্মী পুলিশ কর্মকর্তাকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লু দেন। নিমতলায় যাতায়াত আছে এমন এক তরুণীর নাম জানান। তিনি বেশ কয়েক বছর যৌনকর্মী হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তাঁর বিয়ে হয়েছিল নিমতলায়। কিন্তু সে সংসার টেকেনি। এটি জানার পর নিমতলায় গিয়ে তাঁর প্রথম পক্ষের শ্বশুরবাড়ি খুঁজতে থাকেন। বাড়ির ঠিকানা পাওয়ার পর নিমতলা থেকে ছয় কিলোমিটার দূরের একটি এলাকার নাম পাওয়া যায়। সেই তথ্যে তরুণীকে খুঁজতে তাঁর বাড়িতে যান তদন্ত কর্মকর্তা। সেখানে গিয়ে জানতে পারেন,

ফরিদপুরের একটি চরে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। এরপর ওই নারীকে অনেক কষ্টে রাজশাহীতে আনা হয়। প্রথমে পুলিশের ধারণা ছিল, হত্যাকাণ্ডের সঙ্গে ওই নারী জড়িত। পরে পুলিশের কাছে ও আদালতে জবানবন্দিতে তিনি জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনার দিন তাঁর পরিচিত এক ব্যক্তি স্বামীর সঙ্গে মিটমাট করে দেওয়ার কথা বলে তাঁকে নিমতলায় যেতে বলেন। ফাঁদে ফেলে ডেকে নিয়ে যাওয়ার পর বলা হয়, ওই রাতে যৌনকর্মী হিসেবে ভাড়ায় খাটতে হবে। এ বাবদ তিন হাজার টাকা দেওয়া হবে। অনেক চাপাচাপির এক পর্যায়ে রাজি হন তিনি। এরপর তাঁকে ধলার বিলে নেওয়ার পর হাজির হয় ছয় ব্যক্তি। প্রথমে তরুণীর সঙ্গে কে ঘনিষ্ঠ হবে–

এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে রশিদকে আঘাত করলে তিনি মারা গেলে সবাই পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডে জড়িত চারঘাটের নিমপাড়ার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো হাসেম আলী, মো. আলম, কামরুজ্জামান রনি, আশরাফুল হক কালু ও রায়হান আলী লালু। ঘটনার দিন তরুণীকে ডেকে নেয় কামরুজ্জামান।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ওমরাহ পালনের সুযোগ পাবে তিন কোটি মানুষ দুর্নীতির দায়ে চাকরি হারালেন সহকারী পুলিশ সুপার প্রতিদিন নয়, দেওয়া হবে সপ্তাহে দুদিন সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০৯ বার পেছাল দুর্নীতির মামলা প্রমাণে কাগজপত্রের দরকার হয়: অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার অর্থ পাচার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডেটা সেন্টার জরুরি ‘বিচারের জন্য ঘুরতে ঘুরতে মানুষের জীবন শেষ’ শিক্ষায় দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না কর্মবিরতিতে সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, যা বললেন শিক্ষামন্ত্রী ইসরাইলের ‘প্রস্তাব’ মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, সতর্কতা জারি অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত জবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ কোরিয়ায় কেন জনপ্রিয় হয়ে উঠলো ‘হ্যাপিনেস ফ্যাক্টরি’ ১৩ বছরের কিশোরকে গুলি করে হত্যা করল নিউইয়র্ক পুলিশ ৩২ বছরেও বদলায়নি দ. আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য মতিউরকে নিয়ে বিভিন্ন জেলায় দুদকের চিঠি এনবিআরের সেই প্রথম সচিব ফয়সালকে বদলি