যে কারণে পরিচালককে ‘অসম্ভব ভালোবাসেন’ ভাবনা – U.S. Bangla News




যে কারণে পরিচালককে ‘অসম্ভব ভালোবাসেন’ ভাবনা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২২ | ৮:২৫
পরিচালক রায়হান খানের সঙ্গে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার খুব চমৎকার সম্পর্ক। তাকে অসম্ভব ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। এমনকি তাকে ‘পাপা’ বলেও ডাকেন এই নায়িকা। ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ভাবনা। আগামী ফেব্রুয়ারিতে ‘এক্সকিউজ মি’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরিচালক রায়হান খান। এতে ‘এক্সকিউজ মি’ ছবির নায়ক জিয়াউল রোশান, নায়িকা ভাবনাসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ভাবনা জানান, তিনি যখন প্রথমবার দেশের বাইরে শুটিংয়ে নেপালে যান সেখানে রায়হান খান ছিলেন। তাকে কখন পাপা পাপা বলা শুরু করেছেন তা জানেন না। এই অভিনেত্রী বলেন, মানুষ বলে না, দেশের বাইরে গেলে বন্ধুর

পরিচয় পাওয়া যায়, আমিও রায়হান খানকে দেশের বাইরে শুটিংয়ে নানাভাবে জানতে পেরেছি। তাকে আমি পাপা ডেকেছি। তিনিও আমাকে মেয়ের মতোই সব সময় দেখেছেন। তিনি বলেন, তার সঙ্গে আমার প্রতিদিনই কথা হয়, এমন না। এবার কথা হয়েছে চার-পাঁচ বছর পর। তিনি আমাকে বললেন, ‘শোন, আমি কিন্তু সিনেমা বানাচ্ছি। তোর কিন্তু কাজ করতে হবে। আমরা একসঙ্গে ছবিটির কাজ করব।’ ভাবনা বলেন, এবার যখন ছবিতে অভিনয়ের কথা বলেন রায়হান খান, তখন আমার মনে হচ্ছিল, ব্যাংকক ও নেপালে শুটিংয়ের ফাঁকে কতবার যে আমাকে বলেছে, ‘শোন, আমার প্রথম সিনেমায় আমি তোকে নেব’। আমার মনে হতো, এ রকম তো অনেকে কথা বলে, কিন্তু দেখা যায় যে শেষ

পর্যন্ত সেই কাজটা হয় না। ‘কিন্তু পাপা সেটা মনে রেখেছে। আমাকে তার প্রথম ছবির জন্য সিলেক্ট করেছে’, যোগ করেন অভিনেত্রী। খণ্ড ও ধারাবাহিক মিলিয়ে ১৭০টি নাটক পরিচালনা করেছেন রায়হান খান। হাজারের ওপরে নাটকে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া অসংখ্য বিজ্ঞাপনচিত্রে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তবে এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন এই পরিচালক।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল ডাল আলু ডিম জোগাতেই গলদঘর্ম রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না ৮৫ শতাংশ রোগী কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই বাস্তবতা মেনে নিয়ে পুনঃসংযোগ স্থাপন ট্রাফিক পুলিশের ৫ পরিকল্পনায় কমেছে মোহাম্মপুরের যানজট চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করবে আবুধাবি গ্রুপ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ, শাস্তির মুখে কোম্পানি ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ পুলিশের কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই ট্রাফিক পুলিশের ৫ পরিকল্পনায় কমেছে মোহাম্মপুরের যানজট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বগুড়ার কোল্ড স্টোরে পাঁচ লাখ ডিম মজুদ! আদালতে নিপুণের রিট, কড়া বার্তা মিশার দেশে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন পাইলট আসিমের মা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই অর্থনীতিবিদদের আজ্ঞাবহ হিসাবে দেখতে চান রাজনীতিবিদেরা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা