যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের প্রতিবাদ – U.S. Bangla News




যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের প্রতিবাদ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৩ | ৮:৩১
বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিরোধীরাই যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওয়াশিংটন ডিসি তে তাঁর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বাংলাদেশ বিরোধী একটি চক্র সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক মহলে বাংলাদেশ বিরোধী এবং বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার বিরোধী প্রচারণা চালিয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বিগত মাস গুলোতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশিষ্ট নাগরিক এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হিসেবে পরিচিত বিভিন্ন সংগঠন বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক তথ্য তুলে ধরে প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্র সচিব ব্লিঙ্কেন এবং বিভিন্ন রাজ্যের কংগ্রেসম্যান এবং সিনেটরদের কাছে চিঠি প্রদান

করে যা ফলাও করে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ তাঁদের এই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য এবং তাঁর দিকনির্দেশনা পাওয়ার জন্য তাঁর সাথে সাক্ষাতের আবেদন করলে তাঁ মঞ্জুর হয় এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সেই সাথে বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখা দ্বারা প্রতিষ্টিত U C Berkeley তে প্রতিষ্ঠিত “Bangabandhu Sheikh Mujibur Rahman Research Award” এর চুক্তিনামা বঙ্গবন্ধু কন্যাকে উপহার দেয়ার ইচ্ছা ব্যাক্ত করলে তিঁনি তা সানন্দে গ্রহণ করেন। এই সাক্ষাৎ সংক্রান্ত ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হলে বিএনপি জামাতের মদদপুষ্ট একটি মহল ব্যাপকভাবে অপপ্রচার চালায় এবং বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের চরিত্র হরণ

করার জন্য মিথ্যা তথ্য এবং ফটোশপ করা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রয়াস চালায়। সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের যে এডিট করা ছবি প্রকাশ করা হয় সেটি নেয়া হয় ২০২২ সালে জাতীয় শোক দিবসে লস এঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটের সভায় বক্তব্য দেয়া এক ভিডিও থেকে। (ফটোশপ করা ছবির প্রমাণ সংযুক্ত করা হল) রানা হাসান মাহমুদের বৃহত্তর পরিবারের সদস্য গণ ১৯৪৯ সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের নেতৃত্ত দেয়া, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, মুক্তিযুদ্ধে এবং ৭৫ এর ১৫ ই আগস্টে শহীদ সেরনিয়াবাতের পরিবারের সাথে নিহত হওয়া ও বর্তমানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসীন।

রানা হাসান মাহমুদের নেতৃত্বেই, ডঃ আবু নাসের রাজীব (সহসভাপত এবং নজরুল আলমের(সহসভাপতি) সহযোগিতায় ২০২১ সালে বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড প্রতিষ্ঠিত হয় বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় U C Berkeley তে। একই বছর তারই উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী ক্যালেন্ডার ডে হিসেবে প্রতিষ্ঠা পায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট লস এঞ্জেলেস উনিফাইডে যার শিক্ষার্থী সংখ্যা ৬৫০,০০০ এবং অরেন্জ কাউন্টির (Anaheim) স্কুল ডিসট্রিক্টে। AABEA (American Association of Bangladeshi Engineers and Architects) SCC এর সাধারন সম্পাদক হিসেবে U C Riverside এ বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের বৃত্তি প্রবর্তন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের ডাটাবেস তৈরী এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ডঃ আব্দুল মোমেনের

জন্য একই বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংক্রান্ত বিষয়ে সেমিনার আয়োজনে তাঁর ভূমিকা সর্বজননন্দিত। বর্তমানে তিঁনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কার্যক্রম প্রকল্পে কাজ করছেন। রানা হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখায় প্রথম যোগদান করেন ১৯৯১ সালে। সহ সভাপতি নজরুল আলম লস এঞ্জেলেসের একজন প্রতিষ্ঠিত সংগঠক। ২০১৯ সাল থেকে তিঁনি বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ড ফান্ডে প্রধান অনুদানকারী। নজরুল আলম জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন এবং প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার অনুষ্ঠানে এনে

সংবর্ধনা দিয়েছিলেন। তিঁনি দুই মেয়াদে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেসের (বাফলা) সভাপতি (২০১৭ এবং ২০১৮) এবং সাধারন সম্পাদক (২০১৩) ছিলেন। বাফলা ২৮ টি রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের একটি ফেডারেশন যেখানে বিএনপি এবং আওয়ামী লীগের একটি অংশ, বঙ্গবন্ধু কালচারেল অর্গেনাইজেন, বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এক্সেকিউটিভ কমিটির সদস্য। সভাপতি হিসেবে তাঁকে সকল সংগঠনের অনুষ্ঠানে যেতে হয়। সম্প্রতি একটি চক্র বিএনপির পিকনিকে তোলা একটি ছবি প্রকাশ করে যেখানে তাঁকে যেতে হয়েছে বাফলার সভাপতি হিসেবে। একটি অনলাইন পত্রিকাতে (banglapress.com) এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সঠিক তথ্য অনুসন্ধান না করেই ছবিটি প্রকাশ করা হয় যেখানে BUFLA র সভাপতি

হিসেবেই তাঁকে যেতে হয়েছিল। ছাত্র জীবনে নজরুল আলম সিলেটের এম সি কলেজের ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। বিএনপি জামাতের অস্ত্রের মুখে প্রাণ নাশের হুমকির মুখেও তিঁনি দল পরিবর্তন করেননি এবং আদর্শ চ্যুত হননি। নজরুল আলমের পিতা সিলেটের গোলাপগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ১৯৬৯ থেকে ১৯৭৫ পর্যন্ত। ৭৫ এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর উপরে আসে ক্রমাগত হত্যার হুমকি। সেবছর অক্টোবরে তিঁনি বাধ্য হন দেশ ত্যাগ করতে। ফিরে আসেন ১৯৮৯ এ মরদেহ হয়ে। তাঁর নামাজে জানাজায় তৎকালীন সংসদ সদস্য (সিলেট ৬) আওয়ামীলীগ নেতা জনাব আব্দুর রহিম এমপি, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবু নসর সহ

হাজারো আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন। বাফলার বাংলাদেশ ডে প্যারেড (In Celebration of Independence Day) এ তিঁনিই প্রথম বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের জাতির জনক (৪৮ ফুট লম্বা বেনার) বাক্যটি লিখে হেলিকপ্টার দিয়ে আকাশে উত্তোলন করেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান সাহেব তাঁর আমন্ত্রণে বাফলার প্যারেডে আগমন করেন এবং বীর মুক্তিযোদ্ধা মাননীয় মন্ত্রী মোজাম্মেল হক লস এঞ্জেলেসে সফরকালে নজরুল আলমের বাড়ীতে এবং রেস্টুরেন্টে আতিথেয়তা গ্রহণ করেন। বাফলার সভাপতি থাকাকালীন সময়ে বাংলাদেশ ডে প্যারেডে আমন্ত্রিত অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন তৎকালীন কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।

বাংলাদেশ মেলার সভাপতি হিসেবে নজরুল আলমের নেতৃত্বে গত বাংলাদেশ মেলায় বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হয় "জয় বাংলা" গীতি নাট্যের মাধ্যমে যার প্রাণবিন্দু ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর অসামান্য আত্মত্যাগ এবং অবদান। সেই অনুষ্ঠানে চট্টগ্রামের মাননীয় মেয়র জনাব রেজাউল করিম এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন। একই মেলায় রানা হাসান মাহমুদের পরিকল্পনায় করা “বাংলা সংগীতে ব্যান্ডের ভূমিকা” শীর্ষক ভিডিও চিত্রে স্পন্দন শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করা হয় ১০,০০০ এরও বেশি প্রবাসী দর্শকদের উপস্থিতিতে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে যারা অপপ্রচার চালাচ্ছে তারা আওয়ামী পরিবারকে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে নির্বাচনের আগে দুর্বল করার অপচেষ্টায় নেমেছে। উপরোক্ত তথ্য ও ছবি মাধ্যমে প্রমাণিত হয় ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ ও নজরুল আলম বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত সৈনিক। তাদের বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে আহ্বান জানাচ্ছি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আগে জনগণকে ধারণ করত আ.লীগ, এখন ঘাড়ে চেপে বসেছে: জিএম কাদের ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা কঙ্গনার রাজধানীতে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ কিরগিজস্তানে কোনো বাংলাদেশি ছাত্রের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি: পররাষ্ট্রমন্ত্রী ডিপজল-মিশার বিরুদ্ধে নিপুণের রিটের শুনানি পেছাল সামান্য পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না: উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী বাজারে থাকা এসএমসি প্লাসের সব ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার! বিএনপি নেতা ইশরাক কারাগারে চাকরির পেছনে না ছুটে, চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী পাকিস্তানে ব্রেকফেল করে ট্রাক খাদে, একই পরিবারের ১৪ জন নিহত ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য যাকে দায়ী করলেন নওয়াজ শরিফ বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, ভবিষ্যদ্বাণী কাইফের মাশরাফির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চাহিদা অনুযায়ী যোগ করছি নতুন প্রযুক্তি গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি ৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ডান-বাম-ইসলামপন্থি সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি