ভ্রূণ হত্যা, সেই ছাত্রলীগ নেতা বিজয়কে দল থেকে অব্যাহতি – U.S. Bangla News




ভ্রূণ হত্যা, সেই ছাত্রলীগ নেতা বিজয়কে দল থেকে অব্যাহতি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১০ মে, ২০২৪ | ৪:৩৫
সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কারাবন্দি ইকবাল হাসান বিজয়কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ১নং সহসভাপতি নূর উদ্দিন রুবেলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজয় সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে। এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ এপ্রিল তাকে শোকজ নোটিশ দিয়েছিল উপজেলা ছাত্রলীগ। সন্তোষজনক জবাব দাখিল করতে না পারায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, খুলনার খালিশপুরের রায়ের মহল আবদুল মালেক রোডের এক তরুণীকে (২৩)

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন বিজয়। একসময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিজয়সহ আরও চারজন ভ্রূণ হত্যা করেন। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বিজয়সহ পাঁচজনের নামে মঙ্গলবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলা করেন। আদালত মামলাটি এফআইআর করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানার ওসিকে আদেশ দেন। ওই দিন রাতেই পুলিশ বিজয়কে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডানহাম গলির ভাড়া বাসা থেকে গ্রেফতার করে বুধবার কারাগারে পাঠায়। মামলার আসামিরা হলেন— ইকবাল হাসান বিজয়, চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের হোসেন আহম্মদের ছেলে সুমন মিয়া (৪৫), রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন রনি (২২), আহম্মদ করিমের

ছেলে মাহমুদুল করিম তুহিন (২১) ও মো. লিটনের ছেলে মাহাদী (২২)। ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং ভ্রুণ হত্যার অভিযোগে মামলায় বিজয়কে গ্রেফতার দেখিয়ে বুধবার আতালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন অব্যাহতির সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কেউ অপরাধ করে পার পাবেন না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রপ্তানির ডলার যেদিন দেশে আসবে সেদিনের দাম পাবেন উদ্যোক্তারা যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি: ইসি আলমগীর লোকসভার ৫ম দফা নির্বাচন ভাগ্য পরীক্ষা হলো রাহুল-স্মৃতি রাজনাথের কলকাতায় যেভাবে নিখোঁজ ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ার কঠোরভাবে বাজার মনিটরিং শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক অপকর্মকে আড়াল করতেই সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে: মির্জা ফখরুল রাইসির নিহত হওয়ার খবরে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ আগাম নির্বাচনের আগে রাইসি’র স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ মোখবার ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের জনগণও শোকাহত বিভিন্ন ইসলামী দলের গভীর শোক গণতন্ত্রকামীরা কারাগারে আর ঋণখেলাপী-পাচারকারীদের দৌরাত্ম্য চরমে: রিজভী পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে: রিজভী বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বাজারে সংকট নাই, কিছু পণ্যের দাম বাড়ছে মনিটরিং করা নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে অনুমতি প্রধানমন্ত্রীর তাপপ্রবাহ চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র ৯ নির্দেশনা