ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের কারিগরেরা এখন কোথায়? – U.S. Bangla News




ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের কারিগরেরা এখন কোথায়?

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ জুন, ২০২৪ | ৭:০০
২০০৭ সাল। ক্রিকেট বিশ্ব তখন সম্পূর্ণ নতুন একটি ফরম্যাটের সঙ্গে পরিচিত হয় মাত্র ২০ ওভারে খেলা নিয়ে। শুরুর দিকে তা-ই ছিল আশ্চর্যের। দিন যত বেড়েছে ততই সহজ হয়েছে বেড়েছে প্রতিযোগিতা ও মাঠের লড়াই। যার ফল- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজন করে ফেলল আস্ত একটা বিশ্বকাপের। ২০০৭ সালে প্রথম বার টি২০ বিশ্বকাপ দেখেছিল বিশ্ব। প্রথম বারেই ২০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির দল হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল। টান টান উত্তেজনায় রূপকথা লিখেছিলেন ধোনিরা। তার পর আরও সাতটি বিশ্বকাপ কেটে গেলেও মিলেনি ট্রফি। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। ২০১৪ সালে বিরাট কোহলি দলকে

ফাইনালে তুলেছিলেন। কিন্তু শ্রীলঙ্কার কাছে হারতে হয় সেই ম্যাচ। দীর্ঘ এই অপেক্ষাই শনিবার রাতের জয়কে ভারতীয়দের কাছে আরও মধুর করে তুলেছে। ২০০৭ সালে এমনই এক স্বপ্নের রাত দেখেছিল ভারত। কারিগর ছিলেন ধোনি এবং তার দলের বাকি ১৪ জন খেলোয়াড়। পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন তারা। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল দেশ। সে দিনের সেই জয়ের কারিগরেরা এখন কেমন আছেন? অনেকেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু ক্রিকেটের সঙ্গেই জুড়ে আছেন। কেউ কেউ আবার ক্রিকেট থেকে বহু দূরে সরে গিয়েছেন। বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ধোনি জাতীয় দলের হয়ে আর খেলেন না। আন্তর্জাতিক ক্রিকেটে অবসর গ্রহণ করেছেন ২০২০ সালের ১৫ অগস্ট। তবে এখনও আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে স্বমহিমায় খেলেন

তিনি। গৌতম গম্ভীর ২০১৯ সালের মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পূর্ব দিল্লির সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে এসেছিলেন গম্ভীর। দলের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হরভজন সিংহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও তিনি আইপিএল খেলেছিলেন কয়েক বছর। পরে রাজনীতিতে যোগ দেন। বর্তমানে আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য তিনি। সেই সঙ্গে ক্রিকেটে ধারাভাষ্যকার এবং বিশ্লেষকের কাজও করেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ সিংহও। ১৭ বছর আগের সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। এখন তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসেবে কাজ করেন। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন

রোহিত শর্মা। তার নেতৃত্বেই ১৭ বছর পর আরও একটি ২০ ওভারের বিশ্বকাপ ঘরে আনল ভারত। সে দিনের সেই দলের একমাত্র সদস্য রোহিতই, যিনি ২০২৪ সালের দলেও রয়েছেন। তবে শনিবার দেশের জার্সিতে ২০ ওভারের খেলা থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইউসুফ পাঠান। তিনি খেলা ছাড়ার কথা ঘোষণা করেছেন ২০২১ সালে। ২০২৪-এ রাজনীতিতে এসেছেন বাংলার তৃণমূলের হাত ধরে। বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে নতুন সাংসদও হয়েছেন তিনি।ইউসুফের ভাই ইরফানও ছিলেন সে দিনের দলে। তিনি খেলা ছেড়েছিলেন ২০২০ সালে। বর্তমানে ক্রিকেট বিশেষজ্ঞ এবং বিশ্লেষক হিসাবে দেখা যায় তাকে। যোগিন্দর শর্মাকে ২০০৭ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলা হয়। শেষ

ওভারে তার হাতেই বল তুলে দিয়েছিলেন ধোনি। তবে ওই বিশ্বকাপের পর তাকে আর ভারতীয় দলে সে ভাবে দেখা যায়নি। যোগিন্দর এখন হরিয়ানা পুলিশের কর্মকর্তা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপির স্ত্রী দুর্নীতি করেননি! তবু কেন ৭০ লাখ রুপি ফেরত দিচ্ছেন ঋতুপর্ণা প্রথমবার রোবটের ‘আত্মহত্যা’, কারণ জানলে অবাক হবেন মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো গান গায় শিল্পী, তলে তলে ব্যথা: ওবায়দুল কাদেরের উদ্দেশে ফারুক ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে বুধবার আঘাত হানবে ঘূর্ণিঝড় বেরিল ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ স্বর্ণ বিক্রির সময় দাম কেটে রাখা হয় কেন? অবশেষে জানা গেল দেশের প্রকৃত রিজার্ভ কত এলপি গ্যাসের দাম আরও বাড়ল যুক্তরাষ্ট্র- ইসরাইল-যুক্তরাজ্যের ৪ জাহাজে একদিনে হামলা হুথিদের বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি বন্যার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর আজিম হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন মোস্তাফিজুর স্ত্রীসহ পুলিশের সাবেক এডিশনাল আইজিপির বিরুদ্ধে চার্জশিট ১৮০ ফুট ১১ ইঞ্চি লম্বা বাইসাইকেল! ‘এটাই আমার শেষ ইউরো’ ‘এটাই আমার শেষ ইউরো’ কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা