ভারতকে শিরোপা জেতাতে কারসাজি, আইসিসির দিকে আঙুল! – U.S. Bangla News




ভারতকে শিরোপা জেতাতে কারসাজি, আইসিসির দিকে আঙুল!

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৮ জুন, ২০২৪ | ১০:২৭
ক্রিকেটে ভারতের দাদাগিরি নতুন কিছু নয়। তবে সেটা দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে মেনে নেওয়া গেলেও আইসিসি ইভেন্টে মেনে নেওয়া কঠিন। কেননা, এখানে প্রতিটি দলই আসে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। তবে ভারতকে দেওয়া আইসিসির বিশেষ সুবিধা বাকিদের ফেলে দেয় অসুবিধায়। কখনো কখনো তা হয়ে উঠে টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণও। যা নিয়ে এবার আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে আইসিসির অন্যায় আচরণের কথা তুলে ধরেছেন ভন। তার মতে, এই টুর্নামেন্টটি করায় হয়েছে ভারতকে শিরোপা জেতাতে। টুর্নামেন্টের গ্রুপিং থেকে শুরু করে ম্যাচের সূচি ও ভেন্যু নির্ধারণের ক্ষেত্রেও ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করেন ভন। যা নিয়েই এবার

আইসিসির কঠোর সমালোচনা করেছেন ভন। সুপার এইটের ম্যাচগুলো ভারতের সুবিধা মতো সময়ে সেট করা হয়েছে। যাতে করে ভারতীয়রা ম্যাচ দেখতে পারে। এছাড়াও গ্রুপপর্ব থেকে পাওয়া পয়েন্ট নেট রান রেট টুর্নামেন্টের দ্বিতীয় অংশে প্রভাব ফেলবে না, সেটাও নাকি ভারতকে সুবিধা দিতেই করা। তাছাড়া, ভারতই একমাত্র দল যারা টুর্নামেন্টে পা রাখার আগেই জেনে গিয়েছিল সেমিফাইনালে উঠলে তাদের ভেন্যু কোনটি হবে। এসব নিয়ে ভন বলেন, ‘এটা তাদের (ভারতের) টুর্নামেন্ট, তাই না? আক্ষরিক অর্থে, এটি তাদের টুর্নামেন্টই। তারা যখনই চায় খেলতে পারে, তারা জানতে পারে তারা কোথায় সেমিফাইনাল খেলতে চায়। তারা সকালে প্রতিটি ম্যাচ খেলে যাতে ভারতের লোকেরা রাতে টেলিভিশনে তা দেখতে পারে।’ ভারতকে আইসিসির এমন বাড়তি

সুবিধা দেওয়ার পেছনে আছে ব্যবসায়িক মনোভাব। কেননা, ক্রিকেটের বিশাল ফ্যানবেজ ভারত ও এশিয়ায়। তবে যখন টুর্নামেন্টই আইসিসি আয়োজন করবে তখন সেটা ভিন্ন রকম হওয়া উচিত বলে মনে করেন ভন। যা নিয়ে ভন বলেন, ‘আমি বুঝতে পারি যে টাকা ক্রিকেট বিশ্বে একটি বড় খেলা। আমি দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এটা আশা করি। কিন্তু আপনি যখন বিশ্বকাপে যাবেন তখন আশা করবেন আইসিসি সবার ক্ষেত্রেই একটু ন্যায্য হবে। ভন আরও বলেন, ‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহজ। বিশ্বকাপে

এটা হতে পারে না। এটা সবার জন্য সমান হতে হবে।’ এর আগে আফগানিস্তানের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পরও ভারতকে দায়ী করেছিলেন ভন। এক্সে তিনি লিখেছেন, ‘নিশ্চিতভাবেই সেমিফাইনাল ম্যাচটি গায়ানাতে হওয়া উচিত ছিল। তবে পুরো আসরটিই ভারতকে সুবিধা দেওয়ার জন্য করায় বাকিদের ওপর অন্যায় হয়েছে।’ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ভারত। যেখানে তাদের অপেক্ষায় প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৯ জুন রাত সাড়ে ৮টায়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরাইলের ‘প্রস্তাব’ মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, সতর্কতা জারি অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত জবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ কোরিয়ায় কেন জনপ্রিয় হয়ে উঠলো ‘হ্যাপিনেস ফ্যাক্টরি’ ১৩ বছরের কিশোরকে গুলি করে হত্যা করল নিউইয়র্ক পুলিশ ৩২ বছরেও বদলায়নি দ. আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য মতিউরকে নিয়ে বিভিন্ন জেলায় দুদকের চিঠি এনবিআরের সেই প্রথম সচিব ফয়সালকে বদলি করাচিতে যাত্রীবাহী বাস উলটে নিহত ৭ বাজেটে বিদেশনির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের বেনজীরের ৪ ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ আবেদন নিয়ে আদালতে হাজির মতিউরপত্নী লায়লা ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের কারিগরেরা এখন কোথায়? ১৭৯ কিমি বেগে আঘাত হানবে ‘হারিকেন বেরিল’ কোপা-ইউরোয় যে বিচিত্র অভিজ্ঞতা হলো মেসি-রোনালদোর নতুন করে ইসরাইলি অবৈধ বসতি স্থাপন, ওআইসির তীব্র নিন্দা যে কারণে নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলল সৌদি প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়করা এখন কোথায়