বেসরকারি শিক্ষকদের অবসরভাতা – U.S. Bangla News




বেসরকারি শিক্ষকদের অবসরভাতা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৪ মার্চ, ২০২৪ | ৯:৫১
শিক্ষকতা আমাদের সমাজে মহৎ পেশা হিসাবে বিবেচিত। তার সুশিক্ষাদানের ধারাবাহিকতায় সমাজ থেকে মূর্খতা যেমন বিতাড়িত হয়, তেমনই একজন আদর্শ শিক্ষক ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এমনকি বিশ্বকে পরিবর্তনের সক্ষমতা রাখেন। প্রকৃতপক্ষে সুশিক্ষা আলোকিত সমাজ বিনির্মাণের প্রধানতম হাতিয়ার, আর শিক্ষক হলো এর সুনিপুণ কারিগর। পরিতাপের বিষয়, শিক্ষকদের একটি অংশ পেশাজীবন শেষ করে অবসরভাতা পাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরতে বাধ্য হন। রোববার খবরে প্রকাশ, অবসরভাতার জন্য ৩৫ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর বোর্ডের দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের পাশাপাশি আরও সাড়ে ২৬ হাজার শিক্ষক-কর্মচারী ঘুরছেন বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থের জন্য। সব মিলিয়ে প্রায় ৬২ হাজার শিক্ষক-কর্মচারীর আর্থিক দাবি ঝুলে আছে। এজন্য অন্তত ৬ হাজার

কোটি টাকা অতিরিক্ত অর্থের প্রয়োজন। মূলত অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আয়ের উৎস হচ্ছে এমপিও খাত থেকে শিক্ষক-কর্মচারীদের দেওয়া চাঁদা এবং স্থায়ী আমানত থেকে পাওয়া লভ্যাংশ; কিন্তু এ আয়ের তুলনায় চাহিদা অনেক। অবসর বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের তহবিল সংকটের কারণে অবসর সুবিধা পেতে শিক্ষকদের মাসের পর মাস ঘুরতে হয়। কারণ, প্রতিমাসে আবেদন অনুযায়ী যে চাহিদা থাকে, তা মেটানো সম্ভব হয় না। কল্যাণ ট্রাস্ট সূত্রও বলছে, অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীর মূল বেতন থেকে প্রতিমাসে ৪ শতাংশ অর্থ কর্তন করা হয়। এতে নিয়মিত কিছু আয় এলেও মাসে যে পরিমাণ আবেদন জমা পড়ে, সে তুলনায় বরাদ্দ নেই। ফলে প্রতিমাসে অনেককে বিদায়

করার পরও বেশির ভাগ দাবি অনিষ্পন্ন থেকে যায়। এভাবেই প্রায় ২৬ হাজার শিক্ষক-কর্মচারীর আবেদনজট দেখা দিয়েছে। বিষয়টি দুঃখজনক। আমরা মনে করি, অবসরে যাওয়া শিক্ষকদের জীবনমান সহনীয় করতে অবিলম্বে তাদের সব পাওনা মিটিয়ে দেওয়া প্রয়োজন। দেখা যায়, বৃদ্ধ বয়সে অধিকাংশ শিক্ষকই স্বাস্থ্য সমস্যায় ভোগেন, কারও সন্তানের লেখাপড়া কিংবা মেয়েকে বিয়ে দেওয়ার দরকার হয়; কিন্তু টাকার অভাবে ধারদেনা করে জীবন চালাতে গিয়ে এর সবই আটকে যায়। অবসরে যাওয়ার পর টাকা না পেয়ে মারাও যান অনেকে। এ অবস্থায় বিশেষ কিংবা এককালীন বড় বরাদ্দ দিয়ে হলেও শিক্ষকদের পাওনা মেটাতে সরকারকে উদ্যোগী হওয়া প্রয়োজন। বেসরকারি শিক্ষকদের আর্থিক দাবি নিষ্পত্তিতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এটাই প্রত্যাশা।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আগে জনগণকে ধারণ করত আ.লীগ, এখন ঘাড়ে চেপে বসেছে: জিএম কাদের ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা কঙ্গনার রাজধানীতে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ কিরগিজস্তানে কোনো বাংলাদেশি ছাত্রের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি: পররাষ্ট্রমন্ত্রী ডিপজল-মিশার বিরুদ্ধে নিপুণের রিটের শুনানি পেছাল সামান্য পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না: উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী বাজারে থাকা এসএমসি প্লাসের সব ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার! বিএনপি নেতা ইশরাক কারাগারে চাকরির পেছনে না ছুটে, চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী পাকিস্তানে ব্রেকফেল করে ট্রাক খাদে, একই পরিবারের ১৪ জন নিহত ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য যাকে দায়ী করলেন নওয়াজ শরিফ বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, ভবিষ্যদ্বাণী কাইফের মাশরাফির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চাহিদা অনুযায়ী যোগ করছি নতুন প্রযুক্তি গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি ৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ডান-বাম-ইসলামপন্থি সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি