বিশ্বকাপ তো ‘ভারতের টুর্নামেন্ট’ বিস্ফোরক দাবি সাবেক ইংলিশ তারকার – U.S. Bangla News




বিশ্বকাপ তো ‘ভারতের টুর্নামেন্ট’ বিস্ফোরক দাবি সাবেক ইংলিশ তারকার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ৫:০২
আইসিসি আসরে বাড়তি সুবিধা পায় ভারত- এমন অভিযোগ বহুদিনের। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে আম্পায়ারের সিদ্ধান্ত ভারতের পক্ষে গেছে অনেকবার। আবার কখনো নিজেদের পছন্দসই ভেন্যুতে খেলার সুযোগ পায় ভারত। তবে এ সমালোচনা বেশিরভাগই দেখা যায় সমর্থকদের দিক থেকে। তবে এবার সাধারণ কেউ নয়, খোদ এই অভিযোগে সুর মিলিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যে ভেন্যুতে সেমিফাইনাল খেলেছে তা নির্ধারিত ছিল শুরু থেকেই। অর্থ্যাৎ, ভারত সেমিতে উঠলে গায়ানাতেই ম্যাচ খেলবে। এমন সুবিধা আইসিসি অন্য কোনো দেশের জন্য করেনি। দ্বিপাক্ষিক সিরিজে আয়োজক দেশ বাড়তি সুবিধা পায়। কিন্তু বৈশ্বিক আসরে আইসিসি নিরপেক্ষতা বজায় রাখতে পারছে

না বলে অভিযোগ ভনের। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ভন বলেন, ‘এটা ভারতের টুর্নামেন্ট। ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে। ভারত টুর্নামেন্ট শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ওদের সব ম্যাচ সকালে যাতে হয় মানে ভারতে যাতে রাতে খেলা দেখতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে! আইসিসির উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।’ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সুবিধার জন্যই সূচি তৈরি করা হয়েছে বলে

সাফ মন্তব্য ভনের। আর এই বিষয় উপলব্ধি করা পানির মতো সহজ বলছেন তিনি। বিশ্বকাপে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আইসিসিকে তাগিদ ভনের। ‘যখন আপনি বিশ্বকাপে যান, তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে। যা এখন পানির মতোই সহজ। বিশ্বকাপে এটা হতে পারে না। এটা সবার জন্য সমান হতে হবে।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ওমরাহ পালনের সুযোগ পাবে তিন কোটি মানুষ দুর্নীতির দায়ে চাকরি হারালেন সহকারী পুলিশ সুপার প্রতিদিন নয়, দেওয়া হবে সপ্তাহে দুদিন সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০৯ বার পেছাল দুর্নীতির মামলা প্রমাণে কাগজপত্রের দরকার হয়: অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক ১৬৬ আমলার অর্থ পাচার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডেটা সেন্টার জরুরি ‘বিচারের জন্য ঘুরতে ঘুরতে মানুষের জীবন শেষ’ শিক্ষায় দুর্নীতি ভাষায় প্রকাশ করা যায় না কর্মবিরতিতে সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, যা বললেন শিক্ষামন্ত্রী ইসরাইলের ‘প্রস্তাব’ মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, সতর্কতা জারি অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত জবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ কোরিয়ায় কেন জনপ্রিয় হয়ে উঠলো ‘হ্যাপিনেস ফ্যাক্টরি’ ১৩ বছরের কিশোরকে গুলি করে হত্যা করল নিউইয়র্ক পুলিশ ৩২ বছরেও বদলায়নি দ. আফ্রিকার বিশ্বকাপ ভাগ্য মতিউরকে নিয়ে বিভিন্ন জেলায় দুদকের চিঠি এনবিআরের সেই প্রথম সচিব ফয়সালকে বদলি