বিশ্বকাপে রেফারিদের আয় কত – U.S. Bangla News




বিশ্বকাপে রেফারিদের আয় কত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২২ | ৯:২২
একটা সময়ে খেলা ছিল নিখাদ বিনোদনের মাধ্যম। কিন্তু খেলায় পেশাদারিত্ব আসার সাথে সাথে অর্থের ঝনঝনানি বেড়েছে। খেলার কদর বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে খেলোয়াড় ও খেলা পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের। আর বিশ্বকাপের মতো বড় আসর হলেতো কোনো কথাই নেই! রোববার কতার বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স। এই দুই দলের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা যাবে ৪২ মিলিয়ন ডলার। আর রানার্সআপ দল হবে ৩০ মিলিয়ন ডলার। আগামীকাল মরক্কো ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচে যে দল জিতে তৃতীয় হবে তারা পাবে ২৭ মিলিয়ন ডলার। আর চতুর্থস্থান যারা হবে তারা পাবে ২৫ মিলিয়ন ডলার। বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা রেফরিদেরও জন্যও অঢেল টাকা আয়ের সুযোগ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে,

বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি রেফারিকে ৭০ হাজার ডলার করে ‘মৌলিক ভাতা’ দিয়েছে ফিফা। সহকারী রেফারিদের জন্যও আছে ২৩ হাজার ডলার মৌলিক ভাতা। একজন ম্যাচ রেফারি বিশ্বকাপের গ্রুপ পর্বে ম্যাচ পরিচালনা করে তিন হাজার ডলার আয় করেন। প্লে অফ কিংবা ফাইনালে ম্যাচ পরিচালনা করে পান ১০ হাজার ডলার। রেফারিরা ফিফার সঙ্গে চুক্তি থেকে যে অর্থ আয় করেন, তার সঙ্গে ম্যাচ পরিচালনার অর্থ যোগ হয়। একজন ম্যাচ রেফারি সফলতার সঙ্গে ফাইনালসহ সব ম্যাচ পরিচালনা করতে পারলে টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ ডলার আয় করতে পারেন। গ্রুপপর্বে প্রতিটি ম্যাচের জন্য আড়াই হাজার ডলার পেয়ে থাকেন সহকারী রেফারি। প্লে অফ কিংবা ফাইনালে পান পাঁচ হাজার ডলার। সব

ম্যাচ ভালোভাবে পরিচালনা করে একজন সহকারী রেফারি টুর্নামেন্ট থেকে দেড় লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। সহকারী রেফারি গ্রুপপর্ব ও ফাইনালের ম্যাচ পরিচালনা করে যে পরিমাণ অর্থ পান, চতুর্থ অফিশিয়ালকেও সমপরিমাণ অর্থ দেয় ফিফা। সহকারী রেফারির মতো চতুর্থ অফিশিয়ালও গোটা টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ দেড় লাখ ডলার আয় করতে পারেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে যারা থাকেন, ম্যাচপ্রতি তাদের আয় তিন হাজার ডলার করে। টুর্নামেন্টের পরের ধাপগুলোয় তারা ম্যাচপ্রতি পেয়ে থাকেন পাঁচ হাজার ডলার। সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে তারা সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার ডলারের মতো আয় করতে পারেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এই মৌসুমের শাস্তি আগামী আইপিএলে পাবেন হার্দিক সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন তাইওয়ানের পার্লামেন্টে দফায় দফায় এমপিদের মারামারি, ধস্তাধস্তি ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু, সিরিজ অনিশ্চিত! রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা চাঁদার দাবিতে ‘শক থেরাপি’ ভারতবিরোধী ‘কঠোর অবস্থান’ থেকে সরতে চায় বিএনপি পশ্চিমা বিশ্বকে কী বোঝাতে চান পুতিন কান উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্‌ মূল্যস্ফীতি ভোক্তার কাঁধে রাশিয়া-চীন সম্পর্কে উদ্বেগে যুক্তরাষ্ট্র ইসরাইলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিল মার্কিন প্রতিনিধি পরিষদ ভারতে স্কুলের নর্দমায় শিশুর লাশ, বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়, নিহত ৪ পরাজিত প্রার্থীর উন্নয়নের প্রশংসা করলেন ব্যারিস্টার সুমন ফাতেমার বিস্ফোরক মন্তব্য, ব্যবস্থা নেওয়ার সুপারিশ আ.লীগের শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা: খাদ্যমন্ত্রী হ্যাক হতে পারে ওয়াইফাই রাউটার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন জঙ্গি সংগঠন শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী রহিম গ্রেফতার