বিতর্ক থামাতে ‘পাঠান’ ছবি থেকে বাদ পড়ছে সেই দৃশ্য – U.S. Bangla News




বিতর্ক থামাতে ‘পাঠান’ ছবি থেকে বাদ পড়ছে সেই দৃশ্য

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২২ | ৭:২৪
বলিউড তারকা শাহরুখ-দীপিকার সিনেমা ‘পাঠান’ মুক্তির অপেক্ষায়। মুক্তির আগেই সিনেমাটির ‘বেশরম রং’ গানটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ রাজ্যের বিধানসভার স্পিকারও শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়েছেন। শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই বিতর্ক। কয়েক দিন আগে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি; কিন্তু ছাড়পত্র মেলেনি। বরং গানসহ বেশ

কিছু দৃশ্য সংশোধনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি বলেন, সম্প্রতি ‘পাঠান’ সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়ে। নিয়ম অনুযায়ী, সেন্সর কমিটি সিনেমাটি দেখে কিছু সংশোধনের পরামর্শ দিয়েছেন। সিনেমার দৃশ্য ও এর গান সংশোধনের পরামর্শ দিয়েছেন। সংশোধনের পর ফের সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্মাতারাদের। তিনি বলেন, সৃজনশীল অভিব্যক্তি ও দর্শকদের সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষায় সেন্সর বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। পরস্পরের মাঝে আলোচনার মাধ্যমে একটি সঠিক সমাধান খুঁজে বের করাতে আমরা বিশ্বাসী। নির্মাতা ও দর্শকদের পরস্পরের প্রতি বিশ্বাস রক্ষা করা গুরুত্বপূর্ণ। এজন্য নির্মাতাদের কাজ করা উচিত। ‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা।

এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন, যদি এ গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার। মন্ত্রী বলেন, এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে। ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তাছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী-এমপিদের স্বজনরা: শেখ হাসিনা প্রথম দফায় ১০২ আসনে ভারতে লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু শিশুখাদ্য সেরেলাক ও নিডোতে উচ্চমাত্রায় চিনি শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না আফ্রিদিকে সরিয়ে বাবরকে অধিনায়ক করায় ক্ষুব্ধ হাফিজ এক পিস ডাবের দাম ১৮০ টাকা! উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি থাকবে ৮০ ভাগ: ইসি আলমগীর ব্রিটিশ হাইকমিশনারকে কর্মকৌশল জানাল বিএনপি অপপ্রচার বন্ধে ভারতীয় প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী প্রাকৃতিক সম্পদের মূল্য হিসাব করবে বিবিএস উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারে হার্ডলাইনে বিএনপি কাতারের আমির ঢাকা আসছেন মুক্তিপণে আরও বাড়তে পারে জলদস্যুতা মানুষের মতো কল্পনা করতে পারে ইঁদুর মালয়েশিয়ায় চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম ইনফ্লুয়েঞ্জার মৌসুম সতর্ক থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত ভোজ্যতেলের নির্ধারিত মূল্যের চেয়ে বাজার দর বেশি অপপ্রচার বন্ধে ভারতীয় প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী এক বন্ধুকে খুশি করতে গিয়ে আরেকজনের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান মোদির ৪০০ আসনের স্বপ্ন কতটা যুক্তিযুক্ত?