বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পদপ্রত্যাশীদের বড় শোডাউন – U.S. Bangla News




বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পদপ্রত্যাশীদের বড় শোডাউন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ জুন, ২০২৪ | ১০:০৬
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশে বড় শোডাউন করেছে ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পদপ্রত্যাশী নেতারা। শনিবার দুপুরের পর থেকে এই মিছিলগুলো আসতে থাকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির পদপ্রত্যাশী বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সহ সভাপতি এসএম জাহাঙ্গীরের মিছিল ছিল বেশ লক্ষ্যণীয়। ঢাকা মহানগর দক্ষিণের পদপ্রত্যাশী সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবও বড় শোডাউন করেছেন। শোডাউন করেছেন দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক

নবী উল্লাহ নবী। এছাড়া মহানগর উত্তর ও দক্ষিণের গত কমিটিতে যাদের স্থান হয়নি, তারাও বড় মিছিল নিয়ে শোডাউন করেছেন। ছাত্রদলের পদবঞ্চিত নেতারাও শোডাউন করেছেন। কেন্দ্রীয় যুবদলের শীর্ষ পদপ্রত্যাশী নেতাদের মধ্যে সাবেক সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা বিপুল নেতাকর্মীসহ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। ঈদের আগে ১৩ জুন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং যুবদল কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়। এসব কমিটির সভাপতি

ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা আজ শোডাউন করেছে। ছাত্রদলের পদবঞ্চিতদের শোডাউন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে দীর্ঘদিনের জেলখাটা, ত্যাগী, নির্যাতিত সদ্য ঘোষিত কমিটির পদবঞ্চিত ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। দুপুর থেকে আলাদা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলসহকারে শোডাউনে উপস্থিত ছিলেন পদবঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমসহ বিভিন্ন ইউনিটের নেতারা। ছাত্রদলের পদবঞ্চিতদের মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদির শাহ পাটোয়ারী, জিহাদুল ইসলাম রঞ্জু, এস এম মাহমুদুল হাসান রনি, জহির হাসান মোহন, আতাউর রহমান খান, মারজুক আহমেদ, আসিফ

হোসেন রচি, এম এম মারুফউল ইসলাম, মো. মামুন খান, মো. জহিরুল ইসলাম, মৃধা মো. মাসুদ রানা, মো. রাকিবুল ইসলাম রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নং সহ সভাপতি মো. মশিউর রহমান, সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান, হাসান আবিদুর রেজা বায়েজিদ, আব্দুল্লাহ আল রিয়াদ, আনোয়ার হোসেন আনু (যুগ্ম আহ্বায়ক এস এম হল)। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, শরিফুল ইসলাম শরীফ, মুজাহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন ফায়সাল, মোহাম্মদ আরিফুর রহমান আমিন, রুহুল আমিন হিমেল, মুজাহিদুল ইসলাম, নাইম মাহমুদ, রুবেল হোসেন, লিটন হোসেন, রুহুল আমিন, রুহুল আমিন সিকদার (হিমেল)। ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইমরান নওশাদ,

ইসতিয়াক কামাল, সজীব হাওলাদার, রনি হাওলাদার, মো. মানিক ভূইয়া, আরিফুল ইসলাম আরিফ, ইশতিয়াক কামাল সজীব, জিএম রাকিব হাসান রকি, নজরুল ইসলাম রাঢ়ি, কাজী সাইমন সিরাজী, মনিরুল ইসলাম। কেন্দ্রীয় সংসদের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক ছফী ওবায়েদুর রহমান সামিত, সহঅর্থ বিষয়ক সম্পাদক রিয়াদ আহমেদ রাজ, সহপাঠাগার আনিচুর রহমান আনিচ, সহধর্ম বিষয়ক মৃণাল চন্দ্র সুজন, সহবৃত্তি বিষয়ক রিয়াজ হাওলাদার, সহসমাজসেবা মো. রনি হাওলাদার, রিয়াজ হাওলাদার, সাকিব সরদার সহকৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক। সদস্য কাজী আজাহার হোসেন, মো. রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন পিয়াস (সহ-সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গগীর নগর বিশ্ববিদ্যালয়), ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি তাজবিউল হাসান, সাহ পরান, মো. রোকন উদ্দিন, সাইফুল ইসলাম খান প্রমুখ।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপির স্ত্রী দুর্নীতি করেননি! তবু কেন ৭০ লাখ রুপি ফেরত দিচ্ছেন ঋতুপর্ণা প্রথমবার রোবটের ‘আত্মহত্যা’, কারণ জানলে অবাক হবেন মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো গান গায় শিল্পী, তলে তলে ব্যথা: ওবায়দুল কাদেরের উদ্দেশে ফারুক ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে বুধবার আঘাত হানবে ঘূর্ণিঝড় বেরিল ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ স্বর্ণ বিক্রির সময় দাম কেটে রাখা হয় কেন? অবশেষে জানা গেল দেশের প্রকৃত রিজার্ভ কত এলপি গ্যাসের দাম আরও বাড়ল যুক্তরাষ্ট্র- ইসরাইল-যুক্তরাজ্যের ৪ জাহাজে একদিনে হামলা হুথিদের বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি বন্যার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর আজিম হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন মোস্তাফিজুর স্ত্রীসহ পুলিশের সাবেক এডিশনাল আইজিপির বিরুদ্ধে চার্জশিট ১৮০ ফুট ১১ ইঞ্চি লম্বা বাইসাইকেল! ‘এটাই আমার শেষ ইউরো’ ‘এটাই আমার শেষ ইউরো’ কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা