বিএনপির বিদ্রোহীদের ওপর শাস্তি এ সপ্তাহে – U.S. Bangla News




বিএনপির বিদ্রোহীদের ওপর শাস্তি এ সপ্তাহে

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ মে, ২০২৩ | ১০:১২
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়া অর্ধশতাধিক প্রার্থীর ওপর কঠোর শাস্তির খক্ষ এ সপ্তাহেই। তারপরও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চিন্তা নেই কারও। বিদ্রোহীদের মধ্যে ১১ জনকে মেয়র আরিফুল হক চৌধুরী ও ৭ জনকে জেলা ও মহানগর বিএনপি নির্বাচন থেকে বিরত রাখার ব্যাপারে রাজি করালেও সর্বশেষ মাত্র দুজন মনোনয়ন জমা থেকে বিরত থাকেন। বাকিরা দলের নির্দেশ অগ্রাহ্য করে সিরিয়াস নির্বাচনে। সিটির ৪২টি ওয়ার্ডের চার-তৃতীয়াংশ বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায়। তাদের অভিযোগ-রাজনীতিতে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন হয় না। কী বিএনপি, কী আওয়ামী লীগ। জেলা মহিলা দলের সভানেত্রী ও কাউন্সিলর অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ এবার সাধারণ ওয়ার্ডে নির্বাচন করছেন। তিনি বলেন, আমরা কোনো দলে বা কোথাও যাইনি, জনগণের সঙ্গে

আছি। গণতন্ত্র মানেই ‘ফর দ্য পিপল, অব দ্য পিপল, বাই দ্য পিপল।’ আমরা এর মধ্যেই আছি। দলের আন্দোলনের জন্যও জনগণের দরকার আছে। অনেকটা একই রকম বক্তব্য মহানগর মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপির। সাবেক এই মহিলা কাউন্সিলর এবারও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। সব প্রার্থীর প্রশ্ন, যেখানে ত্যাগের মূল্যায়ন নেই সেখানে ত্যাগের পথে হাঁটবে কে? তাই দল, রাজনীতির জন্য নির্বাচন বর্জনে না গিয়ে ভোটের মাঠে তৎপর অনেকে। তাদের মতে, রাজনীতির নিয়ামক শক্তি হলো জনগণ। জনগণকে মাঠে রেখে নির্বাচন বর্জন করা যায় না। তাদের সঙ্গে নিয়ে বয়কট করা যেতে পারে। তবে সেই সময় এখন আর হাতে নেই। এসব প্রার্থীদের মুখে প্রয়াত

মন্ত্রী এম সাইফুর রহমান, সিলেট বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি প্রয়াত খন্দকার আব্দুল মালিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, আলী আহমদ, পদত্যাগী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, সদ্য সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীসহ আরও অনেকের ত্যাগ ও তাদের অবমূল্যায়নের কথা। ত্যাগীদের অবমূল্যায়নের কথা স্বীকার করেছেন দলের কয়েকজন সিনিয়র নেতাও। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার বলেন, কেমন আছি, কোথায় আছি এটা দেখেই তো বুঝতে পারছেন মূল্যায়ন নাকি অবমূল্যায়ন হয়েছে আমার। লন্ডনে অবস্থানরত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, শুধু বিএনপি নয়, গোটা রাজনীতিতেই ত্যাগীদের

মূল্যায়ন নেই। পদত্যাগী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান বলেন, ত্যাগ ও ভোগ পরস্পরবিরোধী, সাংঘর্ষিক। তাই এই দুইয়ের একত্র বাস কখনোই হয় না। রাজনীতির অভ্যন্তরেও এই দুই আদর্শের লড়াই বর্তমান। যার যেটা পছন্দ সেটা বেছে নিচ্ছেন। ভোগীদের কাছে মূল্যায়নের আশা করা ত্যাগীদেরই ভুল। মহানগর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, তছনছ হয়ে পড়া বিএনপিকে মহানগরে সংগঠিত, শক্তিশালী করলাম। শ্রম-ঘাম দিলাম, রাত-দিন খাটলাম, পকেটও খালি করলাম দলের পেছনে। অথচ সর্বশেষ দেখি আমিই নির্বাচনের প্রার্থিতার অযোগ্য, সবাই আছে আমি নেই। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, দলের পক্ষ থেকে সতর্কতা, চিঠি দেওয়া শেষ। এখন

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রের নির্দেশনা অনুসারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক সূত্র জানায়, ২ জুন আজীবন বহিষ্কারের নোটিশ যাবে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের হাতে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রতিরক্ষা স্থায়ী কমিটির সতর্কতা সত্ত্বেও ‘রাফাহ’ হামলার দিকে এগোচ্ছে ইসরাইলি বাহিনী আবারও একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে আ.লীগ : রিজভী মধুখালীতে দুইভাইকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বশেমুরবিপ্রবি স্ত্রীর দুর্নীতির কারণে দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে কিনা? দেশে ফিরে জানাবেন মন্ত্রী ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সমালোচনার মুখে সাকিব আল হাসান বললেন ‘হাসি পায়’ যে কারণে খালাস পেলেন গোল্ডেন মনির অস্ত্র মামলায় গোল্ডেন মনির খালাস টানা তৃতীয় দিন সোনার দাম আরও কমল ঢেউয়ের কবলে জাহাজডুবি, ১২ নাবিক ভাসছেন সাগরে যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি: ওবায়দুল কাদের চরম শাস্তির মুখে নাভালনির শেষকৃত্য সম্পন্নকারী রাশিয়ান পুরোহিত জিম্বাবুয়ে সিরিজে শুরুতে কেন খেলবেন না, জানালেন সাকিব