বার্সার কাছে উড়ে গেল রিয়াল – U.S. Bangla News




বার্সার কাছে উড়ে গেল রিয়াল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৩ | ৫:১৬
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা একে ওপরের বিপক্ষে মাঠে নামলে, সেটা প্রীতি ম্যাচ হলেও তাতে আর যাই হোক বন্ধুত্ব কিংবা প্রীতির দেখা পাওয়ার আশা করা যায় না। এবার যুক্তরাষ্ট্রে হলো প্রীতি নামধারী এল ক্লাসিকো। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাই ছিল অনুমিতভাবে। বলের দখলে দাপট দেখিয়েছে বেনজেমা-উত্তর রিয়াল মাদ্রিদ। কিন্তু ফিনিশিংয়ে সাফল্যের ব্যবধানে জাভির বার্সেলোনার কাছে লস ব্লাঙ্কোসরা উড়ে গেছে ৩ গোলে। রিয়াল-বার্সার সমর্থকদের চোখ ছিল টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে। ৮২ হাজারেরও বেশি দর্শকের সামনে এদিন মার্কিন মুল্লুকে হয়েছে ক্লাব ফুটবলে দ্বৈরথের শেষ কথা, এল ক্লাসিকো। রিয়াল-বার্সা দুই ক্লাবের জন্যই মৌসুমটা শুরু হচ্ছে অনেকটাই নতুনভাবে। সার্জিও বুসকেটস-জর্দি অ্যালবারা বার্সা ছেড়েছেন, এসেছেন ইলকায় গুন্দোয়ান, অরিওল রোমিওদের

মতো খেলোয়াড়রা। অন্যদিকে করিম বেনজেমা চলে যাওয়ার পর নতুন ফরমেশনের খোঁজে আছেন কার্লো আনচেলত্তি। শুরুর একাদশে ছিলেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। ম্যাচের ৩ মিনিটের মাথাতেই লিড পেতে পারত বার্সা। ওরিল রোমিওর বুলেট গতির শট ফিরে আসে গোলপোস্ট কাঁপিয়ে। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জাভির দলকে। ১৫ মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে ওসমান ডেম্বেলের তীব্র শটে পরাস্ত হন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। কিছুক্ষণ পরেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি পান লস ব্লাঙ্কোসরা। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে দুদলই গোলের আরও কিছু সুযোগ নষ্ট করলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে

গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ শানায় রিয়াল। কিন্তু বার্সার ডিফেন্সের সঙ্গে গোলবারের নিচে মার্ক আন্দ্রে টার স্টেগেন এদিন ছিলেন দুর্ভেদ্য এক প্রাচীর। সেই সঙ্গে ভাগ্যদেবীও যেন রিয়ালের সঙ্গে অসহযোগিতার চুক্তি করেছিলেন! নইলে বলের দখল, গোলপোস্টে শট কোনো কিছুরই ফল কেন থাকবে না স্কোরশিটে! উল্টো ৮৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফারমিন লোপেজ মার্টিনের বাঁ পায়ের বুলেট গতির শট লাফিয়েও আটকাতে পারেননি কর্তোয়ার বদলি হিসেবে নামা লুনিন। ম্যাচ এখানেই শেষ হয়নি। ইনজুরি টাইমে ফেরান তোরেস স্কোরশিটে নাম তুললে ৩-০’র বড় জয় পান কাতালান জায়ান্টরা। ৫৩ শতাংশ বলের দখল রেখে রিয়াল পুরো ম্যাচে শট নেয় ২৯টি। এর মাত্র ৫টিই তারা লক্ষ্যে রাখতে পেরেছে। অন্যদিকে

১২টি শট নিয়ে ৭টিকেই অন টার্গেট রাখে বার্সেলোনা। দূরপাল্লার শটের সঙ্গে ফেরান তোরেসের ফিনিশিংয়ে দেখার বিষয় ছিল, ঠাণ্ডা মাথায় গোলের ঠিকানা বের করতে পারছেন কাতালান জায়ান্টরা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয় ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত ব্যারিস্টার সুমনকে নিয়ে মুখ খুললেন পিয়া জান্নাতুল কেন পরমাণু মহড়া চালাতে চায় রাশিয়া? রাফাহ ছাড়তে ইসরাইলের নির্দেশ, হামলা হবে ইয়াবা সেবন করে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন: হারুন টি টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রীর খালি কলসি বাজে বেশি: ওবায়দুল কাদেরকে রিজভী কেন পরমাণু মহড়া চালাতে চায় রাশিয়া? নিউইয়র্কে ফোক সম্রাজ্ঞী মমতাজের শুভ জন্মদিন উদযাপন ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে : তথ্য প্রতিমন্ত্রী মন্ত্রী-এমপি’র স্বজনদের স্থানীয় সরকার নির্বাচনে বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের বুধবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে ১৫০ চিকিৎসকের যৌথ বিবৃতি নিম্ন মাধ্যমিক পর্যন্ত মৌলিক ন্যূনতম শিক্ষা অধিকার নিশ্চিত করা হবে অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ অন্যান্য জাল ব্যবহার করতে দেয়া হবে না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে ২ জন নিহত