বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা অধরা ছিল – U.S. Bangla News




বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা অধরা ছিল

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৪
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলেও তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের কারাগারে বন্দী। তাঁর সেই শূন্যতায় দেশের স্বাধীনতা তখন অধরা ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, ‘আমরা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু আমাদের বিজয় অধরা ছিল। ১০ জানুয়ারি যখন বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসেন, তখন যেন আমাদের স্বাধীনতা পূর্ণ হলো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু দেশে ফিরে আগে জনগণের কাছে যান। পরিবারের কাছে

পরে গিয়েছিলেন।’ বঙ্গবন্ধু এক টানা দুই বছর জেলখানার বাইরে থাকতে পারেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, 'তিনি যখনই সুযোগ পেয়েছেন, তখনই এদেশের মানুষের জন্য কিছু না কিছু করে গেছেন।' বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘দেশের মানুষকে ভালোবাসতে শিখেছি বাবার কাছ থেকে। দেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। যখনই সুযোগ পেয়েছেন বাঙালির জন্য কিছু করে গেছেন। তাঁর খুব আশা ছিল এদেশকে গড়ে তুলবেন।’ শেখ হাসিনা বলেন, ‘একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে এভাবে কেউ গড়ে তুলতে পারে সেই নজির আর কোথাও নেই। একমাত্র বঙ্গবন্ধুর দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর (বঙ্গবন্ধু) ভরসা ছিল একমাত্র এদেশের মানুষ। এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, ‍ কিছু তো নেই, দেশ কীভাবে

চালাবেন। তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, সেটা নিয়েই দেশ গড়ে তুলব। সেটা তিনি প্রমাণ করেছিলেন।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যবসা-পরিবেশের নিম্নগামী সূচক: সহজীকরণে বাস্তব উদ্যোগ নিতে হবে গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৯৫ ফিলিস্তিনি পরিকল্পনা থেকে লাশ টুকরো- সব ক্ষেত্রেই আসছে যে নারীর নাম ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বগুড়ায় অনুমোদনহীন তেল-গ্যাসের দোকানে আগুন আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট ১৪৮ অ্যাকাউন্ট-পেজ মুছে দিল ফেসবুক অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে মালয়েশিয়া যাচ্ছেন ভলকার তুর্ক মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ আটক ৯৯ ডর্টমুন্ডকে কাঁদিয়ে ১৫তম শিরোপা জিতলো রিয়াল মালয়েশিয়ায় বেনজীরের ‘সেকেন্ড হোম’ স্লুইসগেট নির্মাণে ‘প্যাকেজ ঘুস’ রুনু-আলাউদ্দিনরা নিঃস্ব, চোখের জলেই আকুতি! পিপিপিতে আসছে ৭ মেগা প্রকল্প হজযাত্রীদের প্যাকেজ: কমানো সম্ভব ভ্যাট ও বিবিধ চার্জের ৯০ হাজার টাকা ভিসা বাণিজ্য, অর্থ পাচারে কর্মকর্তারাই জড়িত বাজেট ২০২৪-২৫ প্রবাসী আয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমছে এমপি আনার হত্যা শাহীনেই আটকে আছে খুনের মোটিভ পদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় ওপদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় ও বিদেশে বিদেশে বাইডেনের প্রস্তাবে নেতানিয়াহুর ‘না’ বিশ্বকাপ শুরুর আগের দিনেও হেরে গেল টাইগাররা