ফিলিস্তিনকে সমর্থন: তোপের মুখে অস্ট্রেলিয়ার সিনেটরের পদত্যাগ – U.S. Bangla News




ফিলিস্তিনকে সমর্থন: তোপের মুখে অস্ট্রেলিয়ার সিনেটরের পদত্যাগ

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৪ জুলাই, ২০২৪ | ৭:২৭
অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন দেশটির সিনেটর ফাতেমা পেম্যান। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফাতেমা পেম্যান লেবার পার্টি থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন। এরপরই লেবার পার্টির তোপের মুখে পড়েন তিনি। তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পদত্যাগ করেন ফাতেমা। পার্লামেন্ট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লেবার পার্টির এমন একটি বিষয় নিয়ে দ্বিমত পোষণ করছি, যে বিষয়ে আমি কোনোভাবেই আপস করতে পারি না। ফিলিস্তিনকে সমর্থন করার জন্য তিনি দলের সদস্যদের থেকে আলাদা হয়ে গেছেন বলেও অভিযোগ করেন। এদিকে অস্ট্রেলিয়ান লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে,

দলের নীতিগত অবস্থানকে যারা দুর্বল করে দেয়, তাদের ‘কঠোর শাস্তি’ পেতে হয়। দলীয় নীতি ভঙ্গ করার জন্যই ফাতেমা পেম্যানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। ফাতেমার পদত্যাগের পর ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে তাকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। তবে পেম্যানকে পদত্যাগ করার জন্য ভয়-ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিবিসি জানায়, ২৯ বছর বয়সি মুসলিম আইনপ্রণেতা ফাতেমা পেম্যান অস্ট্রেলিয়ার প্রথম এবং একমাত্র হিজাব-পরিহিত কেন্দ্রীয় রাজনীতিবিদ। পদত্যাগের পর স্বাধীন সিনেটর হিসেবে ‘ক্রসবেঞ্চে’ যোগ দেবেন ফাতেমা। ক্রসবেঞ্চে স্বতন্ত্র সিনেটর এবং ছোট দলগুলোর সদস্যরা বসে থাকেন। ক্রসবেঞ্চ সিনেটর এবং সদস্যরা সংসদের নির্বাচিত সদস্য ও তাদের রাজ্য বা অঞ্চল কিংবা ভোটারদের প্রতিনিধিত্ব করেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আ. লীগের সভা শেষে বাড়ি ফিরতে পারলেন না ইউপি চেয়ারম্যান আজ রথযাত্রা, রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ শতকোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল দুই কারাগারে গচ্চা ২৫০ কোটি টাকা প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি তলবের আগেই আট কোটি উত্তোলন সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতে নতুন বিতর্কে বিএনপির সাবেক এমপি শিরিন স্টারমারের ২০ মন্ত্রীর ১১ জনই নারী এবারের ধাক্কা সামলাতে পারবে না আ.লীগ বিএনপির কাছে আমার প্রশ্ন, দেশটাকে কয়বার বিক্রি করা যায়: পররাষ্ট্রমন্ত্রী ‘লুটেরা ছাড়া পায় কিন্তু খালেদা জিয়া জেলে’ ১২ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া মালয়েশিয়ার জোহর বাহরুতে হাইকমিশনের মোবাইল কনস্যুলার সেবা ফুটনোটে নয়, বহু দূরবর্তী ইতিহাসের মূল অধ্যায়ে জায়গা পেতে হলে অর্থনীতির চার চ্যালেঞ্জ, মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে পদ হারানোর শঙ্কায় বিএনপি নেতারা ১২০ টাকায় ঠেকেছে পেঁয়াজের কেজি