প্রেমের টানে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন ভারতীয় তরুণী – U.S. Bangla News




প্রেমের টানে বাংলাদেশে এসে ঘর বাঁধলেন ভারতীয় তরুণী

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ জুন, ২০২৩ | ৯:৪৮
এবার প্রেমের টানে বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসে ঘর বেঁধেছেন নাইসা মল্লিক (২৬) নামের ভারতীয় তরুণী। বৃহস্পতিবার (১ জুন) উপজেলার বালসাবাড়ী গ্রামে প্রেমিক জুয়েল সরকারের (২৪) সঙ্গে বিয়ে হয় তার। আর এই ওই তরুণীকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। জানা যায়, ফেসবুকে পরিচয়ের সুবাদে দেড় বছর আগে জুয়েল ও ভারতীয় তরুণী নাইসার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফলে বুধবার (৩১ মে) উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামে আসেন নাইসা। পরে প্রেমিক জুয়েল সরকারের সঙ্গে বৃহস্পতিবার বিয়ে হয় তার। নাইসা মল্লিক বলেন, ‘আমার বাবার নাম খয়রুল আলম মল্লিক। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়ায়। প্রেমের কথা আমার পরিবারকে জানালে তারা

মেনে নিতে অস্বীকার করেন। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নেই। তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসি। এখানে আসার পর বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। পছন্দের মানুষকে বিয়ে করে সুখে আছি।’ জুয়েল সরকার বলেন, ‘দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ে কথা হয়। নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।’ জুয়েলের বাবা ইরান সরকার বলেন, ‘ভারতীয় তরুণীর সঙ্গে আমার ছেলে জুয়েলের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। এরপর ওই মেয়ে আমার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে-মেয়ে দুজনের সম্মতিতে তাদের বিয়ে

সম্পন্ন হয়।’
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী-এমপিদের স্বজনরা: শেখ হাসিনা প্রথম দফায় ১০২ আসনে ভারতে লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু শিশুখাদ্য সেরেলাক ও নিডোতে উচ্চমাত্রায় চিনি শেয়ারবাজারে রক্তক্ষরণ থামছে না আফ্রিদিকে সরিয়ে বাবরকে অধিনায়ক করায় ক্ষুব্ধ হাফিজ এক পিস ডাবের দাম ১৮০ টাকা! উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি থাকবে ৮০ ভাগ: ইসি আলমগীর ব্রিটিশ হাইকমিশনারকে কর্মকৌশল জানাল বিএনপি অপপ্রচার বন্ধে ভারতীয় প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী প্রাকৃতিক সম্পদের মূল্য হিসাব করবে বিবিএস উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারে হার্ডলাইনে বিএনপি কাতারের আমির ঢাকা আসছেন মুক্তিপণে আরও বাড়তে পারে জলদস্যুতা মানুষের মতো কল্পনা করতে পারে ইঁদুর মালয়েশিয়ায় চালু হলো ই-পাসপোর্টের কার্যক্রম ইনফ্লুয়েঞ্জার মৌসুম সতর্ক থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত ভোজ্যতেলের নির্ধারিত মূল্যের চেয়ে বাজার দর বেশি অপপ্রচার বন্ধে ভারতীয় প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী এক বন্ধুকে খুশি করতে গিয়ে আরেকজনের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান মোদির ৪০০ আসনের স্বপ্ন কতটা যুক্তিযুক্ত?