নেদারল্যান্ডস দলে বড় পরিবর্তন, বাদ পড়লেন ক্লাসেন – U.S. Bangla News




নেদারল্যান্ডস দলে বড় পরিবর্তন, বাদ পড়লেন ক্লাসেন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ মে, ২০২৪ | ৫:৫২
ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগে নেদারল্যান্ডস দলে বড় পরিবর্তন আসছে। শেষ সময়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন আনলো নেদারল্যান্ডস। যারা বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডিতে আছে। শেষ মুহূর্তে পিঠের পুরোনো চোট ফিরে এসেছে ক্লাসেনের। যার ফলে বিশ্বকাপে খেলতে পারছেন না তিনি। অন্যদিকে ডোরাম পড়েছেন অন্যরকম বিড়ম্বনায়। হাত ভেঙে ফেলায় ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। আইসিসির নিয়মে আগেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে ঘোষিত সেই স্কোয়াডে ২৫ মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। সেই নিয়ম মেনেই দুটি পরিবর্তন এনেছে তারা। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে ছিটকে যাওয়া দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন ও ড্যানিয়েল ডোরাম।

তাদের দুজনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সাকিব জুলফিকার ও কাইল ক্লেইনকে। বদলি হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার। লেগ স্পিনার সাকিব জুলফিকার (২৭) নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ছয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন এখন পর্যন্ত ডাচদের হয়ে খেলেছেন একটি ম্যাচ। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে খেলবে নেদারল্যান্ডস। তাদের সঙ্গে আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শুরু। ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বর্তমানে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস দল স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক),

আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্পিডবোট নিয়ে লঞ্চকে ধাওয়া ম্যাজিস্ট্রেটের, অতঃপর… বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে ফের রেকর্ড যে কারণে ২ শতাধিক পরিবার ঈদ করতে পারছে না কুরবানির ঈদের দিন বৃষ্টি হবে যেসব বিভাগে প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মো‌দির বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজীর রোববার যেসব জায়গায় হচ্ছে ঈদ উদ্‌যাপন দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, ৫ জেলায় সতর্কসংকেত জাপানে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, সংক্রমণের ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু ঈদুল আজহার দিনের সুন্নত আমল গাজার ৫০ হাজার শিশুর অপুষ্টির চিকিৎসা প্রয়োজন: জাতিসংঘ পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করে যা বললেন জেলেনস্কি ৫৪ দিন পর খবর এলো নায়িকা সুনেত্রা আর নেই চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির নির্বাহী কমিটিতে ৬ নতুন মুখ সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার: জিএম কাদের চামড়া শিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে: হেফাজতে ইসলাম দেশবাসীকে জাতীয় পার্টির ঈদুল আজহার শুভেচ্ছা আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা কে কোথায় ঈদ করবেন সেন্টমার্টিন ইস্যু নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব