নীরবতা ভেঙে যে বার্তা দিলেন হার্দিকপত্নী নাতাশা – U.S. Bangla News




নীরবতা ভেঙে যে বার্তা দিলেন হার্দিকপত্নী নাতাশা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৪ জুলাই, ২০২৪ | ৭:১৮
আবারও কি জোড়া লাগছে হার্দিক পান্ডিয়া এবং তার মডেল-অভিনেত্রী স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সম্পর্কে? ভারতের বিশ্বকাপজয়ের প্রায় পাঁচদিনের মাথায় নীরবতা ভাঙলেন নাতাশা। যদিও মুখ ফুটে হার্দিকের নাম উচ্চারণ করেননি তিনি। মাস খানেক থেকে এই দুই তারকার শীতল সম্পর্ক নিয়ে সামাজিকমাধ্যম চর্চা হচ্ছে প্রচুর। বিশেষ করে ভারতের বিশ্বকাপ জয়ের পর নাতাশার কোনো প্রতিক্রিয়া না দেখায় এই ধারণা আবারো জোরালো হয়। ফাইনালে শেষ ওভারে ১৬ রান আটকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হার্দিক। ভারতের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। কিন্তু কোনো ইঙ্গিতও নেই হাদিকের স্ত্রীর। অবশেষে নীরবতা ভেঙেছেন নাতাশা। গতকাল নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও স্টোরি শেয়ার করেছেন হার্দিকপত্নী। যেখানে ঈশ্বরে

অবিচল নিষ্ঠাবান থাকার কথা জানিয়েছেন তিনি। নাতাশায় কথা মিশে রয়েছে, হৃদয়ের গোপন লুকিয়ে রাখা হতাশা। ঠিক কেনোই বা হঠাৎ করে ঈশ্বরভক্তিতে মজে গেলেন নাতাশা। সেটাই কৌতুহল নেটিজেনদের। নাতাশা ভিডিওতে বলেন.‘যখনই আমরা কিছু নির্দিষ্ট কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তখন আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি বা হেরে যাই। ঈশ্বর তোমার সঙ্গে আছে। আপনি যা করছেন তাতে তিনি বিস্মিত নন কারণ তার ইতোমধ্যে একটি পরিকল্পনা রেখেছেন। সে কখনো তোমাকে ছেড়ে যাবে না বা পরিত্যাগ করবে না।’ বেশ কিছুদিন ধরে কিছু সংবাদমাধ্যম দাবি করছে, হার্দিক পান্ডিয়া ও স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সম্পর্ক আগের মতো নেই। এই সম্পর্কে আর বল গড়াচ্ছে না,

বাউন্স নেই, ঘুরছেও না। এরমধ্যে গত মে মাসে এক যুবকের সঙ্গে কফিশপে দেখা যায় এই সার্বিয়ান সুন্দরীকে। সংবাদকর্মীরা হার্দিকের সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। এরপর আরো জল্পনা বাড়তে থাকে কী পরিণতি হতে যাচ্ছে এই সম্পর্কে। ২০২০ সালের ১লা জানুয়ারিতে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বাগদান হয় নাতাশার। ওই বছরেই তাদের সংসারে পুত্র সন্তানের জন্ম হয়। গতবছর উদয়পুরে এক অনুষ্ঠানে তাঁরা ফের খ্রিস্টীয় ও হিন্দু রীতি মেনে বিয়ে করেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আ. লীগের সভা শেষে বাড়ি ফিরতে পারলেন না ইউপি চেয়ারম্যান আজ রথযাত্রা, রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ শতকোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল দুই কারাগারে গচ্চা ২৫০ কোটি টাকা প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি তলবের আগেই আট কোটি উত্তোলন সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতে নতুন বিতর্কে বিএনপির সাবেক এমপি শিরিন স্টারমারের ২০ মন্ত্রীর ১১ জনই নারী এবারের ধাক্কা সামলাতে পারবে না আ.লীগ বিএনপির কাছে আমার প্রশ্ন, দেশটাকে কয়বার বিক্রি করা যায়: পররাষ্ট্রমন্ত্রী ‘লুটেরা ছাড়া পায় কিন্তু খালেদা জিয়া জেলে’ ১২ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া মালয়েশিয়ার জোহর বাহরুতে হাইকমিশনের মোবাইল কনস্যুলার সেবা ফুটনোটে নয়, বহু দূরবর্তী ইতিহাসের মূল অধ্যায়ে জায়গা পেতে হলে অর্থনীতির চার চ্যালেঞ্জ, মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে পদ হারানোর শঙ্কায় বিএনপি নেতারা ১২০ টাকায় ঠেকেছে পেঁয়াজের কেজি