নিখোঁজের সাড়ে ৪ বছর, সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুলের – U.S. Bangla News




নিখোঁজের সাড়ে ৪ বছর, সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুলের

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ | ১১:৪০
নিখোঁজের সাড়ে চার বছর পরও সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুল মণ্ডলের। বাবা-মা পথ চেয়ে থাকেন ছেলে আসবে বলে। ছেলের খোঁজে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, মালয়েশিয়ায় হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না অভিযোগ ভুক্তভোগী পিতা-মাতার। ২০২৩ সালের ১৪ অক্টোবর, পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের কাজিপাড়া গ্রামের নিজ বাড়িতে ছেলের সন্ধানে সংবাদ সম্মেলন করেন মিরাজুলের বাবা দুলাল হোসেন ও মা রিতা খাতুন। অচল সংসারকে সচল করতে একমাত্র ছেলে মিরাজুল মণ্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু সংসারের চাকা সচল তো দূরের কথা ছেলেকে হারিয়ে এখন নিঃস্ব বাবা-মা। শনিবার (২৭ এপ্রিল) ফোনে কথা হয় মিরাজের বাবার সঙ্গে। মিরাজুল মণ্ডলের বাবা দুলাল হোসেন

জানান, ২০১৮ সালের মার্চ মাসে ঢাকার মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে মালয়েশিয়ায় পৌঁছানোর পর ‘ইয়াংসিং ইন্ডাস্ট্রিজ-ইপু এসডিএন. বিএইচডি’ কোম্পানিতে সাধারণ কর্মী হিসেবে যোগ দেয় মিরাজুল (৩২)। প্রায় দেড় বছর ভালোই চলছিল। হঠাৎ একদিন ছেলে মিরাজুল ফোনে আমাকে বলে তার রুমমেট পাবনার মিলন, কুমিল্লার ফরহাদ ও ব্রাহ্মণবাড়িয়ার সজিব নামে তিনজন তাকে নির্যাতন করত। টাকা-পয়সা জোর করে কেড়ে নিত। এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দিত তারা। এর একপর্যায়ে ২০১৯ সালের নভেম্বর মাস থেকে ছেলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমি এজেন্ট স্বপন এবং স্থানীয় দালাল মজনু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করি। তারা আমার ছেলের সন্ধান দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা নিয়েছে; কিন্তু

আমার ছেলের কোনো সন্ধান দিতে পারেনি। তিনি আরও বলেন, ‘এজেন্ট স্বপন এবং স্থানীয় দালাল মজনু আমাকে সমঝোতার জন্য অনৈতিক প্রস্তাব দিতে থাকে। কিন্তু আমি আমার ছেলেকে মৃত অথবা জীবিত পাওয়ার দাবি জানাই। এর পর থেকে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে। বিষয়টি নিয়ে আমি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবপাচার দমন ট্রাইব্যুনালে অভিযোগ করি। এর পরও আমি কোনো প্রতীকার পাচ্ছি না। আমরা গরিব ও অসহায় পরিবার। ছেলেকে বিদেশ পাঠাতে এবং স্ত্রীর ক্যানসারের চিকিৎসা করাতে জমি বিক্রি করে পথে বসে গেছি। ছেলের সন্ধান পেতে বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরে কোনো খোঁজ পাচ্ছি না। কোম্পানীর কর্তৃপক্ষের সঙ্গে

যোগাযোগ করা হলে, তারা বলে বাংলাদেশ থেকে যে এজেন্ট পাঠিয়েছে তার সঙ্গে এবং মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করতে বলে ফোন কেটে দেয়। ক্যানসারে আক্রান্ত মিরাজুলের মা রিতা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার সন্তানের সন্ধ্যান চাই জীবিত অথবা মৃত অবস্থায়। ছেলের নিখোঁজের সঠিক কারণ জানতে চাই। আমরা গবির মানুষ, অনেক জায়গায় ঘুরছি, আরও কোথায় গেলে আমার সন্তানের খোঁজ পাব? আমরা সরকারের কাছে সাহায্য চাই। সম্প্রতি মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে এক মতবিনিময়কালে মিরাজুল মণ্ডলের নিখোজেঁর বিষয়টি উত্থাপন করা হলে হাইকমিশনারের নির্দেশে কর্মকর্তারা সম্ভাব্য সব প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তার সন্ধানের চেষ্টা

করে কোনো তথ্য উদ্ঘাটন করতে না পেরে ২৩ এপ্রিল হাইকমিশনের ফেসবুক পেজে মিরাজুল মণ্ডলের ছবিসহ তার সন্ধানে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ মিরাজুল মণ্ডল (পাসপোর্ট নং-বিআর ০৩৯৪৯৭৩), পাসপোর্টের তথ্যানুযায়ী মোহাম্মদ মিরাজুল মণ্ডলের স্থায়ী ঠিকানা- চকি বাড়ি, একদন্ত, আটঘরিয়া, পাবনা। কেউ যদি তার সম্পর্কে কোনো তথ্য অথবা অবস্থান জেনে থাকেন তা হাইকমিশনের প্রথম সচিব(শ্রম) সুমন চন্দ্র দাশের মোবাইল নম্বরে (+৬০১২৪৩১৩১৫০) অথবা (ss.lab.kl@gmail.com) ই-মেইলে, মালয়েশিয়ায় বসবাসরত সকল নাগরিকের প্রতি অনুরোধ করা হয়। এদিকে মিরাজুল মণ্ডলের বিষয়ে অভিযুক্ত ঢাকার মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনারের স্থানীয় এজেন্ট রুহুল আমিন স্বপন এবং দালাল মজনু বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ, রাফাতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অবসরের ঘোষণা দিলেন কলিন মুনরো সন্ধ্যার পর যেসব স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন অভিনেত্রীসহ ছয়, এক যুগ পর দোষী সাব্যস্ত মালয়েশিয়ায় ই-পাসপোর্ট নিয়ে বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ চ্যাটজিপিটি সার্চ ইঞ্জিন আসছে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসী আটক ফুলের বাগানে ঘেরা যে ট্রেইল মুগ্ধতা ছড়ায় ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশীয় পুলিশ বর্ণাঢ্য আয়োজনে বিএডিভি’র বাংলা বর্ষবরণ ২ বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা চলে যাচ্ছেন পিটার হাস, পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যাকে মনোনীত করলেন বাইডেন সালমানের নায়িকা হতে পারে যা বললেন উচ্ছ্বাসিত রাশমিকা অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উপজেলা নির্বাচনের ফল বিশ্লেষণ এমপিদের ভোট কোথায়! ১৯ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি বিএনপিতে স্বস্তি দুকূল হারালেন বহিষ্কৃতরা স্বজনদের জয়ের কারিগর এমপি-মন্ত্রীরাই টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী