ধানের বাম্পার ফলন কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হোক – U.S. Bangla News




ধানের বাম্পার ফলন কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হোক

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৪ | ১০:০১
দেশে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। রোববার খবরে প্রকাশ, শেরপুর, নওগাঁ, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের হাওড়গুলোয় পুরোদমে চলছে ধান কাটা-মাড়াই ও শুকানোর কাজ। অনেক কৃষক ইতোমধ্যে ধান ঘরে তুলেছেন। কিন্তু সোনার ধানে ঘর-আঙিনা ভরে উঠলেও কৃষকের মুখে নেই হাসি। কারণ, সরকার এবার ধানের দাম মনপ্রতি ১ হাজার ২৮০ টাকা নির্ধারণ করলেও কেনা শুরু করবে ৭ মে থেকে। ফলে কৃষক চাষাবাদের খরচের দেনা শোধ, ধান কাটা ও মাড়াইয়ের খরচ মেটাতে এখনই ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কতিপয় ফড়িয়া ও আড়তদার এ সুযোগ নেওয়ায় কৃষক পাচ্ছেন না ন্যায্যমূল্য। জানা গেছে, ফসল ফলাতে গিয়ে সার, কীটনাশক, ধান কাটার খরচসহ সব খাতে কৃষকের অতিরিক্ত

ব্যয় হয়েছে; কিন্তু পরিস্থিতির চাপে এখন তাদের মনপ্রতি মানভেদে ৭২০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। অথচ একজন ধান কাটা শ্রমিকের দৈনিক মজুরিই দিতে হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা। এতে উৎপাদন খরচ উঠবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। এদিকে আড়তদাররা বলছেন, বাজারে আমদানি বেশি, চাতাল মালিকরা নাকি এ কারণে দাম কমিয়ে দিয়েছেন। আড়তদারদের এ ধরনের বক্তব্য কতটুকু সত্য, তা তদন্তের দাবি রাখে। সম্প্রতি খাদ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কিনবে সরকার। উদ্বেগের বিষয় হচ্ছে, যদি এ ক’দিনে ফড়িয়ারা কৃষকের কাছ থেকে কমমূল্যে ধান

সংগ্রহ করে পরে তা সরকারের কাছে বিক্রি করে, তবে স্বভাবতই লাভের গুড় পিঁপড়ায় খাবে। ভুলে গেলে চলবে না, কৃষিপ্রধান এ দেশের মোট জনশক্তির অধিকাংশই কৃষির সঙ্গে সম্পৃক্ত। দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থেই কৃষকের কথা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে কৃষক যেন দুর্দশাগ্রস্ত না হন, এজন্য তাদের পাশে দাঁড়াতে হবে। সবার খাদ্যের জোগান দিতে কৃষক যেভাবে মাথার ঘাম পায়ে ফেলেন, তা স্মরণে রেখে সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। প্রতি বছর ধানের দাম নির্ধারণ ও ক্রয়ের উদ্যোগ যেন সময়োপযোগী হয়, সরকারকে সেদিকে নজর রাখতে হবে। ব্যবসায়ীরা যেন নিজেদের স্বার্থে সিন্ডিকেট তৈরি করে চাল নিয়ে চালবাজি করতে না পারে, সেজন্য সরকার

পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরই আদায় করতে হবে: মির্জা ফখরুল কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী আরও ৪ বিএনপি নেতা বহিষ্কার গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন উন্নত বিশ্বকে কার্বন নিঃসরণ কমানোয় মনোযোগ দিতে হবে: পরিবেশমন্ত্রী ফোর্বসের ‌‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার তালিকায় ৯ বাংলাদেশি ‘বিএনপির আশায় গুড়েবালি দিয়ে বার্তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র’ চীন রাশিয়ার হুমকি, আত্মরক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র হামাসের অভিযানে ১২ ইসরাইলি সেনা নিহত বন্যায় ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫০, নিখোঁজ ১১২ তিন বছরে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রপ্তানি আয়ের লক্ষ্য ১১০ বিলিয়ন ডলার দেশে ৫ যুগের ইতিহাসে রেকর্ড লবণ উৎপাদন আওয়ামী-ঝড়ে নাস্তানাবুদ অন্য দলের প্রার্থীরা ভোটে সহযোগিতা করলেও ব্যবস্থা নেবে বিএনপি চারদিন পর টের পেল বন বিভাগ মশারি নিয়ে রাজপথে ‘চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!