তাসকিনের না খেলার পেছনে ‘অন্য কারণ’ থাকতে পারে, বলছেন সাকিব – U.S. Bangla News




তাসকিনের না খেলার পেছনে ‘অন্য কারণ’ থাকতে পারে, বলছেন সাকিব

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ৫:০৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে তাসকিন আহমেদের খেলারই কথা ছিল না। চোট কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে না পাওয়ার সত্ত্বেও তার ওপর আস্থা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, জাতীয় দলের এই পেসারকেই বিশ্বকাপে সহ-অধিনায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় বিসিবি। কিন্তু সেই গুরু দায়িত্ব পালনে অবহেলা করেন তাসকিন। বিশ্বকাপের সুপার এইটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ক্রিকেট পরাশক্তি প্রতিবেশী এই দলের সঙ্গে খেলা মানেই বাড়তি উত্তেজনা বিরাজ করে ম্যাচের পরতে পরতে। অথচ ভারতের মতো শক্তিশালী এবং চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে নিজের অবহেলার কারণে খেলতে পারেননি তাসকিন। সেই ম্যাচে ঘুমের কারণে টিম বাস মিস করেন তিনি। মাঠে

টস হওয়ার ৫-১০ মিনিট আগে পৌঁছানোর কারণে তাকে একাদশে রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। অথচ এর চেয়েও মামুলি অপরাধের কারণে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অস্ট্রেলিয়া থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয় তারকা পেস বোলার আল-আমিনকে। বিশ্বকাপে ভারত ম্যাচে তাসকিনের না খেলার কারণ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। তাদের এক প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘুমের কারণে নাকি খেলতে পারেননি তাসকিন। কিন্তু জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আজ বলেছেন ভিন্ন কথা। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাসকিন টস হওয়ার ৫-১০ মিনিট আগে মাঠে গিয়েছে। তখন হয়তো খেলানোর সুযোগ ছিল না। এছাড়া অন্য কারণও থাকতে পারে আমি তা

জানি না।’ ঘুমের কারণে মাঠে পৌঁছাতে দেরি হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তাসকিন, ‘আমার একটু দেরি হয়েছিল। তবে যেটা বলা হচ্ছে টসের পর গেছি, এটা ভুল। টস হওয়ারও আধঘণ্টা বা ৪০ মিনিট আগে পৌঁছেছিলাম মাঠে।’ ভারতের বিপক্ষে তাসকিনের পরিবর্তে একাদশে সুযোগ পান জাকের আলী অনিক। তবে ঘুমের কারণেই সেই ম্যাচে দলে জায়গা হয়নি তার, এই কথা মানতে নারাজ এই ডানহাতি পেসার, ‘টিম বাস আমি মিস করেছিলাম। সকাল সাড়ে ৮টায় ছিল বাস ছাড়ার সময়। বাস ছেড়েছিল ৮টা ৩৫ মিনিটে। আমি ৮টা ৪৩ মিনিটে গাড়িতে করে মাঠে গেছি। মানে বাসের সঙ্গে সঙ্গেই গিয়েছি। পরে পৌঁছেছি। আমাকে যে খেলায়নি, সেটা দেরিতে যাওয়ার জন্য নয়।

এমনিই খেলায়নি।’ উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাসকিন। ৬ ম্যাচে বল করে ৮ উইকেট ঝুলিতে পোরেন এই পেসার। এক ম্যাচ বেশি খেলে তার সমান উইকেট পান মোস্তাফিজুর রহমানও।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাবার আসরেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া বাইডেন-ট্রাম্পে আস্থা নেই অর্ধেকেরও বেশি মার্কিনির যুক্তরাজ্যের নির্বাচনে জিতলেন ৪ বাংলাদেশি বংশোদ্ভূত নারী পূর্ব গাজায় হামাসের হামলায় ইসরাইলের ১০ সেনা নিহত টাঙ্গাইলে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে: প্রধানমন্ত্রী গাজা পরিস্থিতি নিয়ে হিজবুল্লাহ-হামাস বৈঠক বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ১৫ প্রধানমন্ত্রী হয়ে প্রথম ভাষণে যা বললেন কিয়ের স্টারমার অস্থির কাঁচা মরিচের বাজার, কেজি ৩২০ ‘ভুয়া’ পিএইচডি, তুমুল বিতর্কে মিশরের নতুন শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ের স্টারমার ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান আবারও আইজিপি হলেন আবদুল্লাহ আল-মামুন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি কিয়ের স্টারমার ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত: হুথি হিজবুল্লাহর হামলায় ইসরাইলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অক্সিজেনের পাইপ নিয়ে অটোরিকশা চালানো সেই সেন্টু আর নেই