তারাবির হাফেজদের কদর করুন বারো মাস – U.S. Bangla News




তারাবির হাফেজদের কদর করুন বারো মাস

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ | ৫:২৫
আজ থেকে প্রায় ৪৩ বছর আগে যখন প্রথম তারাবি পড়ান তখন হাফেজ মাওলানা কারি কাজী মারুফ বিল্লাহ ছিলেন কোমলমতি ছোট্ট শিশু। ১৯৮১ সাল থেকে শুরু হয়েছে তারাবির সফর। এবার ৪৩তম তারাবি পড়াচ্ছেন তিনি। তারাবির মধুর ও বেদনাবিধুর অভিজ্ঞতায় পূর্ণ তার জীবনের ঝাঁপি। একান্ত আলাপচারিতায় উঠে এসেছে তারাবির একাল সেকালের নানা প্রসঙ্গ। সাক্ষাৎকার নিয়েছেন-আল মামুন দীর্ঘ চার দশক তারাবি পড়াচ্ছেন আপনি। তখনকার তারাবি আর এখনকার তারাবির দৃশ্যপটে কোনো পরিবর্তন দেখছেন? কিছু পরিবর্তন তো আছেই। দেশে হাফেজের সংখ্যা বেড়েছে, মসজিদের সংখ্যা বেড়েছে। মানসম্পন্ন তেলাওয়াতের প্রতি মুসল্লিদের আগ্রহ জেগেছে। প্রযুক্তির কল্যাণে মক্কা-মদিনাসহ বিশ্বের বড় বড় মসজিদের তারাবি সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। আমরাও সেরকম তারাবি পড়তে

ও পড়াতে তাগিদ দিচ্ছি। এটা একটা ইতিবাচক পরিবর্তন। আপনি বলেছেন হাফেজ বেড়েছে, মসজিদও বেড়েছে। জানতে চাই হাফেজদের কদর কি বেড়েছে? একটা সাধারণ সূত্র আছে, কোয়ান্টিটি বাড়লে কোয়ালিটি কমে যাবে। আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদরাসা বেড়েছে, আলেম-হাফেজ বেড়েছে, কিন্তু আলেমদের প্রতি মানুষ আগে যে ধরনের ভক্তি-শ্রদ্ধা দেখাত সেটা অনেকটাই কমে গেছে। একজন হাফেজের যে মর্যাদা, তার সুপারিশে অনেক মানুষ জান্নাতে যাবে। একজন আলেম নবির ওয়ারিশ, তার দিকে তাকানো মানে নবিজির দিকে তাকানোর সমান সওয়াব। এ বিষয়গুলো আগে মানুষের মাঝে বেশি প্রভাব ফেলত। এখন এ প্রভাবগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এ জন্য আলেমরাও কম দায়ী নয়। একজন আলেমকে যেভাবে চলতে হবে, একজন হাফেজকে যেভাবে চলতে

হবে, সেটা হয়তো সবাই মেনে চলতে পারছে না। সর্বোপরি হাফেজদের কদর এখনো অনেক জায়গায় আগের মতোই আছে। বিশেষ করে যারা দ্বীন সম্পর্কে ভালো বোঝেন তারা হাফেজ, আলেমদের কদর করেন। তারাবি পাওয়া নিয়ে হাফেজরা খুব বিড়ম্বনা পোহাতেন। হালে কোনো পরিবর্তন এসেছে কি? বিড়ম্বনা সব সময়ই ছিল। হাফেজদের জন্য সবচেয়ে বড় কষ্ট হলো, সাক্ষাৎকারে প্রথম বিবেচিত হওয়ার পরও মসজিদ কমিটির সুপারিশে দ্বিতীয়, তৃতীয় কিংবা সিরিয়ালে নেই এমন কাউকে তারাবির ইমাম হিসাবে নিয়োগ দেওয়া। এটা আগেও ছিল। এখনো আছে। এখন বরং বেড়েছে। এবারও এমন কয়েকজন হাফেজ আমার সঙ্গে যোগাযোগ করেছেন যাদের মসজিদ নিশ্চিত হওয়ার পর হঠাৎ করেই তাদের নিষেধ করে দেওয়া হয়েছে। শবেবরাতের পর একজন

হাফেজকে যদি নিষেধ করে দেয় তাহলে তার জন্য এরচেয়ে বড় বিড়ম্বনা আর কিছু হয় না। তারাবিহীন রমজান একজন হাফেজের জন্য মৃত্যুর যন্ত্রণার সমান বলে মনে করি। হাফেজদের সঙ্গে মসজিদ কমিটি ও মুসল্লিদের আচরণ কেমন হওয়া উচিত? একটা সময় ছিল যখন রমজান শেষেও বছরের বিভিন্ন সময় মুসল্লি ও মসজিদ কমিটির লোকজন হাফেজদের খোঁজখবর রাখতেন। চিঠি পাঠাতেন। টেলিফোন করতেন। বাড়ি গিয়ে দেখা করে আসতেন। এখন এ চর্চাগুলোও দিন দিন হারিয়ে যাচ্ছে। কোনো কোনো মসজিদ কমিটি ও মুসল্লির ব্যবহার দেখলে মনে হয়, টাকা দিয়ে চাকর রেখেছেন তারা। আসলে হাফেজরা কারও চাকর নয়। তারা টাকার জন্যও তারাবি পড়ান না। তারাবি হলো কুরআন মুখস্থ রাখার একটা সুযোগ। হাফেজরা

এ সুযোগ কাজে লাগিয়ে কুরআন হেফাজতের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই হাফেজদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের প্রতি মহব্বত রাখা কুরআনপ্রেমীদের সহজাত বৈশিষ্ট্য হওয়া উচিত বলে মনে করি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আতঙ্কে যাত্রীরা পিচ গলে ঝুঁকিতে সড়ক ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা: হামাস নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রকেই বিশ্বের নেতৃত্বে থাকতে হবে ২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত আঙিনায় চাষাবাদের প্রস্তুতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আইটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এমটিএর বিনামূল্যের বাস পরিসেবা শেষ হচ্ছে চলতি বছরেই ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে রেকর্ড দাবদাহে ওষুধের মান নষ্টের শঙ্কা পঁচাত্তরেও তিনি ‘স্বপ্নচারিণী’ জীবনের শেষ বিসিএসটা দিতে পারলেন না ফাহাদ যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু সরকার নির্ধারিত দাম কাগজে কলমে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন উপেক্ষিত জীর্ণ রেল সেতুতে পদে পদে বিপদ কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান আজ সিদ্ধান্ত প্রাথমিকের গরম ভোগাবে আরও ৫ দিন