তরুণীদের আপত্তিকর ভিডিও বিক্রি করত ওরা – U.S. Bangla News




তরুণীদের আপত্তিকর ভিডিও বিক্রি করত ওরা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ মে, ২০২৩ | ৭:০৬
অপ্রাপ্তবয়স্ক তরুণীদের আপত্তিকর ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং এবং সেসব ভিডিও দেশ-বিদেশে বেচাকেনায় জড়িত টেলিগ্রামকেন্দ্রিক দেশের বড় একটি চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে সিআইডি। মালিবাগে সিআইডি সদর দপ্তরে সোমবার সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এ তথ্য জানিয়েছেন। সিআইডি জানায়, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে তরুণীদের গোপন ছবি ও ভিডিও হাতিয়ে নিত চক্রটি। পরে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করতো চক্রের সদস্যরা। টাকা দিতে না পারলে ভিডিও কলে এসে আপত্তিকর কর্মকাণ্ড করতে বাধ্য করা হতো। আর কোনো প্রস্তাবেই সাড়া না দিলে তরুণীদের নাম-পরিচয় ও ব্যক্তিগত তথ্য লাখ লাখ সাবস্ক্রাইবার থাকা টেলিগ্রাম গ্রুপগুলোতে ভাইরাল করে দেওয়া হতো। চক্রের মূলহোতা

মার্ক সাকারবার্গ ওরফে আবু সায়েমসহ শাহরিয়ার আফসান অভ্র, বোগদাদী শাকিল, ডিটিআর শুভ ওরফে মশিউর রহমান, মো. জসিম, ক্যাকটাস ওরফে কেতন চাকমা, এল ডোরাডো ওরফে শাহেদ, তুর্য ওরফে মারুফ ও মিঞা ভাই ওরফে নাজমুল সম্রাটকে গ্রেফতার করে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী বলেন, গ্রুপটি আপত্তিকর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকেই শুধু টাকা নেয়নি, ওইসব ভিডিও দেশে-বিদেশে বিক্রি করেও কোটি টাকা আয় করেছে। মাসে এক থেকে দুই হাজার টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পর্তুগাল, কানাডা, আমেরিকা এবং ইংল্যান্ডের মতো দেশের অসংখ্য ক্রেতা গ্রুপটির সদস্য হয়েছেন। তারা অল্পবয়সি মেয়েদের আপত্তিকর ওইসব কনটেন্ট কিনে সংরক্ষণ করেন। চক্রটির

নেতৃত্ব দেয় মার্ক সাকারবার্গ। শুরুতে খুবই চতুর এই মার্ককে চিহ্নিত করা সহজ ছিল না। মার্কের আসল নাম আবু সায়েম। বেকার সায়েম থাকে চট্টগ্রামে। এনআইডি অনুযায়ী তার বয়স ২০ বছর। সে শ্যামলী পলিটেনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছে। তার বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সিআইডি জানায়, এক ভুক্তভোগী ও তার প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি পমপম গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মার্ক সাকারবার্গ ও তার দলের নামে পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে মার্ক সাকারবার্গ ওরফে সায়েমকে গ্রেফতার করা হয়। মার্কের দেওয়া তথ্য অনুযায়ী,

তার ঘনিষ্ঠ দুই বন্ধু শাহরিয়ার আফসান অভ্রকে চট্টগ্রামের একটি হাউজিং এলাকা থেকে এবং বোগদাদী শাকিলকে কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করা হয়। সিআইডি প্রধান বলেন, মার্ক ওরফে সায়েমের মোবাইল ফোন তল্লাশি করে মার্ক সাকারবার্গ আইডিটি লগইন করা অবস্থায় পাওয়া যায়। মোবাইল পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে আবু সায়েমই মার্ক সাকারবার্গ। তাকে জিজ্ঞাসাবাদ করে পমপম গ্রুপের যতগুলো চ্যানেল ও গ্রুপ আছে, সেগুলোর অ্যাডমিনদের আসল নাম-পরিচয় পাওয়া যায়। তিনি বলেন, অ্যাডমিনদের কাজ ছিল মার্কের হয়ে নতুন নতুন কনটেন্ট জোগাড় করা। নতুন কনটেন্ট পেতে তারা ভুয়া এনআইডি বানিয়ে টার্গেটের ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি হ্যাক করতেন এক সময়। অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, ভুক্তভোগী তরুণীদের

সাবেক প্রেমিকরাই নতুন নতুন কনটেন্টের জোগান দেন। অর্থাৎ সুসময়ে প্রেমিকার যেসব অন্তরঙ্গ মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করেছেন, সেগুলোই প্রতিশোধের নেশায় তুলে দেন মার্ক সাকারবার্গদের গ্রুপে। মার্ক তার অ্যাডমিনদের দিয়ে সেগুলোতে মিউজিক বসিয়ে, ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের প্রমো বানিয়ে আপলোড করতেন তার গ্রুপগুলোতে। প্রমো দেখে যারা ফুল ভার্সন দেখতে চান, তাদের ১ থেকে ২ হাজার টাকার প্রিমিয়াম সার্ভিস কিনতে হয়। সিআইডির এ কর্মকর্তা বলেন, মার্ক ওরফে সায়েম, অভ্র এবং শাকিলকে জিজ্ঞাসাবাদ এবং তাদের ডিভাইস তল্লাশি করে মার্ক সাকারবার্গের বিভিন্ন পেজের অ্যাডমিনদের আসল পরিচয় উদ্ধার করা হয়েছে। তার সবচেয়ে বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ সহযোগী ডিটিআর শুভ ওরফে মশিউর রহমান। মশিউরের

দায়িত্ব ছিল গ্রুপ থেকে কৌশলে কনটেন্ট সেভ করে রাখা এবং নানা প্রলোভনে তরুণীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও হাতিয়ে নেওয়া। ডিটিআর শুভ্র ওরফে মশিউর চট্টগ্রামের একটি ফিশিং কোম্পানিতে চাকরি করেন। অবস্থান নিশ্চিত হয়ে তাকে কর্ণফুলী এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি। একই সঙ্গে গ্রেফতার করা হয় সহযোগী জসিমকেও। সিআইডির প্রধান বলেন, সায়েম ও মশিউরকে জিজ্ঞাসাবাদে সিআইডি জানতে পারে, এই অ্যাডাল্ট গ্রুপগুলোর অ্যাডমিনদের অনেকেই ঢাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে তাদের বেইলি রোড এলাকার একটি রেস্তোরাঁয় গেট টুগেদারের ফাঁদ পাতা হয়। ফাঁদে পা দিয়ে একে একে গ্রেফতার হন গুরুত্বপূর্ণ অ্যাডমিন ক্যাকটাস ওরফে কেতন চাকমা, এল ডোরাডো ওরফে শাহেদ, তুর্য ওরফে মারুফ এবং মিঞা ভাই ওরফে নাজমুল

সম্রাট। সিআইডির প্রধান বলেন, মার্ক সাকারবার্গ ও তার সহযোগীদের গ্রুপ ও চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় সোয়া চার লাখ। আর সেগুলোতে ২০ হাজার আপত্তিকর ভিডিও এবং প্রায় ৩০ হাজার কন্টেন্ট রয়েছে। অন্যদিকে মাসে ১ থেকে ২ হাজার টাকা ফি দিয়ে তাদের প্রিমিয়াম গ্রুপের সদস্য হয়েছেন দেশ-বিদেশের প্রায় সাড়ে সাতশ’ মানুষ। তাদের বিষয়েও কাজ করছে সিআইডি। এ ঘটনায় মানিলন্ডারিং তদন্তের পরিকল্পনা রয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেন, এতে কেবল টেলিগ্রাম চক্রের হোতারাই নয়, তাদের দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সহযোগীদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সিআইডি প্রধান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীদের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি এবং তা আদান-প্রদান

করে তারা যেমন ভুল করেছে, তেমনিভাবে সেই ভুল করে বিপদে পড়া কঠিন সময়ে তারা নির্ভরযোগ্য কাউকে পাশে পায়নি। ফলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরীরা কোনো আইনের আশ্রয় নিতে পারেনি। এই চক্রটি গত ৭-৮ বছর ধরে টেলিগ্রামে ‘পমপম’ নামে গ্রুপ খুলে সদস্য সংগ্রহ করত। এই গ্রুপের সদস্যদের বেশির ভাগ উঠতি তরুণ, যাদের বয়স ১২ থেকে ১৮ বছর।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে রেকর্ড দাবদাহে ওষুধের মান নষ্টের শঙ্কা পঁচাত্তরেও তিনি ‘স্বপ্নচারিণী’ জীবনের শেষ বিসিএসটা দিতে পারলেন না ফাহাদ যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু সরকার নির্ধারিত দাম কাগজে কলমে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন উপেক্ষিত জীর্ণ রেল সেতুতে পদে পদে বিপদ কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান আজ সিদ্ধান্ত প্রাথমিকের গরম ভোগাবে আরও ৫ দিন ঘুরে দাঁড়ানোর উদ্যোগ জাতীয় পার্টির সড়ক দুর্ঘটনায় ইসরাইলি মন্ত্রী আহত শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ কায়সার হামিদ গ্রেফতার মোদির গোলামির জিঞ্জিরে দেশকে আবদ্ধ করেছে সরকার -মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ অসহনীয় তাপমাত্রা মানুষের গুনাহের শাস্তির সতর্ক সঙ্কেত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখাল নিহত মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান