ঢাকায় স্মার্ট কার্ডে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু – U.S. Bangla News




ঢাকায় স্মার্ট কার্ডে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২২ | ৬:১৭
গত ১৯ ডিসেম্বর থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় অন্তত ১২ হাজারের অধিক লাইসেন্সের নবায়ন স্মার্ট কার্ডের মাধ্যমে হবে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এ বছর স্মার্ট কার্ডের মাধ্যমে নবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা স্মার্ট কার্ডের আওতায় আসেননি, তাদের দ্রুত নবায়নের জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ করার কারণে গত দুই বছরে ৫০০ ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যারা শর্ত ভঙ্গ করবেন, তাদের লাইসেন্সও বাতিল হবে। জানা যায়, বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহারের পথ বন্ধের পাশাপাশি কাগজের লাইসেন্সের নানা জটিলতা

নিরসনে লাইসেন্স ম্যানুয়াল থেকে ডিজিটাল করার সর্বপ্রথম উদ্যোগ নেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। ২০১৯ সালের মে মাস নাগাদ চট্টগ্রাম জেলা প্রশাসন স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কার্যক্রমটি উদ্বোধন করেন। জেলা প্রশাসনের এ উদ্যোগ পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশে চালুর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনার আলোকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পাশাপাশি সারা দেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্সের আওতায় আনার একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। প্রতি বছর ডিসেম্বরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নবায়ন বাধ্যতামূলক থাকায় এ বছর যেসব লাইসেন্সধারী স্মার্ট কার্ডের আওতায় এসেছেন তারা এবার অনলাইনে লাইসেন্স নবায়নের সুযোগ পাচ্ছেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, ঢাকায় ১২

হাজারের মতো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্মার্ট কার্ডের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ফায়ার আর্মস লাইসেন্স স্মার্ট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে সরকারের গৃহীত প্রকল্পটি ঢাকাসহ সারা দেশে বাস্তবায়ন করছে আইটি প্রতিষ্ঠান ‘স্পেকট্রাম আইটি সল্যুশন লিমিটেড’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মামুন বলেন, স্মার্ট কার্ডের জন্য যারাই নিবন্ধন করেছেন তাদের সবারই স্মার্ট কার্ড তৈরির পর দ্রুত বিতরণও করা হচ্ছে। স্মার্ট কার্ডের মাধ্যমে অনলাইনে নবায়ন ফি জমা দেওয়াসহ লাইসেন্স পুনঃনবায়ন প্রক্রিয়া এখন থেকে ঘরে বসেই করা যাবে বলে জানান তিনি। ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত অত্যাধুনিক প্রযুক্তির ডুয়েল ইন্টারফেস কন্টাকলেন্স স্মার্ট কার্ড লাইসেন্সটি ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। এতে লাইসেন্স গ্রহীতার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে আঙ্গুলের

ছাপ, আইরিশ, ডিজিটাল স্বাক্ষর, লাইভ ছবি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ ও যাচাই ব্যবস্থাসহ আরও বিভিন্ন সুবিধা রয়েছে। লাইসেন্সের সঠিকতা যাচাইয়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও খোলা হয়েছে। এছাড়া একই স্মার্ট কার্ডের মাধ্যমে আরও ১৩ ধরনের লাইসেন্স অন্তর্ভুক্তি করার সুযোগ রয়েছে। সূত্রমতে, বিভিন্ন সময় কাগজের লাইসেন্স পদ্ধটির সুবিধা নিয়ে কিছু সংখ্যক অসাধু কর্মচারী ও দালাল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর নকল করে আগ্নেয়াস্ত্র লাইসেন্স তৈরি করে দেওয়ার অভিযোগ উঠে। ২০১৭ সালে রংপুরে এ ধরনের একটি বড় জালিয়াতির বিষয় ধরা পড়েছিল। ঢাকা জেলা প্রশাসনেও অনেক লাইসেন্স রয়েছে, যেগুলো বছরের পর বছর ধরে নবায়ন হয়নি। কিছু লাইসেন্স রয়েছে, যেগুলোর অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরির পেছনে না ছুটে, চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী পাকিস্তানে ব্রেকফেল করে ট্রাক খাদে, একই পরিবারের ১৪ জন নিহত ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য যাকে দায়ী করলেন নওয়াজ শরিফ বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, ভবিষ্যদ্বাণী কাইফের মাশরাফির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চাহিদা অনুযায়ী যোগ করছি নতুন প্রযুক্তি গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি ৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ডান-বাম-ইসলামপন্থি সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম