ঢাকায় বিএনপির নেতাকর্মীর নামে ১০২ মামলা, গ্রেপ্তার ১৭৩৯ – U.S. Bangla News




ঢাকায় বিএনপির নেতাকর্মীর নামে ১০২ মামলা, গ্রেপ্তার ১৭৩৯

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৩ | ৫:১০
বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দলটির ডাকা হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ৩৫টি থানায় ১০২টি মামলা করেছে পুলিশ ও ভুক্তভোগীরা। এসব মামলায় এখন পর্যন্ত বিএনপির এক হাজার ৭৩৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামসুজ্জামান দুদুসহ ১ হাজার ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরীসহ ১৮৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরই মধ্যে গতকাল রোববারও বিএনপির ৯২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আর আজ সোমবার ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত ২৮ অক্টোবর রাজধানীতে

বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশের ডাক দেয়। শর্তসাপেক্ষে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয় সব দলকে। এই দিন নির্ধারিত সময়ের আগেই সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন বিএনপিসহ সব দলের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরাও নয়াপল্টনসহ আশপাশের এলাকায় জড়ো হন। কিন্তু দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে দুই পক্ষের (বিএনপি–পুলিশ) সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয়। সেখানে পুলিশের এক সদস্যকে পিটিয়ে মেরে ফেলা হয়। আহত হয় আরও এক সদস্য। এতে বিএনপির নেতাকর্মীরাও নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেন দলটির নেতারা। ওই ঘটনায় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। রাজধানীসহ সারাদেশে বিএনপি

ও তার মিত্ররা হরতালের ডাক দেয়। এছাড়া প্রথম দফায় তিনদিন (৩১ অক্টোবর- ২ নভেম্বর) এবং দ্বিতীয় দফার (৫-৬ নভেম্বর) অবরোধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আরও ৬২টি মামলা হয়। এর মধ্যে ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় ৪০টি মামলা হয়েছে। এদিকে আবার তৃতীয় দফার (আগামী ৮-৯ নভেম্বর) অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও তার মিত্ররা। ডিএমপির আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ও মামলা সংক্রান্ত প্রাত্যহিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৯ দিনে ঢাকায় বিএনপির ১ হাজার ৫৫৪ জনকে গ্রেপ্তার করার তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ২৮ অক্টোবর ৬৯৬, ২৯ অক্টোবর ২৫৬, ৩০ অক্টোবর ১৫৮ ও ৩১

অক্টোবর ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর থেকে প্রায় একশ‘ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই প্রতিবেদনে আরও দেখা যায়, ডিএমপির আট বিভাগের ৩৫টি থানায় বিএনপি নেতা-কর্মীদের নামে ১০২টি মামলা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ ও ভুক্তভোগীরা। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে ৩৩টি, মিরপুর ১৮টি, ওয়ারী ১৫টি, গুলশান ১১টি। এছাড়া রমনা ১১টি, লালবাগ ও তেজগাঁও ৫টি করে, উত্তরা বিভাগ ৪টি। বাকি থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পল্টন থানায় ১৫টি মামলা হয়েছে। এদিকে র‌্যাব থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ দিনে ১৮৫ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ নভেম্বর ২৪ জন, ৩ নভেম্বর ১৯ জন, ৫ নভেম্বর ৪০

জন ও ৬ নভেম্বর ২৬ জন বিএনপি নেতা-কর্মী রয়েছেন। বাকিদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপিত আগামী অর্থবছরের বাজেট সংকটেও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা রিজার্ভে স্পর্শকাতর তথ্য বিক্রি করেন র‌্যাব-এটিইউর দুই কর্মকর্তা বিদেশে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণের খোঁজ বকেয়া ভূমি উন্নয়ন কর ৪৪৮ কোটি টাকা রণক্ষেত্র এখন জাবালিয়া, ইসরাইল-হামাস তুমুল লড়াই রাজধানীতে দাপটে চলছে ব্যাটারির রিকশা সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল হচ্ছে না