ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, শহরজুড়ে আতঙ্ক – U.S. Bangla News




ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, শহরজুড়ে আতঙ্ক

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২২ | ৯:০২
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক উৎকণ্ঠা দেখা দিয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক, সজীব খান, সৈকত আহমেদ, ইমরান রেজাকে যুগ্ম আহবায়ক করে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি ঘোষণার পরপর কেন্দ্রীয় ছাত্রলীগের দলীয় প্যাডে জাহিদুল ইসলাম রুবেলকে আহবায়ক করে অপর একটি কমিটির সংবাদ বিজ্ঞপ্তির কাগজ সামাজিক

যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পড়ে। এরপর থেকে পালটা-পালটি কমিটিকে কেন্দ্র করে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। শহরে উভয়পক্ষের আলাদা আলাদা শোডাউন লক্ষ্য করা যায়। যদিও নাজিম উদ্দৌলা চৌধুরীকে আহবায়ক করে দেওয়া কমিটি বৈধ বলে জানায় জেলা ছাত্রলীগ। তবু কয়েকদিন ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীসহ একটি পক্ষ জুয়েল ম্যানশনের সামনে অবস্থান নেয়। অপরদিকে জাহিদুল ইসলামের রুবেলের নেতৃত্বে অপর পক্ষ শহরের রাজা কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। দুপুর থেকে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকালে বাংলাদেশ ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে

নবীগঞ্জ পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে জাহিদুল ইসলাম রুবেলের গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজিম উদ্দৌলা চৌধুরী ও তার নেতাকর্মীর ওপর হামলা করে। পরে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪-৫ জন নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। এ প্রসঙ্গে জাহিদুল ইসলাম রুবেল অভিযোগ করে বলেন- আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়েতের নাশকতার পরিকল্পনার বিরুদ্ধে আমরা শহরে অবস্থান নেই। এ সময় নাজিম উদ্দৌলার নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। পরে আমরা তাদের প্রতিহত করি। উপজেলা

ছাত্রলীগের আহবায়ক নাজিম উদ্দৌলা চৌধুরী বলেন, জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আমরা মিছিল করি। মিছিল শেষে নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদ রুবেলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলার চেষ্টা করে এ সময় আমরা তাদের প্রতিহত করে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সামান্য ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরির পেছনে না ছুটে, চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করুন: প্রধানমন্ত্রী পাকিস্তানে ব্রেকফেল করে ট্রাক খাদে, একই পরিবারের ১৪ জন নিহত ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পদ হারানোর জন্য যাকে দায়ী করলেন নওয়াজ শরিফ বিশ্বকাপের সেমিফাইনালে কারা খেলবে, ভবিষ্যদ্বাণী কাইফের মাশরাফির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চাহিদা অনুযায়ী যোগ করছি নতুন প্রযুক্তি গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১২১ ফিলিস্তিনি ৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ডান-বাম-ইসলামপন্থি সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা পাটকলগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে সরকার : নানক শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম