চাল নিয়ে চালবাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হোন – U.S. Bangla News




চাল নিয়ে চালবাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হোন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৪ | ৮:৩৭
এবার আমনের বাম্পার ফলন হয়েছে; সরকারি গুদামে চালের মজুতও পর্যাপ্ত; বাজারে পণ্যটির সরবরাহেও কোনো ঘাটতি নেই। তারপরও ভরা মৌসুমে চালের বাজারে চলছে অস্থিরতা, যা মেনে নেওয়া যায় না। কারসাজি করেই বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। এ প্রবণতা নতুন নয়। প্রশ্ন হলো, যারা কারসাজি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না কেন? পরিস্থিতি এমন যে, গরিবের মোটা চালও এখন চড়া দামে কিনতে হচ্ছে। এদিকে মূল্য নিয়ন্ত্রণে খাদ্যমন্ত্রী কঠোর নির্দেশ দিলেও বাজারে এক ধরনের দায়সারা তদারকি চলছে। চাল নিয়ে মিলারদের চালবাজিতে ধরাশায়ী হচ্ছেন ভোক্তা। ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযানও চলছে। খাদ্য মন্ত্রণালয়ের চলমান অভিযানে ভোক্তারা কী সুফল পাবে, এটাও এক

প্রশ্ন। এটা যেন লোকদেখানো অভিযান না হয়, তা নিশ্চিত করা দরকার। অতীতে আমরা লক্ষ করেছি, যখন অবৈধ মজুতবিরোধী অভিযান শুরু হয়, তখন সংশ্লিষ্ট পণ্যটির সরবরাহে সংকট আরও তীব্র আকার ধারণ করে। বস্তুত এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের আন্তরিকতাই প্রশ্নবিদ্ধ হয়। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে করণীয় ঠিক করতে কয়েকদিন আগে মিল মালিক, আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর খাদ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, হঠাৎ করে অস্থির হয়ে ওঠা চালের বাজার আগামী কয়েকদিনের মধ্যে আগের অবস্থায় ফিরবে। চালের উৎপাদন, মজুত ও সরবরাহে ঘাটতি নেই। এমন পরিস্থিতিতেও যদি কর্তৃপক্ষ বাজার নিয়ন্ত্রণে রাখতে না পারে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। বস্তুত দেশের বাজারব্যবস্থা সিন্ডিকেটের হাতে

জিম্মি হয়ে পড়েছে। অসৎ ব্যবসায়ীরা অসাধু পন্থা অবলম্বন করে অতি মুনাফা লুটছে। এ অবস্থায় কর্তৃপক্ষ কেবল দায়সারা নির্দেশ দিলে ভোক্তারা এর সুফল পাবে না। কেবল চাল নয়, গত কয়েক মাস ধরে প্রায় প্রতিটি নিত্যপণ্যের বাজারেই অস্থিরতা চলছে। গত তিন সপ্তাহে কিছু পণ্যের দাম আরেক দফা বেড়েছে। চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ঘটনায় বড় মিল মালিক ও করপোরেট কোম্পানিকে দায়ী করে আমদানির সুযোগ চেয়েছেন রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা। অতীতেও আমরা লক্ষ করেছি, বাজার অস্থিরতার ঘটনায় পরস্পরকে দোষারোপ করে বক্তব্য প্রদান করা হয়। ভোক্তারা বক্তব্য-বিবৃতি শুনতে আগ্রহী নয়। কেউ বাজারের শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। বাজারের

অস্থিরতা রোধে যা যা করা দরকার, সবই করতে হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনির্দেশ বহির্ভূত ধান-চাল-গম কিনলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী উড়ন্ত বিমানে হঠাৎ নারী যাত্রীদের হাতাহাতি, যা করলেন পাইলট জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র: ইউক্রেনের দুই কর্নেল গ্রেফতার পাথরের ট্রাকে যাচ্ছিল পাঁচ কোটি টাকার হেরোইন ভরিতে সাড়ে ৪ হাজার টাকা বাড়ল সোনার দাম ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শাহজালালের থার্ড টার্মিনাল ৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে: মন্ত্রী সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল ক্ষমতায় আর বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক বিএনপির নয়াপল্টনে সমাবেশ নিয়ে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি ঘরোয়া যে পদ্ধতিতে খুব সহজেই ঘর ঠান্ডা থাকবে কত টাকা দরে কেনা হবে ধান চাল, জানালেন মন্ত্রী ভোটে কে এলো, কে এলো না এটা নির্বাচন কমিশনের বিষয় না: সিইসি রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করল জার্মানি নিজের গোপন কীর্তি ফাঁস করলেন কাজল রাফায় প্রবেশ করেছে ইসরাইলি ট্যাংক যে কারণে বেরোবির সাংবাদিকতা বিভাগের প্রধান হতে চাচ্ছেন না কেউ যুদ্ধবিরতিতে রাজি হামাস, দিয়েছে যেসব শর্তে ‘ডামি ও প্রতারণার’ উপজেলা নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না: রিজভী ফের রাফায় স্থল অভিযান ইসরাইলের, নেতানিয়াহুকে কঠোর হুশিয়ারি বাইডেনের