চতুর্থ ধাপের ৫৫ উপজেলায় ভোট ৫ জুন – U.S. Bangla News




চতুর্থ ধাপের ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ | ১০:১০
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন এবং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় আগামী ৫ জুন ভোটের দিন নির্ধারণ করে পৃথক তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের ৩২তম সভা শেষে এ তফশিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এ দুই তফশিল চূড়ান্ত করা হয়। পরে কমিশন সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আবদুল হাই গত ১৬ মার্চ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনের উপনির্বাচনের তফশিল গতকাল ঘোষণা

করেছে ইসি। এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০-১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ মে, প্রতীক বরাদ্দ ১৭ মে এবং ভোটগ্রহণ ৫ জুন। এখানে কাগজের ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন: ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে, মনোনয়নপত্র বাছাই ১২ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৩-১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬-১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোটগ্রহণ ৫ জুন। সকাল

৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। তিনি জানান, চতুর্থ ধাপে ৫৪টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। নওগাঁর মহাদেবপুর উপজেলার একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে যে নির্বাচন স্থগিত হয়েছিল, সেটা এর সঙ্গে যুক্ত হবে। ফলে ৫৫টি উপজেলায় ভোট হবে চতুর্থ ধাপে বলেও জানান ইসি সচিব। চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। বাকিগুলোতে স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ৪০ ফিলিস্তিনি নারীকে সুখবর দিল বাংলাদেশ পাহাড়ি তরুণী চীনে পাচার: চক্রের হোতা চাকমা নারীর বিরুদ্ধে মামলা প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে, যে সিদ্ধান্ত নিল বিজিবি-বিএসএফ ৭৫ হাজার বছর আগের নারীর মুখচ্ছবি প্রকাশ বৃষ্টির পর খেলা শুরু নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে জেলেরা বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড পাচ্ছেন নাভালনির স্ত্রী ‘টাকা দিলে চাকরি থাকে, না দিলেই চাকরিচ্যুতি’ বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে জেল থেকে বেরিয়েই যে হুংকার দিলেন মামুনুল হক যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান রাশিয়ার, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, ৩ জনকে বরখাস্ত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না : নিউইয়র্কে বিপ্লব বডুয়া গ্রেফতারি পরোয়ানা জারি হলে ফিলিস্তিন কর্তৃপক্ষকে শাস্তি দেবে ইসরাইল রাজ্যপালের বিরুদ্ধে নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, বিজেপি শিবিরে ধাক্কা সংগঠন গোছাতে পারেনি আ.লীগের শরিকরা মন্ত্রী-এমপিদের স্বজনের প্রার্থী হওয়া নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করলেন কাদের ভারতকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ কত?