গুলিতে হাত হারানো ফিরোজের পক্ষে মামলায় লড়তে চায় আসক – U.S. Bangla News




গুলিতে হাত হারানো ফিরোজের পক্ষে মামলায় লড়তে চায় আসক

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৪ জুলাই, ২০২৪ | ১১:৫৮
পুলিশের গুলিতে হাত হারানো ঝিনাইদহের শৈলকুপার ধাওড়া এলাকার যুবক ফিরোজ হোসেনের পক্ষে মামলা লড়তে চায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার সংস্থাটির প্রতিনিধিরা ঢাকার উত্তরায় ফিরোজের বাসায় যান। তারা ফিরোজের সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির বলেন, অতীতেও পুলিশের এমন অতিরিক্ত বল প্রয়োগের নজির দেখেছি। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এর পুনরাবৃত্তি হতো না। আমরা ফিরোজের পরিবারের পাশে থাকতে চাই। তাঁকে সব ধরনের আইনি সহযোগিতা করব। ফিরোজ সমকালকে বলেন, যাদের কারণে আমাকে হাত হারাতে হলো, তাদের শাস্তি চাই। আমার কী অপরাধ জানাতে হবে। আসকসহ অনেকে আবার পাশে দাঁড়াচ্ছে। এতে সাহস পাচ্ছি। ফিরোজ জানান, ৯ জুন তাঁর

চাচাতো ভাই মুস্তাফিজুর রহমানকে শৈলকুপা থানায় ধরে নিয়ে যায় পুলিশ। চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কী অভিযোগ জানতে থানায় গেলে পুলিশ সদস্যরা তাঁকে মারধর করেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এর পর এক পুলিশ সদস্য কাছ থেকে তাঁর হাতে গুলি করেন। ১০ জুন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ফিরোজের ডান হাত কেটে ফেলেন চিকিৎসকরা। ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর পাস করে একটি সিরামিক কোম্পানিতে বছরখানেক চাকরি করেছিলেন ফিরোজ। এর পর চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে গ্রামে ফিরে যান।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেনজীর ও তার পরিবারের সাড়ে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল চীন বাংলাদেশের কাছে কী চায়? ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৪ হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চঞ্চল চৌধুরী যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল পশ্চিমে সম্পর্কোন্নয়ন, যা বললেন ইরানের সরকারপন্থি প্রেসিডেন্ট দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী যেভাবে ভিক্টোরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্টারমারের জুনে সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী আ. লীগের সভা শেষে বাড়ি ফিরতে পারলেন না ইউপি চেয়ারম্যান আজ রথযাত্রা, রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ শতকোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল দুই কারাগারে গচ্চা ২৫০ কোটি টাকা প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি তলবের আগেই আট কোটি উত্তোলন সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতে