গাড়ি প্রতি ২০০ টাকা ঘুস নেন সার্জেন্ট মাহফুজ! – U.S. Bangla News




গাড়ি প্রতি ২০০ টাকা ঘুস নেন সার্জেন্ট মাহফুজ!

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ৪:৫৬
চট্টগ্রাম মহানগরীর সাগরিকা মোড়ে দিনদুপুরে সড়কে চলছে চাঁদাবাজি। সার্জেন্ট মাহফুজের বিরুদ্ধে গাড়ি প্রতি ২০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোমবার বেলা ১১টার দিকে সার্জেন্ট মাহফুজের নেতৃত্বে কনস্টেবল বিপ্লব, জিয়া ও মোরশেদ বিভিন্ন গাড়ি আটকিয়ে প্রথমে কাগজপত্র নিয়ে যান পুলিশ বক্সে। সেখানে কাগজের বিভিন্ন ত্রুটি ধরে চাঁদা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের ভাষ্য, গাড়ি চেক করার নামে দাঁড় করানো হচ্ছে। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও বিট চাঁদা নামে ২০০ টাকা করে চাঁদা নেন সার্জেন্ট মাহফুজ। তা ছাড়া গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকলে এই চাঁদার পরিমাণ বাড়ে কয়েকগুণ। ভুক্তভোগী পিকআপচালক মোরশেদ বলেন, আমার গাড়ির সব কাগজপত্র আপডেট, তার পরও কনস্টেবল বিপ্লব,

মোরশেদ ও জিয়া পুলিশ বক্সে নিয়ে যায়। পরে বিট খরচ ২০০ টাকা দিতে বাধ্য করেন। এদিকে সাগরিকায় দায়িত্বরত সার্জেন্ট নিজে এই চাঁদা নেন বলে জানান কনস্টেবল জিয়া, বিপ্লব ও মোরশেদ। তারা আরও জানান, ট্রাফিক সদস্যদের কাজ হলো— সার্জেন্টকে সহযোগিতা করা। ঢাকা মেট্রো-ট-২০-০২২৮ নং ট্টাকের চালক আব্বাস বলেন, গাড়ির সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স আপডেট, তার পরও সার্জেন্ট মাহফুজ ২০০ টাকা পুলিশ বিট চাঁদা নিয়েছে। এ বিষয়ে সার্জেন্ট মাহফুজ বলেন, আমি এ বিষয়ে কথা বলতে প্রস্তুত নই। আপনার সামনেই কয়েকটা গাড়ি চেক করেছি। কাগজপত্র আপডেট না থাকলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে টিআই সন্তোষ ধামেই বলেন, সড়কে বিট খরচ বলে কিছু নেই।

কেউ সড়কে চাঁদাবাজি করলে তার দায়ভার সে বহন করবে। তবে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক লেনদেন বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চতুর্থ ধাপের ৫৫ উপজেলায় ভোট ৫ জুন পরকীয়ায় জড়িয়ে বাবুল মিতুকে খুন করায়: মা গ্যাস-বিদ্যুতের দাম ও ঋণের সুদ বৃদ্ধি, ব্যবসা টিকিয়ে রাখা দায় ২ ভাইকে পিটিয়ে হত্যা: মহাসড়ক অবরোধ বিক্ষোভ, পুলিশের গুলিতে আহত ১৫ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ প্রচণ্ড গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে ইরান-পাকিস্তান বাণিজ্যিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের হুমকি স্ত্রীর সনদ বাণিজ্য নিয়ে কিছুই জানেন না আলী আকবর! কৃষি জমির মাটি কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ আনু মুহাম্মদের পায়ে ‘কম্বাইন্ড অপারেশনের’ প্রস্তুতি শুরু বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি সোনার দাম কমল কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন ডিবির হারুন হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা ব্যাংক ডাকাতি: রুমা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন কারাগারে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ না করে অনলাইনে পাঠদানের পরামর্শ মন্দিরে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি ইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান সরকারের ‘নতজানু নীতির’ কারণে বিএসএফ আশকারা পাচ্ছে: রিজভী