গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত – U.S. Bangla News




গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ৯:৩৮
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্কুল ও শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এই হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ইসরাইলের হামলায় এই নিহতের ঘটনা ঘটে। গাজা শহরের একটি স্কুল ও মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে চালানো পৃথক হামলায় এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। সোমবার এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী গাজা শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে এবং এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। গাজা শহরের আল-দারাজ এলাকার আবদেল-ফানাহ হামমুদ স্কুলে চালানো এই হামলায় আরও বেশ কয়েকজন আহত

হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় আরও অন্তত পাঁচজন ফিলিন্তিনি নিহত হয়েছেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলার ফলে অজ্ঞাত সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা পরে জানায়, ওই হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৬২৬ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আরও ৮৬ হাজার

৯৮ জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২৮ জন নিহত এবং আরও ৬৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুগল ক্রোমে বুকমার্ক ব্যবহারের খুঁটিনাটি আইএমএফের ঋণ পাওয়ায় রিজার্ভ বেড়ে ২৭.১৫ বিলিয়ন ডলার পেঁয়াজ আদা রসুন হলুদের বাড়তি দাম কালুরঘাট সেতু নির্মাণে সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া আইএমএফের সুপারিশ সামাজিক সুরক্ষা কার্যক্রম দারিদ্র্যবিমোচনে কতটা সহায়ক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে শ্রমবাজার সম্প্রসারণে প্রয়োজন দক্ষ জনশক্তি বাবার পদবি মুছে ফেললেন টম ক্রুজকন্যা সংসদে ঘুমিয়ে পড়েন দুই অভিনেত্রী, ঢুলুঢুলু চোখে অন্যজন বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ ট্রাম্পের ‘মিথ্যার’ তোড়ে অসহায় বাইডেন দুর্নীতি নিয়ে আ’লীগেই পরস্পরবিরোধী বক্তব্য ১০ বছরে এতো বাজে ব্যাটিং দেখিনি: তাসকিন সার্ক কারেন্সি সোয়াপ চালু করল ভারত গাজীপুর সিটির কাউন্সিলর শাহীন আলম কারাগারে ঢাবিতে খাসির মাংসে ১০ টাকার নোট, ক্যান্টিন পরিচালক বললেন ‘সরি’ হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় চট্টগ্রাম বন্দরে ৫০ লাখ পিস সিগারেট জব্দ ২৮ মিলিয়ন ও দুই ফুটবলার দিয়ে ডগলাসকে কিনল জুভেন্টাস রিজার্ভ বেড়ে ২২ বিলিয়নে