ক্যানসারকে জয় করেছিলেন বলিউডের যেসব তারকা – U.S. Bangla News




ক্যানসারকে জয় করেছিলেন বলিউডের যেসব তারকা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ জুন, ২০২৪ | ৯:১২
ক্যানসার ক্রমশ মহামারির আকার নিচ্ছে সারাবিশ্বে। বেশিরভাগ মানুষ ক্যানসারে জীবন হারালেও এমন অনেকেই আছেন যারা ক্যানসারকে জয় করে ফিরেছেন স্বাভাবিক জীবনে। বলিউডের এমন অনেক তারকা রয়েছেন বেঁচে ফিরে আসার তালিকায়; যাদেরকে নিয়ে প্রতিবেদন করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন। সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সংবাদ জানিয়েছেন অভিনেত্রী হিনা খান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় চলছে এখন তার। বর্তমানে তার চিকিৎসা শুরু হয়েছে। কিছুদিন আগেই অভিনেত্রী মহিমা চৌধুরী ক্যানসারের সঙ্গে তার লড়াইয়ের বৃত্তান্ত প্রকাশ করেন। তিনিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ক্যানসারের চিকিৎসার জন্য একসময় একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ‘পরদেশ’খ্যাত অভিনেত্রী। কিন্তু নিজের লড়াই

থামাননি তিনি। একদিকে নিয়মিত চিকিৎসা আর অন্যদিকে মনের জোর কাজে লাগিয়ে ক্যানসারকে জয় করেন তিনি। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। এ ক্ষেত্রে ক্যানসারের কোষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি জটিল রোগে আক্রান্ত। পরে অবশ্য রোগের সঙ্গে লড়াইয়ের নানা অভিজ্ঞতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। নিউইয়র্কে গিয়ে ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন এই নায়িকা। অভিনেত্রী কিরণ খের আক্রান্ত হয়েছিলেন এক ধরনের ব্লাড ক্যানসারে। এ ক্যানসার প্লাজমা সেলে ছড়িয়ে পড়ে। এ বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী অভিনেতা অনুপম খের। শরীরের একাধিক হাড়ে প্লাজমা সেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে

এ ক্যানসার। জটিল রোগে আক্রান্ত হলেও কাজ থামাননি কিরণ। অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী পরিচালক তাহিরা কাশ্যপের ২০১৮ সালে স্তন ক্যানসার ধরা পড়ে। নিজের লড়াইয়ের নানা অভিজ্ঞতা সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। অস্ত্রোপচার ও কেমোথেরাপি নেওয়ার পর নিজের একটি ছবিও শেয়ার করেন তাহিরা। অভিনেত্রীর এই পদক্ষেপ বহু ক্যানসার আক্রান্তকে সাহস জুগিয়েছিল। অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী লিসা রায়। এটিও এক বিরল ধরনের ক্যানসার। প্রথমদিকে ক্যানসারের কথা গোপন রেখেছিলেন লিসা। চিকিৎসার পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন কাজও। এ বিরল ক্যানসার থেকে সেরে ওঠা সহজ ছিল না। তাই মারণরোগ অতিক্রম করার পর বহু মানুষের কাছে প্রেরণা হয়ে উঠেছিলেন তিনি। ২০১২ সালে নভেম্বরে ক্যানসার আক্রান্ত হন অভিনেত্রী মনীষা কৈরালা। ডিম্বাশয়ের

ক্যানসার ধরা পড়েছিল তার। আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়েছিলেন তিনি। ক্যানসার ধরা পড়া থেকে সেরে ওঠা- পুরো সফর তার বই ‘হিলড: হাউ ক্যানসার গেভ মি নিউ লাইফ’-এ তুলে ধরেছিলেন তিনি। ক্যানসার থেকে সুস্থ হয়ে ফের কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী। বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ ২৫ বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। বছর কয়েক আগে ডায়েরিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় শুধু ডান হাতেই তাকে ড্রিপ দেওয়া হয়। ২৫ বছর আগে ক্যানসার আক্রান্ত হওয়ার পর বাঁ হাত থেকে লিম্ফ নোডগুলো বাদ দেওয়া হয়েছিল। সেজন্য বাঁ হাতে কোনো সুচ ফোটানো যায়নি তার। দক্ষিণী অভিনেত্রী হামসা নন্দিনী ২০২১ সালে ক্যানসার আক্রান্ত হন। হঠাৎ একদিন

স্তনে একটি পিণ্ড নিজেই আবিষ্কার করেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা নিজেই প্রকাশ করেছিলেন হামসা। ক্যানসার অতিক্রম করে তিনিও কাজে যোগ দিয়েছেন। ‘কাইট’ ছবিতে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী বারবারা মোরি। মাত্র ২৯ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বারবারা। তবে প্রথম পর্যায়ে ধরা পড়েছিল ক্যানসার। তাই এর থেকে সেরে উঠতে তার বেশি সময় লাগেনি। ক্যানসার সচেতনতার বিষয়ে লক্ষণীয়ভাবে উদ্যোগী হয়েছিলেন তিনি। ধারাবাহিক ‘পুনর্বিবাহ’খ্যাত অভিনেত্রী শাগুফতা আলিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০ বছর আগে ক্যানসার ধরা পড়েছিল তার। সেই সময় ক্যানসারের চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা ছিল না তার। গয়না বেচে ৯টি কেমোথেরাপি নিয়েছিলেন। কিন্তু সেই লড়াইও পার

করে নিজের কাজে ফের যোগ দেন শাগুফতা। ২০২২ সালে ছোটপর্দার অভিনেত্রী ছবি মিত্তল ক্যানসারে আক্রান্ত হন। এ কঠিন সময় কী ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তা নিজেই প্রকাশ করেছিলেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপির স্ত্রী দুর্নীতি করেননি! তবু কেন ৭০ লাখ রুপি ফেরত দিচ্ছেন ঋতুপর্ণা প্রথমবার রোবটের ‘আত্মহত্যা’, কারণ জানলে অবাক হবেন মায়ের চোখে পানি দেখে কান্নায় ভেঙে পড়েন রোনালদো গান গায় শিল্পী, তলে তলে ব্যথা: ওবায়দুল কাদেরের উদ্দেশে ফারুক ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে বুধবার আঘাত হানবে ঘূর্ণিঝড় বেরিল ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ স্বর্ণ বিক্রির সময় দাম কেটে রাখা হয় কেন? অবশেষে জানা গেল দেশের প্রকৃত রিজার্ভ কত এলপি গ্যাসের দাম আরও বাড়ল যুক্তরাষ্ট্র- ইসরাইল-যুক্তরাজ্যের ৪ জাহাজে একদিনে হামলা হুথিদের বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি বন্যার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর আজিম হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন মোস্তাফিজুর স্ত্রীসহ পুলিশের সাবেক এডিশনাল আইজিপির বিরুদ্ধে চার্জশিট ১৮০ ফুট ১১ ইঞ্চি লম্বা বাইসাইকেল! ‘এটাই আমার শেষ ইউরো’ ‘এটাই আমার শেষ ইউরো’ কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে আর্জেন্টিনা