কুরআন নাজিলের মাস রমজান – U.S. Bangla News




কুরআন নাজিলের মাস রমজান

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ | ৯:০৭
‘শাহরু রামাদ্বানাল্লাজি উনজিলা ফি হিল কুরআন, হুদাল্লিন্নাস’ রমজান এমন একটি মাস যে মাসে পবিত্র কুরআন অবতীর্ণ করা হয়েছে-মানুষের হেদায়াতের জন্য। (সূরা বাকারা-১৮৫)। কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব, যা সর্বশেষ নবি ও রাসূল হজরত মুহাম্মাদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে। এরপর কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব ও নতুন কোনো নবি বা রাসূল আসবেন না; এটিই কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ। কুরআন তেলাওয়াত করা এবং তেলাওয়াত শোনা ও শোনানো ইবাদত। নবি আকরাম (সা.) নিজে পাঠ করে সাহাবিদের শোনাতেন এবং সাহাবিদের তেলাওয়াতও শুনতেন। প্রতি রমজানে এর আগে যতটুকু কুরআন নাজিল হয়েছে তা নবিজি (সা.) হজরত

জিবরাইল (আ.)কে শোনাতেন এবং হজরত জিবরাইল (আ.)ও তা নবিজিকে শোনাতেন। নবিজি (সা.) জীবনের শেষ রমজানে উভয় উভয়কে দুদুবার করে পূর্ণ কুরআন পাঠ করে শোনান (তাফসিরে ইবনে কাসির)। কুরআনের তেলাওয়াত ছাড়া প্রধান ইবাদত নামাজও আদায় হয় না। এ জন্যই সহিহভাবে কুরআন তেলাওয়াত শিখতে হবে। কমপক্ষে নামাজ পড়তে যতটুকু প্রয়োজন, ততটুকু শেখা ফরজে আইন। যে মানুষ যত বেশি কুরআনের ধারণ করবে তার সম্মানও তত বেশি হবে। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে অন্তরে কুরআন নেই, তা যেন পরিত্যক্ত বিরান বাড়ি।’ যারা কুরআন তেলাওয়াত, চর্চা ও অনুশীলন করবে না, তাদের বিরুদ্ধে রোজ কিয়ামতে আল্লাহর আদালতে প্রিয় রাসূল (সা.) অভিযোগ করবেন। রাসূলে আকরাম (সা.) বলবেন, ‘হে আমার

রব! এই লোকেরা কুরআন পরিত্যাগ করেছিল (সূরা ফুরকান-৩০)।’ কুরআন মজিদ শিক্ষা করা ফরজ, শিখে ভুলে গেলে মারাত্মক গুনাহ হয়; অশুদ্ধ বা ভুল পাঠ করলে কঠিন পাপের কারণ হতে পারে। তাই কুরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তেলাওয়াত করা জরুরি। যারা পড়তে জানেন না, তাদের শিখতে হবে, যারা শিখে ভুলে গেছেন, তাদের আবার পড়তে হবে; যারা ভুল পড়েন, তাদের সহিহভাবে পড়া শিখতে হবে। রমজানকে বলা হয় কুরআনের মাস। আর কুরআন যেহেতু এসেছে হেদায়াতের বার্তা নিয়ে, তাই রমজানকে হেদায়াতের মাস নামেও অভিহিত করা হয়। হেদায়াতের এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি কুরআনের চর্চায় আত্মনিয়োগ করা হবে কামিল মুমিনের বৈশিষ্ট্য। রমজান কুরআন নাজিলের মাস। তাই কুরআনের

সঙ্গে গভীর সখ্য গড়ে তোলার সুবর্ণ সুযোগ এটাই। মনে রাখতে হবে বুঝে বুঝে কুরআন পড়ার কোনো বিকল্প নেই। যতটুকু সম্ভব প্রতিদিন বুঝে বুঝে কুরআন পড়ার চেষ্টা করতে হবে এ মাসে। কুরআনের প্রথম বাণী ‘ইকরা’ পড় এর অর্থ শুধুই মুখস্থ তেলাওয়াত নয়। বুঝে বুঝে কুরআন পাঠও এর অন্তর্ভুক্ত। সিয়ামের মাসে মুসলিম বিশ্বের আনাচে কানাচে কত লোক সালাত কায়েম করে, সিয়াম পালন করে, জাকাত আদায় করে, তাসবিহ-তাহলিল আর রুকু সেজদায় রাত পার করে দেয়। কিন্তু কুরআনের মাসে বুঝে বুঝে কুরআন পড়ার লোক খুবই কম আছে। না বুঝে কুরআন পাঠের ফজিলত তো অবশ্যই আছে কিন্তু তা বুঝে কুরআন পাঠের সমান কখনো নয়। হজরত আলী

(রা.) থেকে বর্ণিত, হুজুর (সা.) বলেন, যে ব্যক্তি কুরআন পাঠ করেছে ও মুখস্থ করে এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে হালালকে হালাল এবং হারামকে হারাম জেনেছে, আল্লাহতায়ালা তাকে বেহেশতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন ১০ জন লোকের মুক্তির জন্য সুপারিশ কবুল করবেন যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। (তিরিমিযি)। আল্লাহর রাসূল (সা.)-এর এ হাদিসটি সুস্পষ্ট বলছে যে, হালাল হারাম, বৈধ অবৈধ জানতে হলে বুঝে বুঝে কুরআন পড়তে হবে। রাসূল (সা.)-এর এ হাদিসসহ কুরআন-হাদিসে অংখ্যবার বুঝে বুঝে কুরআন পাঠের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। দয়াময় মাবুদ পবিত্র কুরআনে বুঝে বুঝে কুরআন পাঠের প্রতি কতইনা সুন্দরভাবে আহ্বান করেছেন- ‘আর থেমে থেমে কুরআন পাঠ কর।

আমি অতিশিগ্গির তোমার ওপর একটি দুর্বহ কালাম নাজিল করব। প্রকৃতপক্ষে রাতেরবেলা জেগে ওঠা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের জন্য অনেক বেশি কার্যকর এবং যথাযথভাবে কুরআন পড়ার জন্য উপযুক্ত সময়। (সূরা মুজ্জাম্মিল)। তাই সিয়ামের মোবারক এ মাসে বুঝে বুঝে কুরআন পাঠ ও কুরআনের নির্দেশ মতো জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেক মুসলমানকে। লেখক : মহাপরিচালক, জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম, চানপাড়া, উত্তরখান, ঢাকা
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাদ্য নিরাপত্তায় ২০ লাখ টন গম কিনছে সরকার বিয়ে করছেন নাগা, রহস্যময় বার্তা সামান্থার সবুজ ও জলাশয় ৩১ শতাংশই দখল ভুলে ভুলে ঢাকার সর্বনাশ ঢাকাসহ যে ৫ বিভাগে বৃষ্টি হতে পারে আজ আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরাইল ‘অভাগী’ মিথিলা ভারতের সেরা অভিনেত্রী দাবদাহে ঝরে পড়ছে আম-লিচু চট্টগ্রামে লাগামহীন নিত্যপণ্যের দাম তৃণমূলের বিভক্তি নিয়ে দুশ্চিন্তায় আ.লীগ সঞ্চয়পত্র থেকে ঋণ বন্ধের সিদ্ধান্ত সঠিক হবে না পানির দাম এক লাফে ৩০ শতাংশ বাড়ানোর উদ্যোগ বিচারকাজ শেষ হয়নি একটি জঙ্গি হামলারও অবৈধ রেলক্রসিং বন্ধে রেল ও এলজিইডির ঠেলাঠেলি বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ আবারো ‘বিয়ে’ করলেন হেমা মালিনী! রোহিঙ্গা গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ আজ থেকে ট্রেনে গুনতে হবে বাড়তি ভাড়া সমাবেশের কাছে গুলি, যা জানালেন বদি বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি