ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী নারীর বিচার চেয়ে মানববন্ধন – U.S. Bangla News




ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী নারীর বিচার চেয়ে মানববন্ধন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৩ | ১০:১৪
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার ওসি সেলিম রেজার পক্ষে ও অভিযোগকারী নারীর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বাসিন্দারা স্থানীয় নারী সালমা খাতুনের অত্যাচারে অতিষ্ঠ। তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললেই নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দেন। কয়েক দিন আগে ঘটনা প্রসঙ্গে পুলিশের একটি দল গ্রামে খোঁজখবর নিতে গেলে তাঁরা যা জানেন, তাই বলেছেন। এরপর থেকেই তাদের মুঠোফোনে ও সরাসরি হুমকি-ভয়ভীতি দেখাচ্ছেন সালমা খাতুন। মানববন্ধনে বক্তব্য দেন ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন, সাবেক ইউপি সদস্য টুকু, বাসিন্দা লস্কর আলী,

হাবিবুল্লাহ সিপন, আশরাফুল ইসলাম সুজন, ওমর ফারুক, আল আমিন প্রমুখ। সালমা খাতুন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এলাকায় নেই, তাহলে হুমকি দিলেন কীভাবে? ওসিকে বাঁচাতেই এসব মানববন্ধন এবং তাঁর বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি দাবি করেন, ওসি অভিযুক্ত বলেই তাঁর আবেদনের প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে পুলিশ সদর দপ্তর তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ওই নারীকে নিয়ে থানায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ভিডিও তাঁদের কাছে আসে। ওই মহিলাকে ধর্ষণ বা হয়রানিু এ ধরনের কোনো অভিযোগ এখনও প্রমাণ

হয়নি। শুধু নারীকে নিয়ে থানায় বিশৃঙ্খলা হওয়ার কারণে ওসিকে সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তদন্ত এখনও চলছে। তদন্তে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ওসি সেলিম রেজার বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন সালমা খাতুন। এর আগে গত ২২ মার্চ ডিআইজি ও ২৩ মার্চ জেলা পুলিশ সুপার বরাবর ওসি সেলিম রেজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২২৮২২ কোটি টাকার পরিকল্পনা নিয়ে মাঠে পেট্রোবাংলা হঠাৎ বেড়েছে মাদক কুশের চোরাচালান সিটির পর উপজেলা নির্বাচনেও ‘ কৌশলী’ এমপি বাহার নাথানের স্ত্রী ‘নিখোঁজ’ জিম্মি ইসরায়েলি-আমেরিকান তরুণের ভিডিও প্রকাশ হামাসের কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর ‘শক্তিশালী ক্ষেপণাস্ত্রের ট্রিগারে আঙ্গুল রাখা ইরানের’ তাপপ্রবাহ প্রাণঘাতী জেনেও সবাই চুপ সর্বনাশা ‘স্টোন ব্রিকস’ ডলারের দর বাজারভিত্তিক না হওয়ায় উদ্বেগ সিকিউরিটি প্রিন্টিং প্রেসের ওপর নজর ডিবির মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাড়াল সরকার হিট স্ট্রোকে আরও ৮ মৃত্যু, বেশি আক্রান্ত শ্রমজীবীরা বিমানের ফ্লাইটে বিদ্যুৎ ছিল না ২ ঘণ্টা ইসরাইলি স্থাপনায় আবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা প্রথম ধাপের উপজেলা নির্বাচন: প্রতীক পেয়ে শুরু প্রচার-প্রচারণা বিদেশি বিনিয়োগেই হবে বে-টার্মিনাল নির্মাণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলার ভোটে ৬৪ নেতাকে শোকজ বিএনপির ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন শনিবার থেকে নৌকার মনোনয়ন ফরম বিক্রি আ.লীগের গ্যাটকো মামলায় খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ জুন