এবার সাংবাদিককে হত্যার হুমকি সাবেক এমপির, মামলা – U.S. Bangla News




এবার সাংবাদিককে হত্যার হুমকি সাবেক এমপির, মামলা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ১২:০১
চট্টগ্রামের বাঁশখালীতে সাংবাদিককে মা বাবা তুলে গালি দিয়ে হাড্ডি ভেঙে হত্যার হুমকি দেওয়া সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে মামলাটি করেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী। তিনি স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী উপজেলা প্রতিনিধি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসাইন খান। মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ২৯ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর তার বক্তব্যে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে দলীয় কার্যালয় নির্মাণে চাঁদাবাজির অভিযোগ করেন।

এমনকি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে সাবেক এমপি মোস্তাফিজ বুঝাতে চেষ্টা করেছেন- নিজের বাড়ি না করে তিনি দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। অথচ এটি সম্পুর্ণ মিথ্যা ও ভন্ডামি। মিথ্যার উপরই সাবেক এমপির জন্ম আখ্যা দিয়ে অধ্যাপক আবদুল গফুর বলেন, দলীয় কার্যালয় নির্মাণে সাবেক এমপি ব্যাপক চাঁদাবাজি করেছেন। খানখানাবাদের জসিম চেয়ারম্যান ৭ লাখ টাকা, সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী ৮ লাখ টাকা, চেয়ারম্যান ইবনে আমিন ৫ লাখ টাকা, পুকুরিয়ার আওয়ামী লীগ নেতা মাহবু্ব আলী ১১ লাখ টাকা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ১৪ লাখ টাকা দিয়ে অফিস সংলগ্ন ছড়ায় গাইড ওয়াল নির্মাণ করে দেন, এভাবে আরও বহু মানুষের কাছে টাকা নিয়েছেন সাবেক এমপি

মোস্তাফিজ। আবদুল গফুরের বক্তব্যটি অন্যান্য পত্রিকার মত পরদিন (৩০ জুন) রোববার দৈনিক চট্টগ্রাম মঞ্চে আবদুল গফুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরই জের ধরে ওই দিন বিকেল ৫টা ৩৩ মিনিটে মোবাইল ফোনে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন। এ সময় সাবেক এমপি সাংবাদিকের হাড়গুড় ভেঙে দেওয়ার হুমকি দিয়ে মা বাবা তুলে গালি দেন। মামলার বাদী শফকত হোসাইন চাটগামী জানান, আমি সাবেক এমপির হুমকিতে নিরাপত্তাহীন। আমার জীবন হুমকির মুখে। আমি আদালতের কাছে প্রতিকার চেয়েছি। আদালত আমার মামলা আমলে নিয়েছেন। এ ব্যাপারে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেনজীর ও তার পরিবারের সাড়ে ৪৩ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল চীন বাংলাদেশের কাছে কী চায়? ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ১৪ হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চঞ্চল চৌধুরী যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল পশ্চিমে সম্পর্কোন্নয়ন, যা বললেন ইরানের সরকারপন্থি প্রেসিডেন্ট দেশে থ্যালাসেমিয়া বাহক ১১ দশমিক ৪ শতাংশ কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী যেভাবে ভিক্টোরিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্টারমারের জুনে সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী আ. লীগের সভা শেষে বাড়ি ফিরতে পারলেন না ইউপি চেয়ারম্যান আজ রথযাত্রা, রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে সড়ক অবরোধ শতকোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা অর্থ সংকটে পড়েছে থার্ড টার্মিনাল দুই কারাগারে গচ্চা ২৫০ কোটি টাকা প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি তলবের আগেই আট কোটি উত্তোলন সবার দৃষ্টি সর্বোচ্চ আদালতে