এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৫৪ কোটি ডলার – U.S. Bangla News




এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৫৪ কোটি ডলার

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ | ৪:৪৯
জ্বালানি খাতের উপকরণ আমদানির বড় ধরনের দেনা পরিশোধ করায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সপ্তাহের ব্যবধানে ৫৪ কোটি ডলার কমেছে। ২১ মার্চ দেশের নিট রিজার্ভ ছিল এক হাজার ৯৯৯ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে তা কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৫ কোটি ডলারে। এদিকে এক মাসের ব্যবধানে রিজার্ভ কমেছে ১১২ কোটি ডলার। ২৯ ফেব্রুয়ারি নিট রিজার্ভ ছিল দুই হাজার ৫৭ কোটি ডলার। সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বেশি রিজার্ভ কমে যাওয়ার ঘটনা। এর আগে গত বছরের জুলাই আগস্টে রিজার্ভ এত বেশি মাত্রায় কমেছিল। এরপর আর এত বেশি মাত্রায় কমেনি। সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ধরে রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলারের জোগান

দিচ্ছিল কম। যে কারণে ডলার সংকটে পড়ে অনেক ব্যাংক আমদানির বকেয়া দায় পরিশোধ করতে পারেনি। সেগুলোর মেয়াদ বাড়ানো হয়েছিল। এখন মেয়াদ শেষ হওয়ায় ওইসব দেনা পরিশোধ করতে হচ্ছে। ফলে রিজার্ভ কমে যাচ্ছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যে ডলার ধার করে রিজার্ভ বাড়িয়েছে তার মধ্যে সাড়ে ছয় কোটি ডলার ইতোমধ্যে পরিশোধ করতে হয়েছে। এসব কারণে রিজার্ভ কমেছে। কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ধার করে রিজার্ভ বাড়াচ্ছিল তখনই বিশ্লেষকরা বলেছিলেন, এতে রিজার্ভে ওঠানামা বেড়ে যাবে। এখন সেটিই ঘটছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুমাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের জন্য ফেব্রুয়ারির শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে

ডলার ধার করে রিজার্ভ বাড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ দিনে রিজার্ভ ছিল দুই হাজার ৫৭ কোটি ডলার। আকুর দেনা বাবদ ১২৯ কোটি ডলার শোধ করার পর রিজার্ভ আবার এক হাজার ৯৯৮ কোটি ডলারে নেমে আসে। এরপর রিজার্ভ বেড়ে আবার দুই হাজার কোটি ডলার অতিক্রম করে। গত সপ্তাহে তা আবার কমে এক হাজার ৯৯৯ কোটি ডলারে নেমে যায়। এ সপ্তাহে জ্বালানির বকেয়া পরিশোধ ও বাণিজ্যিক ব্যাংক থেকে ধার করা ডলার ফেরত দেওয়ায় তা আরও কমে এক হাজার ৯৪৫ কোটি ডলারে নেমেছে। ওই সময়ে গ্রস রিজার্ভও কমেছে। গ্রস রিজার্ভ ২৫ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার থেকে নেমে ২৪ বিলিয়ন হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি

গ্রস রিজার্ভ ছিল দুই হাজার ৫৭৬ কোটি ডলার। বৃহস্পতিবার তা কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪৮১ কোটি ডলার। এক মাসে গ্রস রিজার্ভ কমেছে ৯৫ কোটি ডলার। এক সপ্তাহের ব্যবধানে কমেছে ৪৪ কোটি ডলার।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আতঙ্কে যাত্রীরা পিচ গলে ঝুঁকিতে সড়ক ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা: হামাস নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রকেই বিশ্বের নেতৃত্বে থাকতে হবে ২৬ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত আঙিনায় চাষাবাদের প্রস্তুতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আইটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এমটিএর বিনামূল্যের বাস পরিসেবা শেষ হচ্ছে চলতি বছরেই ব্যাংকের দুর্দশাগ্রস্ত সম্পদ প্রকাশ করতে হবে রেকর্ড দাবদাহে ওষুধের মান নষ্টের শঙ্কা পঁচাত্তরেও তিনি ‘স্বপ্নচারিণী’ জীবনের শেষ বিসিএসটা দিতে পারলেন না ফাহাদ যুক্তরাষ্ট্র গেলেন বিএনপি নেতা আমির খসরু সরকার নির্ধারিত দাম কাগজে কলমে স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসন উপেক্ষিত জীর্ণ রেল সেতুতে পদে পদে বিপদ কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান আজ সিদ্ধান্ত প্রাথমিকের গরম ভোগাবে আরও ৫ দিন