এক পিস ডাবের দাম ১৮০ টাকা! – U.S. Bangla News




এক পিস ডাবের দাম ১৮০ টাকা!

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ | ৫:৪৯
বৃহস্পতিবার দুপুর ২টা। রাজশাহী নগরীর ব্যস্ততম এলাকা জিরো পয়েন্ট মসজিদের সামনে ডাব বিক্রি করছিলেন তিন ব্যবসায়ী। এ সময় আশরাফ আলী নামের এক ডাব ব্যবসায়ীকে এক ক্রেতা এসেই দুইটি ডাব কেটে ব্যাগে দিতে বলেন। ডাব বিক্রেতা ডাব কেটে ব্যাগে দিয়ে দেন। ডাব হাতে নিয়ে এবার ডাবের দাম কত দিতে হবে জানতে চান ওই ক্রেতা। এবার দাম শুনে ‘থ’ মেরে যান ক্রেতা। মিডিয়াম সাইজের একটি ডাবের দাম চাওয়া হয় ১৪০ টাকা পিস। এবার ব্যবসায়ী ও ওই ক্রেতার মধ্যে শুরু হয় বাগযুদ্ধ। পরাস্ত হয়ে ক্রেতা একটি ডাব রেখে দিতে বলেন। এ নিয়ে কথা বলতে চাইলে ওই ক্রেতা বলেন, আমার নাম বলতে চাই না। তবে

আমি এখানকারই বাসিন্দা। হঠাৎ করেই তীব্র গরমে পাতলা পায়খানা হয়েছে। আমি ভেবেছিলাম ডাবের দাম ৬০-৭০ টাকা হবে। ১৪০ টাকা পিস ডাব! কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। বাধ্য হয়ে একটা ডাব নিলাম। দুটো ডাব কেনার মতো অবস্থা নেই। এবার কথা হয় ডাব বিক্রেতা আশরাফ আলীর সঙ্গে। তিনি বলেন, ঈদের আগেও ডাবের এতো চাহিদা ছিল না। ঈদের পর গরমও অনেক পড়েছে। ডাবের চাহিদাও বেড়েছে। ১০০ টাকার উপরে ডাব কিনতেই হচ্ছে। এ কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তিনি আরও বলেন, আমার কাছে তিন কোয়ালিটির ডাব আছে ১৪০ টাকা, ১৩০ টাকা আর ১১০ টাকা। আরেক ডাব বিক্রেতা মো. মনির হোসেন। তিনি বলেন, বড় ডাব তিনি ১৫০

টাকা পিস, মাঝারিটা ১৩০-১৪০ টাকা আর ছোটটা ১১০-১২০ টাকা দামে বিক্রি করছেন। চৈত্রের খরতাপে পুড়তে থাকা রাজশাহীতে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ওষুধের পাশাপাশি ডাব খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা কিন্তু ডাব কিনতে গিয়ে দিশেহারা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনেসহ নগরীর লক্ষ্মীপুর এলাকায় অন্তত ১০ জন ডাব বিক্রেতাকে দেখা যায়। যাদের কেউ অস্থায়ী ভ্যানে আবার কেউ স্থায়ী দোকানেই ডাব বিক্রি করছেন। বৃহস্পতিবার লক্ষ্মীপুর এলাকায় এক পিস ডাব ১৮০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। যেখানে রোগীর কথা চিন্তা করে বাধ্য হয়েই বেশি দামে ডাব কিনছেন ক্রেতারা। তবে এ বিষয়ে এখানকার খুচরা বিক্রেতারা প্রতিবেদকের সঙ্গে কথা বলতে চাননি। তবে একাধিক সূত্র বলছে, পাইকারি পর্যায়ে ডাবের

দাম বৃদ্ধি পেলেও এত অস্বাভাবিকভাবে বাড়েনি। পাইকারিতে ১০০ টাকার নিচে ডাব কেনাবেচা হচ্ছে। ক্রেতারা বলছেন, সব জায়গায় দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। সুযোগ পেলেই ফায়দা লুটছে ব্যবসায়ীরা। নজরদারি না থাকায় যে যা খুশি তাই করছে। এ অবস্থার উত্তরণ দরকার।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে রাতেই তিন মামলা এবার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিল কলম্বিয়া রাফায় অভিযানের হুঁশিয়ারি ইসরাইলের, যে সতর্কবার্তা দিল জাতিসংঘ নতুন রেকর্ড পরীমনি-সিয়ামের প্রধানমন্ত্রীকে আমার বলতে হইলো কেন: ব্যারিস্টার সুমন প্রচণ্ড বৃষ্টিপাতে চীনে মহাসড়ক ধস, নিহত ২৪ দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ,” – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত হবে: ডিবিপ্রধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন আদৌ কি সম্ভব হবে, জানাল যুক্তরাজ্য বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে বাংলাদেশের পোশাকশ্রমিকদের নিপীড়ন, যে বার্তা দিল অ্যামনেস্টি হঠাৎ স্ট্যাটাস দিয়ে ডিলিট, কী লিখেছিলেন তিশা ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলোর প্রতি ক্ষোভ ঝাড়লেন খামেনি মে দিবসের কর্মসূচিতে গিয়ে হিট স্ট্রোকে প্রাণ গেল শ্রমিকের সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত হংকংয়ে এক রাতে ১০ হাজার বজ্রাঘাত মুজরি বাড়ানোর দাবিতে মালয়েশিয়ায় সহস্রাধিক শ্রমিকের মিছিল অনেক ত্যাগ স্বীকার করেছি, আরও করতে হবে: মির্জা ফখরুল সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা