ঈদ রেসিপি সুস্বাদু মাটন বিরিয়ানি – U.S. Bangla News




ঈদ রেসিপি সুস্বাদু মাটন বিরিয়ানি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৩ | ১০:০৪
দের দিনে কী রান্না করবেন ভাবছেন ? তাই বেশি না ভেবে খাসির বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়ে নিন। সাধারণ কিছু উপাদান দিয়েই এই স্বুসাদু খাবারটি এবার ঈদের দিন বানিয়ে ফেলুন। উপকরণ খাসির মাংস ১ কেজি বাসমতি চাল ৫০০ গ্রাম কাটা বড় পেঁয়াজ ২টি সবুজ এলাচ ৪টি কালো এলাচ ২টি দারুচিনি ২টি লবঙ্গ ৬টি তেজপাতা ২টি আদা-রসুন বাটা ২ চা চামচ জিরা গুঁড়া ১ চা চামচ ধনে গুঁড়ো ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ দই ১ কাপ দুধ আধা কাপ ঘি আধা কাপ লবণ স্বাদমত গোলাপ জল ২ টেবিল চামচ কাটা পুদিনা পাতা ১/৪ কাপ কাটা ধনে পাতা ১/৪ কাপ প্রস্তুত প্রণালি একটি বড় পাত্রে ১/৪ কাপ ঘি গরম করুন। এতে কাটা পেঁয়াজ দিয়ে দিন।

বাদামী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এবার তুলে একপাশে রাখুন। একই পাত্রে গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা) দিন। এক মিনিটের জন্য ভাজুন। এবার খাসির মাংস, আদা-রসুন পেস্ট, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এবং লবণ দিন। সব উপাদান ভালভাবে মিশিয়ে নিন। ১০-১৫ মিনিট পর্যন্ত নাড়তে থাকুন। মাংসের রঙ বাদামি না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভেজে রাখা পেঁয়াজ, দই, কাটা পুদিনা পাতা, এবং কাটা ধনে পাতা যোগ করুন। ভালভাবে মেশান। ৫-১০ মিনিটের জন্য রান্না করুন। অন্য একটি পাত্রে চুলায় চাল বসিয়ে দিন। চুলায় দেওয়ার আগে অবশ্যই ৩০ মিনিটের জন্য চাল ভিজিয়ে রাখুন। চাল ৮০% সিদ্ধ হলে নামিয়ে ফেলুন। অতিরিক্ত পানি

ঝরিয়ে নিন। এবার বড় একটি পাত্রে চাল ও মাংসের লেয়ার দিয়ে চুলায় দিয়ে দিন। চালের উপর ঘি ঢেলে দিবেন। পাত্রটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে শক্তভাবে ঢেকে দিন। অল্প আঁচে চুলায় ২০-৩০ মিনিট রেখে দিন চুলা থেকে নামিয়ে গোলাপ জল ছিটিয়ে দিন। এবার গরম গরম পরিবেশন করুন খাসির বিরিয়ানি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের দুই দলেরই নির্দেশনা উপেক্ষিত সরেননি এমপি-মন্ত্রীর স্বজনরা দেশজুড়ে লোডশেডিং আরও বাড়বে অবশেষে দুবাই বন্দরের জেটিতে ভিড়েছে এমভি আবদুল্লাহ প্রশ্নপত্র ফাঁসে দুই উপপরিচালক ও কর্মচারী বরখাস্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিভক্তিতে বিব্রত বিএনপি ট্রেজারি বিলের সুদে ‘পাগলা ঘোড়া’ কেন্দ্রে আগের চেয়ে নিরাপত্তা বলয় বাড়ছে কারিগরি শিক্ষা বোর্ড শতকোটি টাকার সনদ বাণিজ্য হিট স্ট্রোকে আরও ৭ জনের মৃত্যু বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশও স্থগিত নির্যাতনে জড়িত তিন শিক্ষার্থী ইবির গণরুমে র‌্যাগিংয়ের সত্যতা মিলেছে মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে রুল বরফের বাক্সে চার ঘণ্টা থেকে গিনেস রেকর্ড ১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন সেই দেলোয়ার গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জীবিত শিশু উদ্ধার ‘দীপিকার চুলের মুঠি ধরে টেনেছি’ ইসরাইলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র: হামাস ইরানে হামলা করতে চেয়েও কেন সিদ্ধান্ত বদল ইসরাইলের