ঈদের দিন ছুরিকাঘাতে ইমামকে খুন – U.S. Bangla News




ঈদের দিন ছুরিকাঘাতে ইমামকে খুন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৭ জুন, ২০২৪ | ৫:২৬
নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাতেন (৬০) খুন হয়েছেন। রোববার ভোর রাতের দিকে কোনো এক সময় বিশাউতি জামে মসজিদের বারান্দার শয়নকক্ষে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। ঈদের দিন সোমবার ভোরে হাসপাতালে নিলে তিনি মারা যান। নিহত মাওলানা আব্দুল বাতেন কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্যাসীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত বছির পণ্ডিতের ছেলে। বাতেন রংছাতি দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও বিশাউতি বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। এলাকাবাসী, নিহতের স্বজন এবং পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কে বা কারা মসজিদে গিয়ে তার শয়নকক্ষে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ সময় তিনি চিৎকার দিলে

স্থানীয় লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখেন। ওই সময় স্থানীয়দের ডাক চিৎকারের প্রতিবেশীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সোমবার ভোর সাড়ে ৪টায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সোমবার সকালে ওখানে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ ঘোষ বলেন, মাওলানা আব্দুল বাতেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নিহত মাওলানা আব্দুল বাতেনের

বড় ছেলে বদিউজ্জামান বলেন, আমরা খবর পেয়ে কলমাকান্দা হাসপাতালে যাই। সেখানকার দায়িত্বে থাকা ডাক্তার বাবার অবস্থা অবনতি দেখে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সোমবার সকালে ওখানে জরুরি বিভাগে পৌঁছামাত্রই তিনি মারা যান। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। মাওলানা আব্দুল বাতেনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘দায়িত্বহীনতার কারণে মধুর জিআই সনদ হাতিয়ে নিয়েছে ভারত’ এ প্রশ্নটা ভারত সরকারকে করলে ভালো হয়: পররাষ্ট্রমন্ত্রী ডিএসই পরিচালক আল মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ বৃষ্টি নেমেছে ঢাকায়, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে ৭১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সুপ্রিমকোর্ট বার ‘ইসরাইলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়’ যুক্তরাষ্ট্র আ.লীগের গুরুত্বপুর্ন দু’টি পদে মেসবাহ-ফরিদের পদোন্নতি ‘হিজবুল্লাহর ওপর আক্রমণ ইসরাইলের জন্য আত্মহত্যার শামিল হবে’ বৃষ্টি হতে পারে দেশের যেসব বিভাগে চিলিকে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভারতের প্রধান বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী নৌকাডুবির ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৪ ডিএসইতে ১০ কার্যদিবসে সর্বোচ্চ লেনদেন মস্তিষ্ক থেকেই করা যাবে কল! প্রেম নিয়ে যা বললেন মিথিলা হঠাৎ আলোচনায় নোরা ফাতেহির পুরোনো ছবি ক্ষতি ৭১০ কোটি টাকা কামাল লোহানীর ৯০তম জন্মবার্ষিকী আজ