ঈদের দিনের সাজসজ্জা – U.S. Bangla News




ঈদের দিনের সাজসজ্জা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৩ | ১০:০৬
আমরা সবাই চাই ঈদের দিনটিতে আমাদের একটু ভিন্ন লাগুক। অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগুক। ঈদের আগেই আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের পোশাক এবং সাজসজ্জা নিয়ে। তাই ঈদের দিনটিতে কোন পোশাকে কেমন সাজবেন তা নিয়ে চিন্তার শেষ নেই। ঈদ মানেই যেন খুশি, আনন্দ, সাজসজ্জা। আর সেই সৌন্দর্যের মাত্রাকে আরেকটু বাড়িয়ে তুলতে চাই নতুন জামা-কাপড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ সাজ। ঈদের দিনে তিন বেলা কিভাবে নিজেকে সাজাবেন চলুন জেনে নেওয়া যাক। সকালের সাজ: চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সকালে গোসলের সময় চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে এরপর সিরাম। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে চাই হালকা সাজসজ্জা, অর্থাৎ পরিপাটি লুক। যেহেতু তীব্র গরম

বাইরে তাই মেকআপের আগে কিছুটা যত্ন নিতে হবে ত্বকের। টোনার দিয়ে ফেস ক্লিন করে একটি সিরাম দেব এবং কিছুক্ষণ রেখে তারপর একটি সেক্ষেত্রে ময়েশ্চারও ব্যবহার করতে হবে। ফেস সেট হয়ে গেল এখন একটি BB Cream ব্যবহার করতে পারি, ফাউন্ডেশনের পরিবর্তে (যদি বাসাতেই থাকা হয়)। ন্যাচারাল লুক বজায় রাখতে ডাস্ট পাউডার বা ফেস পাউডার ব্যবহার করতে পারেন। বেস তৈরি হয়ে গেলে আই ভ্র“ এঁকে নিব যার যার Skin tone বুঝে। আই লিডে কনসিলার দিয়ে সুন্দর একটি সেড নির্বাচন করব পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে। এবং হাইলাইটার ব্যবহার করব এতে চোখের মেকআপ ফুটবে খুব সুন্দর করেই। আর চোখে মানানসই স্টাইলে আই লাইনারে লাইন

ও হালকা মাসকারা ব্যবহার করতে পারেন। কড়া রোদে মেকআপ হাল্কা হলেই ভালো, হাল্কা টোনের ব্লাসন এবং তার ওপর হাইলাইটার ব্যবহারে ফেস অনেক সার্প ও গর্জিয়াস দেখাবে। যেহেতু চোখের মেকআপ হাল্কা হবে তাই লিপস্টিক একটু ডিপ রাখতেই পারি তবে মেট ফিনিসিং। সকালের সাজে চুলটা রাখতে পারেন খোলা তবে মাঝখানে সিঁথি করে চুল দুভাগ করে ফ্রেঞ্চ বেণি চিকন করে করে পিছে ক্লিপ করে দিতে পারেন। এতে খাবার পরিবেশনের সময় সামনে চুল এসে অহেতুক ঝামেলা করবে না। আর এ মেকআপে দুপুর পর্যন্ত কেটে যাবে আশা করি। দুপুরের সাজ: ঈদের দিন দুপুরে সাজটা একটু ন্যাচারাল লাগলেই ভালো, কারণ দিনের কড়া আলোয় অতিরঞ্জিত মেকআপ দৃষ্টিকটু লাগে তাই

ঈদের দিনের দুপুরের সাজের ক্ষেত্রে ন্যাচারাল, ফ্রেস, স্নিগ্ধ লুকটাই রাখা ভালো হবে। তাই দুপুরের সাজে ম্যাটফিনিশ মেকআপ ব্যবহার করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন মেকআপটি স্কিনটোনের সঙ্গে ম্যাচ করছে কি না। দুপুরের সাজে ভালো মানের বিবি অথবা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। যা ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দিবে। ঈদের দিনের দুপুরে যেহেতু সময়টা গরম তাই মানানসই ও আরামদায়ক হেয়ারস্টাইল করুন যেটা দেখতেও ভালো লাগবে, আরামদায়কও হবে আপনার জন্য। পরিবার-পরিজন ও অতিথি আপ্যায়নে চুলের কারণে যেন বিরক্তি না লাগে সেদিকেও নজর রাখুন। রাতের সাজ: রাতের সাজটা বেশ গর্জিয়াস করতে পারেন। পোশাকের বেলায়ও গর্জিয়াস শাড়ি বা কামিজ পরতে পারেন। রাতের বেলার সাজে বেজকে ফোকাস করুন।

ফাউন্ডেশন, প্যানকেক কিংবা প্যানস্টিক দিয়ে বেস করুন। মুখে দাগ থাকলে কনসিলার দিয়ে দাগ ঢেকে দিন। এরপর ব্যবহার করুন স্কিনটোন ফেস পাউডার। চাইলে লিকুইড বেসও করতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই রেখে চোখটা সাজাতে পারেন। চোখে স্মোকি লুক এনে চোখের পাতাজুড়ে একটু চকচকে (গ্লসি) শ্যাডো লাগিয়ে নিলেই পূর্ণ হবে রাতের সাজ। গাঢ়ো সেডের লিপস্টিক ব্যবহার করতে পারেন রাতে। দিন-রাত সব বেলার সাজেই লিপসেলার ব্যবহার করতে পারেন। লিপসেলার মেকআপ রিমুভার ছাড়া ওঠে না। খাবার সময়ও তাই নষ্ট হয় না। ঠোঁটের ওপর গ্লিটার ব্যবহারও এখন চলছে। রাতের সাজে ব্লাশন বেছে নিন গোলাপি কিংবা বাদামি। ঈদের রাতের সাজের সঙ্গে গোল্ড, স্টোন, ফ্রেন্সি, মেটাল, পুঁতিসহ

সব ধরনের গহনাই ভালো লাগবে।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরাইলের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র ইসরাইলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ চলে গেলেন প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ ইসরাইলের পাল্টা হামলার ড্রোনকে আকাশেই ধ্বংস করল ইরান কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০ ডিপজলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সাদিয়া মির্জা ইসরাইলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান ডিপজলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ কৃষক লীগের আজ ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী দ্বন্দ্ব-গ্রুপিং ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি আ.লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না: ওবায়দুল কাদের ইসরায়েলের হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করল ইরান পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে লাশ হলেন যুবক প্রাকৃতিক সম্পদের মূল্য হিসাব করবে বিবিএস জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী উপজেলায় প্রার্থী হতে পারবেন না মন্ত্রী-এমপিদের স্বজনরা: শেখ হাসিনা