ঈদের আগে মেয়েকে নিয়ে দেশ ছেড়েছেন জাপানি মা – U.S. Bangla News




ঈদের আগে মেয়েকে নিয়ে দেশ ছেড়েছেন জাপানি মা

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ | ১০:৪০
ঈদের আগে বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে দেশ ছেড়ে গেছেন জাপানি নাগরিক নাকানো এরিকো। তার বিষয়ে আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছিল আজ। ব্যারিস্টার রাশনা ইমাম জানিয়েছেন, বিষয়টি সুপ্রিমকোর্টের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২১ এপ্রিল দিন ঠিক করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। সোমবার (১৫ এপ্রিল) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে ওই মেয়ের বাঙালি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। এর আগে ৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বড় মেয়েকে নিয়ে বাংলাদেশ ছাড়েন তার মা

নাকানো এরিকো। সেখান থেকে পরে চলে যান জাপান। ওই মেয়ের বাবা ইমরান শরীফ জানান, আদালতের স্থিতাবস্থা থাকার পরও নাকানো এরিকো আদেশ অমান্য করে জেসমিন মালিকাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে গেছেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট দুই কন্যার বিষয়ে রায় ঘোষণা করেন। রায়ে জাপানি শিশু জেসমিন মালিকা (বড়) ও তার ছোট বোন সোনিয়া তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজো মেয়ে লাইলা লিনা থাকবে তাদের বাবা ইমরান শরীফের কাছে। তবে ৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন। একই সঙ্গে চেম্বার জজ আদালতে এ বিষয়ে পরবর্তীতে শুনানির জন্য ১৫ এপ্রিল দিন ঠিক করেন; কিন্তু ৯ এপ্রিল নাকানো এরিকো

বড় মেয়েকে নিয়ে দেশ ছেড়ে চলে যান। দেশ ছেড়ে চলে যাওয়ার পর আদালতের আদেশ অমান্য করার দায়ে নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন ইমরান শরীফ। আজ ওই আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হয়। সেটি শুনানি নিয়ে কোনো আদেশ না দিয়ে বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করা হয়। ইমরান শরীফের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, সন্তানদের দেশের বাইরে যেতে আদালতের স্থিতাবস্থা ছিল। তা সত্ত্বেও বড় সন্তানকে নিয়ে নাকানো এরিকো চলে গেছেন। এ কারণে আমরা আদালত অবমাননার আবেদন করেছি। ওই দিন (২১ এপ্রিল) সন্তানদের বিষয়ে হাইকোর্টে করা রিভিশনে

যে রায় দেওয়া হয়েছে তাতে স্বামী-স্ত্রী (কন্যাদের মা এবং বাবা) উভয়ে সিভিল আপিল আবেদন করেন। ওই দুটি সিভিল আপিল আবেদন এবং নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ মোট তিনটি বিষয় একসঙ্গে শুনানি হবে। রায়ে বলা হয়েছে, প্রথম ও তৃতীয় মেয়েকে নিয়ে নাকানো এরিকো বাংলাদেশে বা যে কোনো দেশে বসবাস করতে পারবেন। তবে বাবা সন্তানদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ পাবেন। একই ভাবে দ্বিতীয় মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবেন। তবে জাপানি মা দ্বিতীয় মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এ বিষয়ে আপিল আংশিক মঞ্জুর করে সেদিন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চ এ রায় দেন। এর আগে ঢাকার জেলা

জজ আদালত বাংলাদেশে থাকা জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইনা লিনা জাপানি মায়ের কাছে থাকবে বলে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন ইমরান শরীফ। ওই রিভিশনের শুনানি নিয়ে এ রায় দেন হাইকোর্ট।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ,” – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত হবে: ডিবিপ্রধান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন আদৌ কি সম্ভব হবে, জানাল যুক্তরাজ্য বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে বাংলাদেশের পোশাকশ্রমিকদের নিপীড়ন, যে বার্তা দিল অ্যামনেস্টি হঠাৎ স্ট্যাটাস দিয়ে ডিলিট, কী লিখেছিলেন তিশা ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখা দেশগুলোর প্রতি ক্ষোভ ঝাড়লেন খামেনি মে দিবসের কর্মসূচিতে গিয়ে হিট স্ট্রোকে প্রাণ গেল শ্রমিকের সাবমেরিন বিধ্বংসী ‘স্মার্ট’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত হংকংয়ে এক রাতে ১০ হাজার বজ্রাঘাত মুজরি বাড়ানোর দাবিতে মালয়েশিয়ায় সহস্রাধিক শ্রমিকের মিছিল অনেক ত্যাগ স্বীকার করেছি, আরও করতে হবে: মির্জা ফখরুল সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা হাসপাতালে খালেদা জিয়া বিদেশে পালানোর সময় শত কোটি টাকা আত্মসাতের হোতা বিমানবন্দরে গ্রেফতার শিশু ধর্ষণের বর্ণনা দিতে চোখের পানি ধরে রাখতে পারেননি র‌্যাব কর্মকর্তা ‘রহস্যঘেরা’ মিল্টন সমাদ্দার আটক বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের যেসব ভয়ংকর অভিযোগ উঠেছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ভারতে বিমান যাত্রায় সুখবর, বাদ পড়ল ৭টি চার্জ