ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি – U.S. Bangla News




ইরানে দ্বিতীয় দফায় ভোট, যা বললেন খামেনি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৫ জুলাই, ২০২৪ | ৫:০২
ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এখনও চলছে। এই ভোটে স্বপ্রণোদিতভাবে অংশ নেওয়ার জন্য ইরানি জনগণের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এদিন সকালের প্রথম দিকে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেন, ‘আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।’ খামেনি আরও বলেন, ‘আমি শুনেছি যে, মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েছে এবং এটা যদি সত্য হয়, তবে তা হবে আনন্দদায়ক।’ ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমাদের জনগণ তাদের ভোট দেবে এবং সেরা প্রার্থীকে নির্বাচন করবে, ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফার ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং ইরানের

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সবশেষে তিনি তার দেশ ও জনগণের জন্য দোয়া করে বলেন, ‘জাতির উন্নতি ও সমৃদ্ধি হোক এবং যারা এই প্রচেষ্টায় অবদান রাখছেন, তারা সবাই মহান আল্লাহর রহমত ও করুণা লাভ করুন।’ এর আগে গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট হয়। পরে ফলাফলে দেখা যায়, কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ বা তার বেশি ভোট পাননি। আর এ কারণেই দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফায় সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে লড়াই হচ্ছে। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। এ দুজনের মধ্য থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট

বেছে নেবে ইরানের জনগণ। উল্লেখ্য, প্রথম দফার নির্বাচনে মোট ভোট পড়ে ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫টি। যা মোট ভোটারের ৩৯ দশমিক ৯২ শতাংশ। আজ হাজার হাজার মোবাইল কেন্দ্রসহ গোটা ইরানে প্রায় ৫৯ হাজার ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি ইরানি প্রবাসী নাগরিকরা যাতে নির্বাচনে অংশ নিতে পারেন- সেজন্য বিদেশেও শত শত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। তথ্যসূত্র: ইরনা
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যাপ্টেন্সি নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হন জুবায়ের ২ ঘণ্টা স্থবির কুষ্টিয়া-খুলনা মহাসড়ক বিড়ালের অভিশাপেই কি ব্রাজিলের এই দুরবস্থা বাংলাদেশের শিল্পোন্নয়নে বিটাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে: শিল্পমন্ত্রী লেবানন ইস্যুতে ইসরাইলকে কড়া বার্তা দিলেন এরদোগান ক্রোক করা হলো বেনজীরের গুলশানের সেই ৪ ফ্ল্যাট কোটাবিরোধী আন্দোলনকারীদের যে পরামর্শ দিলেন আইনমন্ত্রী বেনজীরের সেই ৪ ফ্ল্যাট নিয়ে যা ভাবছে দুদক গাড়িচালক থেকে থ্রি স্টার হোটেল মালিক, আবেদ আলী সম্পর্কে যা জানা গেল শাহবাগে মোবাইলের ফ্লাশলাইট জ্বালিয়ে কোটাবিরোধীদের প্রতিবাদ কোটা ও পেনশনের আন্দোলন যৌক্তিক: জিএম কাদের পিএসসির প্রশ্নফাঁস: সেই আবেদ আলীসহ গ্রেফতার ১৭ গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী কোটা আন্দোলনে একাত্মতা আছে কিনা, জানালেন অধ্যাপক আবু সায়ীদ মেসি কলকাতায় এলে ঢাকায় আসতে পারেন দেশের যেসব জায়গায় চলছে ‘বাংলা ব্লকেড’ স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’ সায়েন্সল্যাব মোড়ে ইডেন ছাত্রীরা, দাবি আদায় করে ফিরবেন ঘরে রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের রাজধানীর জিরো পয়েন্ট অবরোধ জবি শিক্ষার্থীদের