আলোচিত নারী আম্পায়ার জেসির বিষয়ে যা বললেন সুজন – U.S. Bangla News




আলোচিত নারী আম্পায়ার জেসির বিষয়ে যা বললেন সুজন

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ | ৬:০৯
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে আম্পায়ার হিসেবে অভিষেক হয়েছিল সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসির। ওই ম্যাচে আম্পায়ার হিসেবে তার অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি দুই দলের কর্মকর্তারা। যদিও বিভিন্ন মাধ্যমে খবর চাউর হয়, জেসি নারী বলেই ক্রিকেটাররা তার তত্ত্বাবধানে খেলতে চাননি। এ নিয়ে গত কয়েকদিনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে দুই ক্লাবের কর্মকর্তাসহ আম্পয়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন, এমন আপত্তি ক্রিকেটারদের কাছ থেকে আসেনি। কর্মকর্তারা মাঠে জেসিকে দেখে বিরক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন মিঠু। গত কয়েক দিন ধরেই জেসির আম্পায়ারিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবার তাতে ঘি ঢেলে দিলেন সাবেক অধিনায়ক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ

সুজন। তার মতে, জেসির অভিজ্ঞতা প্রিমিয়ার লিগের মতো বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড় খেলায়, আমি সবসময় মনে করি, আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে। মাঠের চাপটা কিন্তু অনেক বড়। যদিও আজকালকের ক্রিকেটে আবাহনী-মোহামেডানের ম্যাচে আগের সেই চাপ নেই। তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের শ্রদ্ধাটা থাকে।’ জেসিকে ভালো আম্পায়ার হিসেবেই দেখছেন সুজন, কিন্তু..., ‘যে আম্পায়ারিং করেছে, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সবমিলিয়ে ক্রিকেটে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আম্পায়ার হিসেবে

তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের মতো এত বড় ম্যাচে করার পর্যায়ে আছে।’ সুজনের প্রশ্ন দেশে এত এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে জেসিকে কেন মোহামেডান-প্রাইম ব্যাংকের মতো বড় ম্যাচগুলোতে দিতে হবে? তিনি বলেন, যদি আমার মত দেই, আমার মতে প্রিমিয়ার লিগের এত বড় একটা চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে আম্পায়ারিং কারা করছে। আমাদের দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে ওই ম্যাচে আম্পায়ারিংয়ে পাঠানোর প্রয়োজন হলো আমি জানি না। সুজন জেসিকে অনভিজ্ঞ হিসেবে দেখলেও আম্পয়ার্স কমিটির চেয়ারম্যান তার অভিজ্ঞতার ঘাটতি দেখেন না, ম্যাচে কেন একটা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি! জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না। জেসি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণিতে

দায়িত্ব পালন করে, সর্বশষে ইমার্জিং এশিয়া কাপ, তারপর ভারতে সিনিয়র প্লেয়ারদের যে টুর্নামেন্ট সেসবও করে। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ করেই কিন্তু আমরা তাকে দায়িত্ব দিয়েছি।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ পুলিশের কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই ট্রাফিক পুলিশের ৫ পরিকল্পনায় কমেছে মোহাম্মপুরের যানজট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বগুড়ার কোল্ড স্টোরে পাঁচ লাখ ডিম মজুদ! আদালতে নিপুণের রিট, কড়া বার্তা মিশার দেশে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু প্রধানমন্ত্রীকে জড়িয়ে কাঁদলেন পাইলট আসিমের মা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা: গভর্নরকে এফবিসিসিআই অর্থনীতিবিদদের আজ্ঞাবহ হিসাবে দেখতে চান রাজনীতিবিদেরা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের শোভাযাত্রা রাজধানীতে বন্ধ হয়নি ব্যাটারিচালিত রিকশা, উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন ও ট্রাম্প দুবাইয়ে বাড়ি-ফ্ল্যাটের মালিক ৫৩২ বাংলাদেশি এমওইউ সই চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করবে আবুধাবি গ্রুপ ছাগলনাইয়ার সোহেলের চেয়ারম্যান পদ অবৈধ, বেতন-ভাতা ফেরতের নির্দেশ ঝড় আসছে, বজ্রবৃষ্টির আভাস জলবায়ু অভিযোজনে বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার প্রয়োজন: অর্থ প্রতিমন্ত্রী