আরিফুল কেন বুথের নিরাপত্তাকর্মীকে খুন করেছিল, জানাল ডিবি – U.S. Bangla News




আরিফুল কেন বুথের নিরাপত্তাকর্মীকে খুন করেছিল, জানাল ডিবি

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ | ৬:০০
ব্যবসায় লোকসানের কারণে ১৪ থেকে ১৫ লাখ টাকার ঋণের জালে জড়িয়ে পড়েন মো. আরিফুল ইসলাম (২৭)। একপর্যায়ে একটি কিডনি বিক্রির চেষ্টাও করেন। রাজধানীর মিরপুর এলাকায় লিফলেটও লাগান কিডনি বিক্রির। কিন্তু ব্যর্থ হন। এরমাঝে পাওনাদাররা তার বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকেন। তাদের চাপে ও ভয়ে আরিফুল ইসলাম ৩ থেকে ৪ মাস ধরে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন। এরপর টাকা পরিশোধ করা যাবে এমন পরিকল্পনায় এটিএম বুথ লুট করার চেষ্টা করেন। এ সময় পাশবিক কায়দায় নির্মমভাবে বৃদ্ধ বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ

কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। ঈদুল ফিতরের আগের দিন, গত ১০ এপ্রিল রাজধানীর শাহজাদপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী আরিফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও বুথ ভাঙার বিভিন্ন মালামাল উদ্ধারসহ আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। হারুন অর রশীদ বলেন, ঈদের আগের দিন, গত ১০ এপ্রিল ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে অজ্ঞাতনামা আসামিরা গুলশান থানাধীন শাহজাদপুর প্রগতি স্মরণির মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করে। নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল নিহত হাসান মাহমুদকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা

ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা করেন। এ মামলার মূল ঘটনা উদঘাটনের জন্য থানা পুলিশ, সিআইডি এবং অন্যান্য সংস্থার পাশাপাশি ডিবি গুলশান জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালীন তথ্য প্রযুক্তি, সিসি ক্যামেরার ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল ও পরিহিত পোশাক এবং গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শনাক্তের পর মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০/১২ বছর ধরে বিভিন্ন অফিস ও বাসা বাড়ির আসবাবপত্র পরিবহণের কাজ করতেন। ২/৩ বছর আগে এ ব্যবসার পাশাপাশি ইট, বালি ও পাথর সরবরাহের ব্যবসা শুরু করেন। ব্যবসায় লোকসান হওয়ার কারণে ১৪ থেকে ১৫ লাখ টাকা ঋণ হয়ে যায়। একপর্যায়ে কিডনি

বিক্রির চেষ্টা করেন, মিরপুর এলাকায় লিফলেটও ছাড়েন। কিন্তু কিডনি আর বিক্রি করতে পারেননি। এদিকে, পাওয়ানাদাররা তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। তিনি বলেন, পাওনাদারদের চাপে ও ভয়ে গত ৩/৪ মাস ধরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে রাজধানীর মিরপুর-১ ও বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে টাকা পরিশোধ করা যাবে এমন চিন্তা ভাবনা ও পরিকল্পনা করতে থাকেন এবং সেই ধারাবাহিকতায় এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে পাশবিক কায়দায় নির্মমভাবে বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ডিবিপ্রধান আরও বলেন, ইউটিউবের মাধ্যমে ব্যাংক/এটিম বুথ ডাকাতির দৃশ্য দেখতে পেয়ে খুন করে হলেও এটিম বুথের টাকা লুট করার পরিকল্পনা করেন গ্রেফতার আরিফুল ইসলাম। পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্বাধীন

বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, হেমার, ছেনি, মিরপুর পল্লবী মিল্লাত ক্যাম্প মোড় থেকে চাপাতি, সাবল, চাকু ও মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি ক্রয় করেন। এরপর নিরিবিলি এলাকায় এমন এটিম বুথের অবস্থান খুঁজতে থাকেন। তিনি বলেন, গুলশান থানাধীন শাহজাদপুর, ৩০/বি, মাইশা চৌধুরী টাওয়ার, মধুমতি ব্যাংকের এটিএম বুথ নিরিবিলি মনে হওয়ায় এই এটিএম বুথ লুটের সিদ্ধান্ত গ্রহণ করেন। সে অনুযায়ী, গত ১০ এপ্রিল পর্যবেক্ষণ করে আনুমানিক ৫টা ১৩ মিনিটের দিকে ঘটনাস্থলে প্রবেশ করাকালীন এটিএম বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদের বাধার সম্মুখীন হওয়ায় তাকে চাপাতি দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে। এরপর হাতুড়ি, হেমার, ছেনি, সাবল ও চাপাতি দিয়ে এটিম বুথ ভাঙার

চেষ্টা করেন। এক পর্যায়ে প্রায় ১০/১২ মিনিট চেষ্টা করেও এটিএম বুথ ভাঙতে ব্যর্থ হয়ে হাতুড়ি, হেমার, ছেনি, সাবল, চাপাতি ও ব্যাগ রেখে একটি ছোট চাকু নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ভোর ৫টা ৩১ মিনিটের দিকে বাসে উঠে মিরপুরের দিকে চলে যান।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ৪০ ফিলিস্তিনি নারীকে সুখবর দিল বাংলাদেশ পাহাড়ি তরুণী চীনে পাচার: চক্রের হোতা চাকমা নারীর বিরুদ্ধে মামলা প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে, যে সিদ্ধান্ত নিল বিজিবি-বিএসএফ ৭৫ হাজার বছর আগের নারীর মুখচ্ছবি প্রকাশ বৃষ্টির পর খেলা শুরু নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে জেলেরা বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড পাচ্ছেন নাভালনির স্ত্রী ‘টাকা দিলে চাকরি থাকে, না দিলেই চাকরিচ্যুতি’ বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে জেল থেকে বেরিয়েই যে হুংকার দিলেন মামুনুল হক যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান রাশিয়ার, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি, ৩ জনকে বরখাস্ত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না : নিউইয়র্কে বিপ্লব বডুয়া গ্রেফতারি পরোয়ানা জারি হলে ফিলিস্তিন কর্তৃপক্ষকে শাস্তি দেবে ইসরাইল রাজ্যপালের বিরুদ্ধে নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ, বিজেপি শিবিরে ধাক্কা সংগঠন গোছাতে পারেনি আ.লীগের শরিকরা মন্ত্রী-এমপিদের স্বজনের প্রার্থী হওয়া নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করলেন কাদের ভারতকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ কত?